Loading AI tools
ভারতীয় অভিনেত্রী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রিয়া সেন দেববর্মা (ইংরেজি: Riya Sen) (জন্ম : রিয়া দেব বর্মা; ২৪ জানুয়ারি ১৯৮১) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। সেন একটি শিল্পী পরিবারেই জন্ম গ্রহণ করেন। তার দিদিমা সুচিত্রা সেন, মা মুনমুন সেন এবং বোন রাইমা সেন। ১৯৯১ সালে বিষকন্যা চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় শুরু হয়।
রিয়া সেন দেববর্মা | |
---|---|
জন্ম | রিয়া দেববর্মা ২৪ জানুয়ারি ১৯৮১ কলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ভারতীয় |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ১৯৯১ - বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | সিলসিলে (২০০৫) আবহমান (২০১০) |
পিতা-মাতা |
|
আত্মীয় |
|
সেন একটি শিল্পী পরিবারেই জন্ম গ্রহণ করেন। তার দিদিমা সুচিত্রা সেন, মা মুনমুন সেন এবং বোন রাইমা সেন।তার বাবা ভারত দেব বর্মা ত্রিপুরার রাজ পরিবারের সদস্য[১]। তাঁর পিতামহী, ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকন্যা, যার ছোট বোন গায়ত্রী দেবী ছিলেন জয়পুরের মহারাণী[১]। তাঁর পিতামহী ঠাকুমা ইন্দিরা দেবী ছিলেন বরোদার তৃতীয় মহারাজা সায়াজিরাও গায়কওয়াদের একমাত্র কন্যা[২][৩]। রিয়ার মাতৃপ্রপিতামহ আদিনাথ সেন ছিলেন কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী। যার বাবা দীননাথ সেন ছিলেন ত্রিপুরার মহারাজার দিওয়ান বা মন্ত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী অশোক কুমার সেনের আত্মীয় [৪]। তিনি তার মায়ের বিয়ের আগের উপাধি ব্যবহার করলেও তার সরকারী কাগজপত্র দেব বর্মা উপাধি আছে[৫]।
১৯৯১ সালে বিষকন্যা চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় শুরু হয়।১৯৯৮ সালে ফাল্গুনি পাঠকের ইয়াদ পিয়া কি আনে লাগে ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা পান ।সে সময় তাঁর বয়স ছিল ১৬ বছর।২০০১ সালে তিনি স্টাইল দিয়ে বলিউডে পা রাখেন।২০০৬ সালে তিনি আপনা সাপনা মানি মানি তে অভিনয় করেছিলেন।এছাড়াও তাঁর অন্যান্য সফল চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে প্রীতিশ নন্দীর মিউজিক ফিল্ম, ঝংকার বিটস ( হিংলিশ ভাষায় তৈরি) (২০০৩), শাদি নং ওয়ান (২০০৫) এবং মালায়ালম ড্রাফ্ট মুভি আনন্দরাম (২০০৫)। তিনি হিন্দির পাশাপাশি বাংলা, তামিল ও মালায়ালাম ভাষার ছবিতে ও কাজ করেছেন। এরপরে তিনি অনেক মিউজিক ভিডিও, ফ্যাশন শো, টিভি শো করেছেন। । বাণিজ্যিকভাবে ম্যাগাজিনের কভার পেজে উপস্থিত হয়েছেন।
শিশু চক্ষু যত্নের জন্য তহবিল বাড়াতেও তিনি সহায়তা করেছিলেন।
২০১৭ সালের আগস্টে সেন পারিবারিক বাঙালি হিন্দু রীতিতে তার প্রেমিক শিবম তেওয়ারীকে বিয়ে করেছিলেন[৬]।
রিয়া সেন একজন পাদুকাসক্ত। প্রায়ই তাকে হাই হিল পরে থাকতে দেখা যায়। এমনকি তিনি হাই হিল পরে নেচেছেন বিভিন্ন চলচ্চিত্রে (যেমন: "হিরো" মুভিতে বদমাশ লোন্ডে গানে) এবং মঞ্চে। ২০০৯-এ হংকংয়ে এক অনুষ্ঠানে তিনি নিজের এই হাই হিল আসক্তির বিষয়টি নিশ্চিত করেন।[৭][৮]
বছর | চলচ্চিত্র | চরিত্র | ভাষা | টীকা |
---|---|---|---|---|
১৯৯১ | বিষকন্যা | নিশি | হিন্দি | শিশু শিল্পী |
১৯৯৯ | তাজমহল (১৯৯৯ -এর চলচ্চিত্র ) | মাচাকান্নি | তামিল | |
২০০০ | গুড লাক (২০০০ -এর চলচ্চিত্র ) | প্রিয়া | তামিল | |
২০০১ | স্টাইল (২০০১ -এর চলচ্চিত্র ) | শিনা | হিন্দি | |
মনে পড়ে তোমাকে | রিয়া | বাংলা | বাংলাদেশী সিনেমা | |
২০০২ | দিল ভিল পিয়ার ভিয়ার | গৌরবের বান্ধবী | হিন্দি | অতিথি হিসেবে |
২০০৩ | সাজিস | হিন্দি | ||
কায়ামত:সিটি আন্ডার থ্রেট | শীতল | হিন্দি | ||
ঝংকার বিটস | প্রীতি | হিন্দি, ইংরেজি | হিংলিশ ভাষায় তৈরি | |
২০০৪ | দিল নে জিসে আপন কাহা | কামিনী | হিন্দি | অতিথি হিসেবে |
প্ল্যান | শালিনী | হিন্দি | আইটেম নম্বর | |
আরাসাতচি | ইরুভাথু ভাইসু | তামিল | আইটেম নম্বর | |
২০০৫ | আনন্দভারাম | ভামা | মালয়ালম | |
শাদি নং ওয়ান | মাধুরী | হিন্দি | ||
তুম... হো না! | রিমা | হিন্দি | ||
জেমস | – | হিন্দি | আইটেম নম্বর | |
সিলসিলে | আনুস্কা | হিন্দি | ||
ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট | সাবিত্রী ব্যানার্জী | ইংরেজি | বাংলা ছবি সেই বৃষ্টির রাত এর পুনঃনির্মাণ ছবিতে তিনি মা মুন মুন সেনের সাথে জুটি বেঁধেছিলেন[৯] | |
২০০৬ | আপনা স্বপ্না মানি মানি | শিভানি | হিন্দি | |
রোকদা | – | হিন্দি | অসমাপ্ত | |
লাভ ইউ হামেশা | মেঘনা | হিন্দি | মূলত ১৯৯৯ সালে মুক্তির জন্য নির্ধারিত ছিল | |
২০০৭ | হে বেবি (২০০৭ -এর চলচ্চিত্র) | – | হিন্দি | আইটেম নম্বর |
২০০৮ | নেনু মেকু তেলুসা ...? | মাধু | তেলুগু | তামিল ভাষায় ডাব করা হয়েছিল |
হিরোস | শিভানি | হিন্দি | ||
জোড় লাগা কে ... হায়া | – | হিন্দি | অসমাপ্ত | |
লাভ খিচড়ি | দীপ্তি মেহতা | হিন্দি | ||
২০০৯ | পেয়িং গেস্ট | আভনি | হিন্দি | |
২০১০ | বেনি অ্যান্ড বাবলু | রিয়া | হিন্দি | |
আবহমান (২০১০-এর চলচ্চিত্র) | চন্দ্রিকা | বাংলা | ||
২০১১ | নৌকাডুবি / কাস্মাকাস | কমলা | বাংলা / হিন্দি ভাষায় ডাব | তার বোনের সাথে প্রথম উপস্থিতি রাইমা সেন |
তেরে মেরে ফেরে | মুস্কান | হিন্দি | ||
২০১২ | থ্রি ব্যাচেলার | নিশা | হিন্দি | প্রায় ১০ বছর আগে তৈরি |
২০১৩ | জিন্দেগি ফিফটি-ফিফটি | নাইনা | হিন্দি | |
রাব্বা ম্যায় কে করুণ | হিন্দি | |||
মাই লাভ স্টোরি (চলচ্চিত্র) | আইটেম গার্ল | ওড়িয়া | ||
২০১৪ | জাতিস্মর (চলচ্চিত্র) | সুদেষ্ণা | বাংলা | |
২০১৬ | হিরো ৪২০ | রিয়া | বাংলা | |
২০১৬ | ডার্ক চকোলেট (চলচ্চিত্র) | রিনা বর্ধন | বাংলা |
বছর | শিরোনাম | চরিত্র | প্লাটফরম | টীকা |
---|---|---|---|---|
২০১৭ | রাগিণী এমএমএস:রিটার্নস | সিমরান | এএলটি বালাজী | |
২০১৯ | পয়জন | নাতাশা | জি ফাইভ | [১০][১১] |
২০১৯ | মিসম্যাচ ২ | মিসিকা | হইচই | |
২০১২ সালে সেন তার অভিনীত নৌকাডুবি সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে স্টার গাইড পুরস্কার জিতেছিলেন [১২]।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.