ভারতীয় অভিনেত্রী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রিমি সেন (জন্ম শুভামিত্রা সেন; ২১ সেপ্টেম্বর ১৯৮১) হলেন একজন ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। মূলত তিনি বলিউডের চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি ২০০২ সালের তেলুগু চলচ্চিত্র নি থডু কাভালী-তে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করলেও নায়িকা হিসেবে ২০০৩ সালের জনপ্রিয় ব্যবসাসফল চলচ্চিত্র হাঙ্গামাতে অভিনয় করেন। এছাড়াও রিমি বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ধুম সিরিজ এর প্রথম ২টি চলচ্চিত্রে অভিনয় করেন।
রিমি সেন | |
---|---|
![]() ২০১৭ সালে রিমি | |
জন্ম | শুভামিত্রা সেন ২১ সেপ্টেম্বর ১৯৮১ কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০০-২০১১ ২০১৫-২০১৬ |
উল্লেখযোগ্য কর্ম | ধুম, গোলমাল- ফান আনলিমিটেড |
সেন শুভমিত্র সেন পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালে তিনি বিদ্যা ভারতী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তার স্কুল জীবন শেষ করেন। এছাড়াও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।[১]
বছর | ছলচ্চিত্র | ভূমিকা | ভাষা | অন্যান্য নোট |
---|---|---|---|---|
২০০২ | নি থডু কাভালি | সিন্ধু | তেলুগু | |
২০০৩ | হাঙ্গামা | অঞ্জলী | হিন্দি | |
ভগবান | পায়েল মালহোত্রা | হিন্দি | ||
২০০৪ | ধুম | সুইটি দিক্ষীত | হিন্দি | |
স্বপ্নের দিন | আমিনা | বাংলা | ||
২০০৫ | আন্দারিভান্দু | স্বেতা | তেলুগু | |
গরম মশলা | অঞ্জলী | হিন্দি | ||
কিউ কি | মায়া | হিন্দি | ||
দিওয়ানে হুয়ে পাগল | তানিয়া/নাতাশা মুলচন্দানী | হিন্দি | ||
২০০৬ | ফির হেরা ফেরি | অঞ্জলী | হিন্দি | |
গোলমাল: ফান আনলিমিটেড | নিরালি | হিন্দি | ||
দোস্ত- মাই বেস্ট ফ্রেন্ড | হিন্দি | স্টালেড | ||
ধুম ২ | সুইটি দিক্ষীত | হিন্দি | বিশেষ উপস্থিতি | |
২০০৭ | হ্যাট্রিক | কাশ্মিরা | হিন্দি | |
জনি গাদ্দার | মিনি | হিন্দি | ||
২০০৮ | দে তালি | কার্তিকা/অঞ্জলী | হিন্দি | |
২০০৯ | সঙ্কট সিটি | মোনা | হিন্দি | |
হর্ন 'ওকে' প্রিজ | রিয়া/সিয়া (দ্বৈত চরিত্র) | হিন্দি | ||
ইয়াহা কে হাম সিকান্দার | হিন্দি | স্থগিত | ||
২০১১ | থ্যাঙ্ক ইউ | শিবানী | হিন্দি | |
শাগ্রিদ | বর্ষা মাথুর | হিন্দি | রিমি হিসাবে জমা |
Seamless Wikipedia browsing. On steroids.