Loading AI tools
ভারতীয় অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রজতাভ দত্ত ভারতীয় বাংলা চলচ্চিত্র, ধারাবাহিক এবং থিয়েটারের এক বিখ্যাত অভিনেতা। তিনি অসংখ্য বাংলা ছবিতে অভিনয় করেছেন। তিনি কামিনের মত হিন্দি চলচ্চিত্রে এবং মিস্টার এন্ড মিসেস নায়ার-এর মত ইংরেজি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি জি বাংলায় প্রচারিত হাস্যরসাত্মক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান মীরাক্কেলের একজন বিচারক।
তিনি বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৩ সালে মাধ্যমিক পাস করেন। তিনি গোয়েঙ্কা কলেজ অব কমার্স থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৮৭ সালে তিনি নেতাজি নাগর কলেজ থেকে গ্রাজ্যুয়েট হন। [1]
রজতাভ দত্ত (তিনি রণিদা নামে সমধিক পরিচিত) ১৯৮৭ সাল থেকে থিয়েটারে অভিনয় করছেন। তিনি স্বপ্নসন্ধানী থিয়েটার গ্রুপে অভিনয় করেছেন। তিনি চলচ্চিত্রে একজন জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন। তিনি এরপর ক্রমে ক্রমে তিনি খ্যাতির শীর্ষে আরোহণ করেন। সব রকম চরিত্রে মানিয়ে যাবার এক আশ্চর্য ক্ষমতা আছে তার। এটাই তার এগিয়ে যাবার মূল হাতিয়ার।
বছর | চলচ্চিত্র | পরিচালক | সহশিল্পী | প্রযোজক |
---|---|---|---|---|
২০১৯ | গোয়েন্দা তাতার | শ্রীকান্ত গোলুই | অধিরাজ গঙ্গোপাধ্যায়, রজতাভ দত্ত | জি ভি টেক সলিউশন প্রাইভেট লিমিটেড |
২০১৫ | ব্লাক | রাজা চন্দ | আশিষ বিদ্যার্থী, খরাজ মুখোপাধ্যায় | ডাগ ক্রিয়েটিভ মিডিয়া,ভায়াকম ১৮ মোশন পিকচার্স |
২০১৪ | বাদশাহী আংটি[2] | সন্দীপ রায় | আবীর চট্টোপাধ্যায়, সৌরভ দাস, পরাণ বন্দ্যোপাধ্যায় | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দার ফিল্মস |
২০১৪ | চার | সন্দীপ রায় | পীযূষ গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দার ফিল্মস |
২০১৩ | খিলাড়ি | অশোক পাতি | অঙ্কুশ হাজরা, নুসরাত জাহান | এসকে মুভিজ |
২০১৩ | আলেয়ার আলো | |||
২০১৩ | রংবাজ | রাজা চন্দ | দেব, কোয়েল মল্লিক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
২০১৩ | বস্ | বাবা যাদব | জিৎ, শুভশ্রী গাঙ্গুলী | রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, গ্রাসরুট এন্টারটেইনমেন্ট |
২০১৩ | খোকা ৪২০[3] | রাজিব বিশ্বাস | দেব, শুভশ্রী গাঙ্গুলী | এসকে মুভিজ |
২০১৩ | আশ্চর্য্য প্রদীপ | অনীক দত্ত | ||
২০১৩ | এক থি ডায়ান | |||
২০১৩ | কানামাছি | রাজ চক্রবর্তী | আবীর চট্টোপাধ্যায় অঙ্কুশ হাজরা, শ্রাবন্তী চট্টোপাধ্যায় | এসকে মুভিজ |
২০১৩ | লাভেরিয়া | রাজা চন্দ | সোহম চক্রবর্তী, পূজা বোস | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সুরিন্দার ফিল্মস |
২০১৩ | নামতে নামতে | |||
২০১৩ | গোলেমালে পিরিত কোরো না | পায়েল সরকার, যিশু সেনগুপ্ত | ||
দ্য ওয়েসিস (সংক্ষিপ্ত চলচ্চিত্র) | ||||
২০১২ | তিন কণ্যা | |||
২০১২ | কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস | |||
২০১২ | আলেয়ার আলো | |||
২০১২ | চ্যালেঞ্জ ২ | রাজা চন্দ | দেব, পূজা বোস | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
২০১২ | আমি যে চেয়েছি তোমায় | |||
২০১২ | ছুটির ফাঁদে | |||
২০১২ | দুর্গা | |||
২০১২ | হয়তো প্রেমের জন্য | |||
২০১২ | পাগলু ২[4] | সুজিত মন্ডল | দেব, কোয়েল মল্লিক | সুরিন্দার ফিল্মস |
২০১২ | লে হালুয়া লে | শঙ্কর আইরা | মিঠুন চক্রবর্তী, পায়েল সরকার, সোহম চক্রবর্তী, হিরণ চট্টোপাধ্যায় | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
২০১২ | লাভ গুরু | |||
২০১২ | রঙ রাউত প্রেম | |||
২০১২ | সেক্টর ভি | |||
২০১২ | তবুও বসন্ত | |||
২০১২ | গোড়ায় গন্ডগোল | |||
২০১১ | ভোরের পাখি | |||
২০১১ | উড়ো চিঠি | |||
২০১১ | আমিও নেবো চ্যালেঞ্জ | |||
২০১১ | পাগলু[5] | রাজিব বিশ্বাস | কোয়েল মল্লিক | সুরিন্দার ফিল্মস |
২০১১ | বাজিকর | |||
২০১১ | রান | |||
২০১১ | মন বলে প্রিয়া প্রিয়া | |||
২০১১ | পিয়া তুমি | |||
২০১১ | চলো পাল্টাই | প্রসেনজিৎ চট্টোপাধ্যায় | ||
২০১১ | হ্যান্ডকাফ | |||
২০১১ | বাই বাই ব্যাংকক | |||
২০১১ | তখন তেইশ | |||
২০১০ | কেল্লাফতে | |||
২০১০ | লাভ কানেকশন | |||
২০১০ | হিং টিং ছট | |||
২০১০ | জোর যার মুল্লুক তার | |||
২০১০ | কাছে আছো তুমি | |||
২০১০ | মহানগরী | |||
২০১০ | কখনো বিদায় বোলো না | |||
২০১০ | পথ যদি না শেষ হয় | |||
২০১০ | লুকোচুরি | |||
২০১০ | শোনো মন বলি তোমায় | |||
২০১০ | অন্তর্বাস | |||
২০১০ | রেহমাত আলি | |||
২০১০ | মন নিয়ে | |||
২০১০ | লজ্জা | |||
২০১০ | প্রতিদ্বন্দী | |||
২০১০ | ঠিকানা রাজপথ | |||
২০০৯ | ক্রোধ | |||
২০০৯ | আমার সঙ্গে | |||
২০০৯ | কামিনে | |||
২০০৯ | ওলট পালট | |||
২০০৯ | চ্যালেঞ্জ | রাজ চক্রবর্তী | দেব, শুভশ্রী গাঙ্গুলী | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
২০০৯ | ফ্রেন্ড | |||
২০০৯ | মহাকাল | |||
২০০৮ | আমার প্রতিজ্ঞা | |||
২০০৮ | বাজিমাৎ | |||
২০০৮ | গোলমাল | |||
২০০৮ | হচ্ছেটা কি | |||
২০০৮ | বন্ধু | |||
২০০৭ | চক্র | |||
২০০৭ | আই লাভ ইউ | রবি কিনাগী | দেব, পায়েল সরকার | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
২০০৭ | প্রেম | |||
২০০৭ | সংঘর্ষ | |||
২০০৭ | টাইগার | |||
২০০৭ | তুলকালাম | |||
২০০৭ | অভিমণ্যু | |||
২০০৬ | ঘটক | |||
২০০৬ | কালনায়ক | |||
২০০৬ | এম.এল.এ. ফাটাকেষ্ট | মিঠুন চক্রবর্তী | ||
২০০৬ | প্রিয়তমা | |||
২০০৬ | অবিশ্বাসী | |||
২০০৫ | মানিক | |||
২০০৫ | মন্ত্র | |||
২০০৫ | যুদ্ধ | |||
২০০৫ | আবার আসবো ফিরে | |||
২০০৪ | বারুদ | |||
২০০৪ | প্রহর | |||
২০০৩ | বোম্বাইয়ের বোম্বেটে | সন্দীপ রায় | সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায় | |
২০০৩ | নীল নির্জনে | |||
২০০৩ | পথ | |||
২০০৩ | রাস্তা | |||
২০০২ | মিস্টার এন্ড মিসেস লায়ার | |||
২০০১ | এবং তুমি আর আমি | |||
২০০০ | চক্রব্যূহ | |||
২০০০ | পারমিতার একদিন |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.