পায়েল সরকার (জন্ম: ১০ ফেব্রুয়ারি ১৯৭৮)[1] একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী। তিনি ভারতীয় বাংলা চলচ্চিত্র ও হিন্দি টেলিভিশনে অভিনয় করেন।[2][3][4]

দ্রুত তথ্য পায়েল সরকার, জন্ম ...
পায়েল সরকার
Thumb
২০১৯ সালে পায়েল সরকার
জন্ম (1978-02-10) ১০ ফেব্রুয়ারি ১৯৭৮ (বয়স ৪৬)
জাতীয়তাভারতীয়
শিক্ষাইতিহাস
মাতৃশিক্ষায়তনযাদবপুর বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৩-বর্তমান
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
বন্ধ

ব্যক্তিগত জীবনী

পায়েল সরকার ১৯৭৮ সালের ১০ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন।[1] তিনি ২০০৪ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে ডিগ্রী অর্জন করেন। তিনি বাংলা টিন ম্যাগাজিন উনিশ-কুড়ি প্রচ্ছদে মডেল হন।

চলচ্চিত্রের তালিকা

আরও তথ্য বছর, চলচ্চিত্র ...
বছরচলচ্চিত্র চরিত্রপরিচালক মন্তব্য
২০০৪শুধু তুমি অভিজিৎ গুহ
২০০৬বিবর সুব্রত সেন
২০০৭আই লাভ ইউ পূজারবি কিনাগী
এফ.এম.(ফান অর মাস্তি) শেখর সূর্য
২০০৯ক্রস কানেকশান প্রিয়াঅভিজিৎ গুহ, সুদেষ্ণা রায়
প্রেম আমার রাজ চক্রবর্তী
২০১০লে ছক্কা রাজ চক্রবর্তী সেরা অভিনেত্রীর পুরস্কার
২০১১জানি দেখা হবে বিরসা দাশগুপ্ত
২০১২লে হালুয়া লে পায়েলরাজা চন্দ
বোঝেনা সে বোঝেনা জয়িতা রাজ চক্রবর্তী
বাওয়াল আললিমিটেড
২০১৩গোলেমালে গোলেমালে পিরিত কোরো না অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়
একটি আষাড়ে গল্প অরিন্দম চক্রবর্তী
২০১৪ বাঙালী বাবু ইংলিশ মেম
বচ্চন রাজা চন্দ [5]
চতুষ্কোণ
বচ্চন রাজা চন্দ
ঋণ অরিন্দম শীল
২০১৫ এবার শবর জয়তিকা
লড়াই অনুরাধা
অমানুষ ২
জামাই ৪২০ জুলি
যমের রাজা দিল বর আবীর সেনগুপ্ত
গুড্ডু কি গান কালি চৌরাশিয়াশান্তনু রায়, শীর্ষক আনন্দ [6]
২০১৬ চকলেট
ঈগলের চোখ নন্দিনী
২০১৭জিও পাগলা নন্দিতারবি কিনাগী
চলচ্চিত্র সার্কাস
২০১৮ভাইজান এলো রে রুনাজয়দীপ মুখার্জী
২০১৯জামাই বদল রবি কিনাগী
মুখোমুখি
ভালোবাসার শহর
২০২০ মুখোশ অর্ঘদীপ চ্যাটার্জি
কড়াপাক প্রিয়া
হারানো প্রাপ্তি রাজা চন্দ
বিয়ে.কম
২০২১ ম্যাজিক
অনুসন্ধান
২০২২ অভিযান
দি একেন বিপাশা মিত্র জয়দীপ মুখার্জী
জালবন্দি পীযূষ সাহা
কুলপি বরশালী চ্যাটার্জি
সীমান্ত সুমন মৈত্র
হার মানা হার রাজা চন্দ
জতুগৃহ মেলিসা সপ্তস্বা বসু
২০২৩ একটু সরে বসুন উর্মি কমলেশ্বর মুখোপাধ্যায়
২০২৪ অহল্যা অভিমন্যু মুখোপাধ্যায়
আবার অরণ্যে দিন রাত্রি নন্দিনী সুমন মৈত্র [7][8]
দরদ অনন্য মামুন
আসন্ন রডোডেনড্রন অর্ঘ দীপ চ্যাটার্জি
বীরপুরুষ রাজর্ষি দে
বন্ধ

টেলিভিশন

  • লাভ স্টোরি (টিভি ধারাবাহিক) লাভ স্টোরি - শ্রুতি (৩০ এপ্রিল ২০০৭ - ১৭ জানুয়ারি ২০০৮)[9]
  • ওয়াক্ত বাতায়েগা কন আপনা কন পরায়া - রুদ্র (১৪ এপ্রিল ২০০৮ - ৩০ অক্টোবর ২০০৮)
  • শকুন্তুলা - রাজকুমারী সিং (২ ফেব্রুয়ারি ২০০৯ - ১৫ মে ২০০৯)
  • লেডিস স্পেশাল - পূজা সিং (২৫ মে ২০০৯ - ৯ ডিসেম্বর ২০০৯)[10]

পুরস্কার

  • আনন্দলোক অ্যাওয়ার্ড (২০১০)
  • কালাকার পুরস্কার, (২০১৬) যমের রাজা দিলো বর এর জন্য সেরা অভিনেত্রী।

রাজনৈতিক জীবন

২০২১ সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন এবং সেই বছরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব আসনে লড়ছেন।[11]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.