জিও পাগলা
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জিও পাগলা শৈলেশ দে’র জনপ্রিয় নাটক 'জয় মা কালী বোর্ডিং' অবলম্বনে নির্মিত একটি কমেডি ধাঁচের ছবি। ছবিটি প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস এবং পরিচালনা করেছেন রবি কিনাগী। জিও পাগলা ২০১৭ সালের ২০ অক্টোবর কলকাতায় মুক্তি পায়, বাংলাদেশে মুক্তি পায় ২০১৮ সালের ১৯ জানুয়ারি।[১][২][৩]
জিও পাগলা | |
---|---|
![]() জিও পাগলা চলচ্চিত্রের চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | রবি কিনাগী |
প্রযোজক | নিসপাল সিং |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | জিৎ গাঙ্গুলী |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | সুরিন্দর ফিল্মস |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ₹ ৩.০০ কোটি (ইউএস$ ৩,৬৬,৬৯৯) |
কুশীলব
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.