শ্রী ভেঙ্কটেশ ফিল্মস

ভারতীয় প্রযোজনা ও মিডিয়া সংস্থা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

শ্রী ভেঙ্কটেশ ফিল্মস

শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রাইভেট লিমিটেড একটি ভারতীয় মিডিয়া এবং বিনোদন সংস্থা। এর সদর দপ্তর কলকাতা, পশ্চিম বাংলায় অবস্থিত। বাংলা চলচ্চিত্র প্রযোজনা ও বণ্টন ছাড়াও সংস্থাটি পূর্ব ভারতে হলিউডবলিউডের চলচ্চিত্র বণ্টন করে। এছাড়া এই প্রতিষ্ঠানের আরো রয়েছে ডিজিটাল সিনেমা, গান, হোম ভিডিও ইত্যাদি। ভেঙ্কটেশ ফিল্মস দুই বছর আনন্দবাজার পত্রিকার পাওয়ার লিস্টে অবস্থান করে।[]

দ্রুত তথ্য ধরন, প্রতিষ্ঠাকাল ...
শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রাইভেট লিমিটেড
ধরনপ্রযোজক এবং বিনোদনমূলক সংস্থা
প্রতিষ্ঠাকাল১৯৯৫
প্রতিষ্ঠাতাশ্রীকান্ত মোহতা
মহেন্দ্র সোনি
সদরদপ্তর
১৮ তলা, অ্যাক্রোপলিস, ১৮৫৮, রাজডাঙ্গা মেইন রোড, শান্তিপল্লী, সেক্টর বি, পূর্ব কলকাতা শহরতলি , কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০১০৭
,
প্রধান ব্যক্তি
  • শ্রীকান্ত মোহতা
  • মাহেন্দ্র সোনি
  • বিষ্ণু মোহতা
অধীনস্থ প্রতিষ্ঠান
ওয়েবসাইটশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
বন্ধ

শুরুর কথা

১৯৯৬ সালে শ্রীকান্ত মোহতা ও মাহেন্দ্র সোনি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (SVF বা এসভিএফ)[] চালু করেন। ক্রমে এটি পূর্ব ভারতের সবচেয়ে শক্তিশালী প্রযোজনা সংস্থায় পরিণত হয়।

বিনোদনমূলক ক্ষেত্রে এসভিএফের রয়েছে প্রযোজনা, বণ্টন, ডিজিটাল সিনেমা, অনলাইন স্টোর, গান এবং এক্সিবিশন।

চলচ্চিত্র প্রযোজনা

শ্রী ভেঙ্কটেশ ফিল্মস পূর্ব ভারতের অন্যতম সেরা প্রযোজনা সংস্থা। এখন পর্যন্ত এটি প্রায় ৫৯টি চলচ্চিত্র মুক্তি দিয়েছে, যার মধ্যে জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রও রয়েছে, যেমনঃ মেমোরিস ইন মার্চ[] চোখের বালি[][], রেইনকোট[]। এছাড়াও নানা ব্লকবাস্টার চলচ্চিত্র যেমনঃ সাথী, মিনিস্টার ফাটাকেষ্ট[], চ্যাম্পিয়ন, জ্যাকপট, চিরদিনই তুমি যে আমার, পরাণ যায় জ্বলিয়া রে, জোশ, আওয়ারা, চ্যালেঞ্জ ২ এবং অন্য ধরনের ছবি যেমনঃ অটোগ্রাফ, বাইশে শ্রাবণ, ইতি মৃণালিনী, প্রলয়, প্রেম আমার, হেমলক সোসাইটি, চিত্রাঙ্গদা[][] ইত্যাদি উপহার দেয়।

ডিজিটাল সিনেমা

জানুয়ারি ২০০৮-এ, এসভিএফ রিয়েল ইমেজ মিডিয়া টেকনোলোজি প্রাইভেট লিমিটেড-এর সাথে অংশীদারত্বে প্রবেশ করে যার ফলে কিউবি ডিজিটাল সিনেমা পূর্ব ভারতে প্রবেশ করে।[১০][১১]

এরফলে পশ্চিম বাংলার দর্শকেরা ডিজিটাল প্রযুক্তিতে চলচ্চিত্র দেখার আনন্দ উপভোগ করে।

ডিজিটাল সিনেমা একটি বৈপ্লবিক পরিবর্তন আনে। উচ্চ মানের চিত্র দর্শকের নিকটে হাজির করবার জন্য এটি অপরিহার্য। এর ফলে সিনেমা হলে চলচ্চিত্র হার্ড ড্রাইভ অথবা স্যাটেলাইটের মাধ্যমে পৌছে দেয়া যায়, ৩৫ মিমির ফিল্ম রিলের পরিবর্তে। সিনেমা হলে ডিজিটার প্রযুক্তি পৌছে দেবার তাগিফে ভি-ডিজিটাল অভূতপূর্ব ভূমিকা রাখে।[১২] এটি শুধুমাত্র বড় সিনেমা হলগুলোতেই নয়, প্রায় মৃত হলগুলোকেও পুনঃউজ্জ্বীবিত করে। বর্তমানে ভেঙ্কটেশ ফিল্মস পশ্চিম বাংলার প্রায় ২০০টি সিনেমা হলকে অত্যাধুনিক করে তোলে, যা পুরো ভারতে একটি রেকর্ড।

বণ্টন

এই কোম্পানির বণ্টন বিভাগ পূর্ব ভারতে প্রায় ১২৫টি হিন্দি ছবি মুক্তি দিয়েছে। ব্লকবাস্টার বলিউড চলচ্চিত্র যেমনঃ জোশ, খামোশি, কোম্পানি, দেবদাস, ভগবান, মুন্নাভাই এমবিবিএস, হাঙ্গামা, খাকি, তেরে নাম, ভূত, মার্ডার, ওয়াক্ত, ব্ল্যাক এবং নতুন ছবি যেমন দাবাং, গ্যাং অফ ওয়াসিপুর, ককটেল ইত্যাদি। এছাড়া হলিউড চলচ্চিত্র যেমনঃ পাইরেটস অফ দ্য ক্যারিবিয়াঃ অন স্ট্রেঞ্জারস টাইড, ট্রান্সফর্মারসঃ ডার্ক অফ দ্য মুন, রিও, ব্ল্যাক সোয়ান, টোয়াইলাইটঃ ব্রেকিং ডন পার্ট-১ সহ আরো অনেক ছবি দর্শকদের দেখার সুযোগ করে দেয়। ২০০টি থিয়েটার সহ তিনটি মাল্টিপ্লেক্স এই অংশে রয়েছে, যা বণ্টন এবং অন্যান্য কাজ আরো সহজ করে দিয়েছে।

টেলিভিশন

সারাংশ
প্রসঙ্গ

টেলিভিশন ক্ষেত্রে ভেঙ্কটেশ শুরু করেছে মিডিয়া ওয়ার্ল্ডওয়াইড প্রাইভেট লিমিটেড[১৩]। এর রয়েছে ৪টি চ্যানেল। যথাঃ মিউজিক ইন্ডিয়া[১৪], সঙ্গীত বাংলা[১৫], সঙ্গীত ভোজপুরী এবং মিউজিক ইন্ডিয়া ইউকে। এই প্রতিষ্ঠান বিভিন্ন ধারাবাহিকও প্রচার করে। যেমনঃ স্টার জলসা[১৬], রুপসী বাংলা, মহুয়া বাংলা, ইটিভি বাংলা, সানন্দা টিভি ইত্যাদি। এর মধ্যে স্টার জলসায় প্রচারিত মা ধারাবাহিকটি পশ্চিম বাংলায় সর্বাধিক জনপ্রিয় হয়[১৭]। এছাড়া আরো রয়েছেঃ বেহুলা, দুর্গা, সিঁদুরখেলা, জন্মান্তর, বিসর্জন, সংসার সুখের হয় রমণীর গুণে, বধূ কোন আলো লাগল চোখে ইত্যাদি।

হালকা নীল ছায়াযুক্ত শো গুলি বর্তমানে চলমান রয়েছে৷
আরও তথ্য বছর, শো ...
বছরশোচ্যানেল
২০০৮বন্ধনস্টার জলসা
দুর্গা
এঞ্জয় গুরু
২০০৯I laugh you
You laugh me
বেহুলা
মা
২০১০স্বয়ম্বর
হারানো সুরমহুয়া বাংলা
পরিচয়
সিঁদুরখেলাস্টার জলসা
২০১১সুভাষিনীরূপসী বাংলা
I laugh you 2স্টার জলসা
বিসর্জনইটিভি বাংলা
সংসার সুখের হয় রমণীর গুণেস্টার জলসা
মিসেস সিনহা রায়সানন্দা টিভি
২০১২বধূ কোন আলো লাগলো চোখেস্টার জলসা
জন্মান্তরমহুয়া বাংলা
মেরি মাLife ok
রোমানিস্টার জলসা
এফআইআর বেঙ্গল
শতীন কান্ত ইটিভি বাংলা
"মিশন ১০০০ ঘন্টা" স্টার জলসা
২০১৩জয় হে
বোঝেনা সে বোঝেনা
২০১৪ঠিক যেনো লাভ স্টোরিস্টার জলসা
গৌরিদানইটিভি বাংলা
মা দুর্গা
২০১৫মন নিয়ে কাছকাছি স্টার জলসা
পটল কুমার গানওয়ালাস্টার জলসা
I laugh you 3
নাগলীলাকালার বাংলা
গোয়েন্দা গিন্নি জি বাংলা
এগিয়ে বাংলা
২০১৬ভুতু
দাসিকালার্স বাংলা
অগ্নিজলস্টার জলসা
ঝাঁঝ লবঙ্গ ফুল
মহানায়ক
২০১৭প্রেমের কাহিনি
তবু মনে রেখোজি বাংলা
গোপাল ভাঁড় স্টার জলসা
জয় কালী কলকাত্তাওয়ালি
২০১৮ আমলকিজি বাংলা
জয় বাবা লোকনাথ
রানু পেলো লটারি
নিশির ডাককালারস বাংলা
আমি সিরাজের বেগমস্টার জলসা
২০১৯গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে
ত্রিনয়নীজি বাংলা
দুর্গা দুর্গেশ্বরীস্টার জলসা
আয় খুকু আয়সান বাংলা
চুনি পান্নাস্টার জলসা
২০২০বাঘ বন্দি খেলাজি বাংলা
প্রথমা কাদম্বিনীস্টার জলসা
২০২১সাগর জ্যোতিEnterr10 বাংলা
বসন্ত বিলাস মেসবাড়িকালার্স বাংলা
২০২২অনুরাগের ছোঁয়াস্টার জলসা
২০২২ নবাব নন্দিনী স্টার জলসা
২০২৩ মেয়েবেলা
২০২৩ রূপসাগর মনের মানুষ সান বাংলা
২০২৩তুমি আশে পাশে থাকলেস্টার জলসা
২০২৪বসু পরিবারসান বাংলা
২০২৪দিল কো তুমসে পেয়ার হুয়াস্টার প্লাস
বন্ধ

প্রযোজিত চলচ্চিত্র

আরও তথ্য সাল, মুক্তির তারিখ ...
সাল মুক্তির তারিখ চলচ্চিত্র পরিচালক অভিনয়ে মন্তব্য
২০২৫ তুফান রায়হান রাফী শাকিব খান
২০২০ ১৪ই ফেব্রুয়ারি ২০২০ লাভ আজকাল পরশু প্রতীম গুপ্ত অর্জুন চক্রবর্তী, মধুমিতা সরকার, পাওলি দাম, অনিন্দিতা বোস
২০২০ ২৩ জানুয়ারী ২০২০ দ্বিতীয় পুরুষ সৃজিত মুখোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন, আবীর চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ঋতব্রত মুখার্জি, গৌরব চক্রবর্তী বাইশে শ্রাবণের পরবর্তি ছবি
২০১৯ ২০ ডিসেম্বর ২০১৯ প্রোফেসর শঙ্কু ও এল ডোরাডো সন্দীপ রায় ধৃতিমান চট্টোপাধ্যায়, শুভাশিষ মুখোপাধ্যায় সত্যজিৎ রায়ের লেখা প্রোফেসর শঙ্কু থেকে
২০১৯ ১৫ নভেম্বর ২০১৯ ঘরে বাইরে আজ অপর্না সেন যীশু সেনগুপ্ত, অনির্বান ভট্টাচার্য্য, তুহিনা দাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে
২০১৯ ২ রা অক্টোবর ২০১৯ গুমনামি সৃজিত মুখোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী অনুজ ধর আর চন্দ্রচুর ঘোষের লেখা থেকে
২০১৯ ২০ ই সেপ্টেম্বর ২০১৯ গোয়েন্দা জুনিয়র মৈনাক ভৌমিক ঋতব্রত মুখার্জি, শান্তিলাল মুখার্জি, আনুশা বিশ্বনাথন
২০১৯ ২৬ ই জুলাই ২০১৯ বর্ণপরিচয় মৈনাক ভৌমিক আবীর চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, প্রিয়াঙ্কা সরকার
২০১৯ ২১ ই জুন ২০১৯ বিবাহ অভিযান বিরসা দাশগুপ্ত অঙ্কুশ হাজরা, নুসরাত ফারিয়া, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অনির্বান ভট্টাচার্য্য, প্রিয়াঙ্কা সরকার
২০১৯ ২৪ ই মে ২০১৯ দুর্গেশগরের গুপ্তধন ধ্রুব ব্যানার্জি আবীর চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, ঈশা সাহা
২০১৯ ১৭ ই মে ২০১৯ ভুত চতুর্দশী সাবির মল্লিক আরিয়ান ভৌমিক, এনা সাহা
২০১৯ ২৬ ই এপ্রিল ২০১৯ কে তুমি নন্দিনী পথিকৃৎ বসু বনি সেনগুপ্ত,রুপসা মুখার্জী চলচ্চিত্রটি বক্স-অফিসে ভালব্যাবসা করতে পারে নি তাই এটি ফ্লপ হয়েছে।
২০১৯ ২১ই মার্চ ২০১৯ মন জানে না শাগুফতা রফিক যশ দাশগুপ্ত,মিমি চক্রবর্তী যশ দাশগুপ্ত এর পঞ্চম সিনেমা
২০১৮ ১৩ই জুলাই ২০১৮ ফিদা পথিকৃৎ বসু যশ দাশগুপ্ত,সঞ্জনা ব্যানার্জী যশ দাশগুপ্ত এর চতুর্থ সিনেমা
২০১৮ ১৯ই জানুয়ারি ২০১৮ টোটাল দাদাগিরি পথিকৃৎ বসু যশ দাশগুপ্ত,মিমি চক্রবর্তী যশ দাশগুপ্ত এর তৃতীয় সিনেমা
২০১৭ ১৪ই এপ্রিল ২০১৭ ওয়ান বিরসা দাশগুপ্ত যশ দাশগুপ্ত,নুসরাত জাহান,প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যশ দাশগুপ্ত এর দ্বিতীয় সিনেমা
২০১৬ ৭ই অক্টোবর ২০১৬ গ্যাংস্টার বিরসা দাশগুপ্ত যশ দাশগুপ্ত,মিমি চক্রবর্তী যশ দাশগুপ্ত এর প্রথম সিনেমা
২০১৫ ২৩শে জানুয়ারিছোটদের ছবিকৌশিক গঙ্গোপাধ্যায়দুলাল সরকার, দেবলীনা রায়
২০১৪ ১৯শে ডিসেম্বরবাদশাহী আংটিসন্দীপ রায়আবীর চট্টোপাধ্যায়, সৌরভ দাস, পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, ভরত কলসত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের একই নামের উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র
১লা অক্টোবরযোদ্ধা-দ্য ওয়ারিয়ররাজ চক্রবর্তীদেব, মিমি চক্রবর্তী২০০৯ সালের তেলুগু চলচ্চিত্র মগধীরা-এর পুনঃনির্মাণ
১৫ই আগস্টবরবাদরাজ চক্রবর্তীবনি সেনগুপ্ত, রিতিকা সেন, মৈনাক
২৫শে জুলাইবিন্দাসরাজীব বিশ্বাসদেব, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শ্রাবন্তী২০১৩ সালের তেলুগু চলচ্চিত্র মির্চি-এর পুনঃনির্মাণ
৪ঠা জুলাইগল্প হলেও সত্যিবিরসা দাশগুপ্তসোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী রজতাভ দত্ত, সায়নী ঘোষ২০১২ সালের তামিল চলচ্চিত্র পিজ্জা-এর পুনঃনির্মাণ
১৩ই জুনচারসন্দীপ রায়শাশ্বত চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত, পীযূষ গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিকসত্যজিৎ রায়, পরশুরামশরদিন্দু বন্দ্যোপাধ্যায়-এর চারটি ভিন্ন ধাঁচের গল্পাবলম্বনে
৩০শে মেঅরুন্ধতীসুজিত মন্ডলকোয়েল মল্লিক, রাহুল বন্দ্যোপাধ্যায় ইন্দ্রনীল সেনগুপ্ত২০০৯ সালের তেলুগু চলচ্চিত্র অরুন্ধতী-এর পুনঃনির্মাণ
১১ই এপ্রিলচিরদিনই তুমি যে আমার ২সৌমিক চট্টোপাধ্যায়অর্জুন চক্রবর্তী, ঊর্মিলা মহান্তা, রিদ্ধি সেন, বিহু, এঙ্কা সাহা, খরাজ মুখোপাধ্যায়২০১২ সালের তামিল ভাঝাক্কু এন ১৮/৯-এর পুনঃনির্মাণ
১৪ই ফেব্রুয়ারিঅভিশপ্ত নাইটিবিরসা দাশগুপ্তপাওলি দাম, ইন্দ্রনীল সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, রাহুল ব্যানার্জী, নীল মুখোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, লকেট চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, লাবণী সরকার, জোজো, তনিমা সেন, জুন মালিয়াএকটি অভিশপ্ত নাইটির উপর এর কাহিনী এগিয়ে গেছে
৩১শে জানুয়ারিবাঙালী বাবু ইংলিশ মেমরবি কিনাগীসোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী২০১২ সালের পাঞ্জাবি চলচ্চিত্র জাট এন্ড জুলিয়েট-এর পুনঃনির্মাণ
২০১৩ ২০শে ডিসেম্বরচাঁদের পাহাড়কমলেশ্বর মুখোপাধ্যায়দেব, জেরার্ড রুডলফ, মার্টিন সিটো ওটোবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একই নামে লেখা উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত টলিউডের সর্বাধিক বাজেটের চলচ্চিত্র
১১ই অক্টোবরমিশর রহস্যসৃজিত মুখোপাধ্যায়প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, ইন্দ্রনীল সেনগুপ্ত, রজত কাপুর, স্বস্তিকা মুখোপাধ্যায়সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের একই নামে লেখা উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত
৬ই সেপ্টেম্বরসত্যান্বেষীঋতুপর্ণ ঘোষসুজয় ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, শিবাজি বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্তশরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ বক্সীর উপন্যাস চোরাবালির উপর ভিত্তি করে নির্মিত
৯ই আগস্টপ্রলয়রাজ চক্রবর্তীপরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষবরুন বিশ্বাসের সাথে ঘটা সত্যিকার ঘটনার উপর ভিত্তি করে নির্মিত
১৪ই জুনমেঘে ঢাকা তারাকমলেশ্বর মুখোপাধ্যায়শাশ্বত চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় কর্তৃক লেখা গল্পের উপর ভিত্তি করে নির্মিত
এপ্রিল ২৬রকিসুজিত মন্ডলমহাক্ষয় চক্রবর্তী, পূজা বোস, মিঠুন চক্রবর্তী২০১১ সালের তেলুগু চলচ্চিত্র ওসারাভেলির পুনঃনির্মাণ
এপ্রিল ১২গয়নার বাক্সঅপর্ণা সেনমৌসুমী চট্টোপাধ্যায়, কঙ্কনা সেন শর্মা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাসের ওপর ভিত্তি করে
১৫ই ফেব্রুয়ারিলাভেরিয়ারাজা চন্দসোহম চক্রবর্তী, পূজা বোস, রজতাভ দত্ত, তুলিকা বসু, সমিধ মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত২০০৯ সালের তেলুগু চলচ্চিত্র বাম্পার অফার-এর পুনঃনির্মাণ
২০১২ ২৮শে ডিসেম্বরবোঝেনা সে বোঝেনারাজ চক্রবর্তীসোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, পায়েল সরকার২০১১ সালের তামিল চলচ্চিত্র এনগেয়াম ইপোথিয়াম-এর পুনঃনির্মাণ
২১শে ডিসেম্বরযেখানে ভূতের ভয়সন্দীপ রায়আবীর চট্টোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী
৭ই ডিসেম্বরবাপি বাড়ি যাঅভিজিৎ গুহ, সুদেষ্ণা রায়চৌধুরীঅর্জুন চক্রবর্তী, মিমি চক্রবর্তী, শমী বর্মন, অনিন্দ্য চট্টোপাধ্যায়
১৯শে অক্টোবরচ্যালেঞ্জ ২রাজা চন্দদেব, পূজা বোস, তাপস পাল, আশীষ বিদ্যার্থী, খরাজ মুখোপাধ্যায়২০১১ সালের তামিল চলচ্চিত্র ডুকুডুর পুনঃনির্মাণ
৩১শে আগস্টচিত্রাঙ্গদাঋতুপর্ণ ঘোষঋতুপর্ণ ঘোষ, যিশু সেনগুপ্ত, অঞ্জন দত্ত, রাইমা সেন, দীপঙ্কর দে
১৩ই জুলাইআওয়ারারবি কিনাগীজিৎ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মুকুল দেব, আশিষ বিদ্যার্থী২০০৮ সালের তেলুগু চলচ্চিত্র কৃষ্ণার পুনঃনির্মাণ
২২শে জুনহেমলক সোসাইটিসৃজিত মুখোপাধ্যায়পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, সৌমিত্র চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, রুপা গাঙ্গুলী
২৫শে মেজানেমনরাজা চন্দসোহম চক্রবর্তী, কোয়েল মল্লিক, আশিষ বিদ্যার্থী২০১০ সালের তামিল চলচ্চিত্র পায়ার পুনঃনির্মাণ
১৩ই এপ্রিললে হালুয়া লেরাজা চন্দমিঠুন চক্রবর্তী, হিরণ চট্টোপাধ্যায়, পায়েল সরকার, সোহম চক্রবর্তী১৯৮৪ সালের মালয়ালম চলচ্চিত্র পচাক্কুরু মুকুচির পুনঃনির্মাণ
২০শে জানুয়ারি১০০% লাভরবি কিনাগীজিৎ, কোয়েল মল্লিক, সুপ্রিয় দত্ত, সুজয় ঘোষ২০০৭ সালের তেলুগু চলচ্চিত্র আদাভারি মাতালাকু আর্থালে ভেরুলর পুনঃনির্মাণ
২০১১ ২৩শে ডিসেম্বররয়েল বেঙ্গল রহস্যসন্দীপ রায়সব্যসাচী চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, বিভূ ভট্টাচার্য, ডা. বাসুদেব মুখোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়
৪ঠা নভেম্বররোমিওসুজিত মন্ডলদেব, শুভশ্রী গাঙ্গুলী, সব্যসাচী চক্রবর্তী, লাবণী সরকার, পার্থসারথী দেব, কৌশিক বন্দ্যোপাধ্যায়২০০৯ সালের তেলুগু চলচ্চিত্র কঁচেম ইস্তাম কঁচের কস্টমর পুনঃনির্মাণ
সেপ্টেম্বর ৩০ফান্দে পড়িয়া বগা কান্দে রেসৌমিক চট্টোপাধ্যায়সোহম চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, দীপঙ্কর সে, শান্তিয়াল মুখোপাধ্যায়, ভারত কাল২০১০ সালের তেলুগু চলচ্চিত্র মারিডা রামান্নার পুনঃনির্মাণ
বাইশে শ্রাবণসৃজিত মুখোপাধ্যায়প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন, আবীর চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ
১২ই আগস্টআমি সুভাষ বলছিমহেশ মঞ্জরেকরমিঠুন চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, লাবণী সরকার, বরখা বিশত সেনগুপ্ত, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়২০০৯ সালের মারাঠি চলচ্চিত্র ম্যা সিভাজরি ভোসলে বলতোর পুনঃনির্মাণ
২৯শে জুলাইইতি মৃণালিনীঅপর্ণা সেনকঙ্কনা সেন শর্মা, অপর্ণা সেন, রজত কাপুর, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, কৌশিক সেন, সৃজিত মুখোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়
১লা এপ্রিলমেমোরিস ইন মার্চসঞ্জয় নাগদীপ্তি নাভাল, ঋতুপর্ণ ঘোষ, রাইমা সেন
৪ঠা মার্চচলো পাল্টাইহরনাথ চক্রবর্তীপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, তাথৈ দেব, রজতাভ দত্ত২০১০ সালের মারাঠি চলচ্চিত্র শিক্ষানাচা আয়চা ঘোএর পুনঃনির্মাণ
২০১০ ২৪শে ডিসেম্বরসেদিন দেখা হয়েছিলসুজিত মন্ডলদেব, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তাপস পাল, প্রেমজিৎ২০০৮ সালের তেলুগু চলচ্চিত্র পারুগুর পুনঃনির্মাণ
১৪ই অক্টোবরদুই পৃথিবী রাজ চক্রবর্তীজিৎ, কোয়েল মল্লিক, দেব[১৮], বরখা বিশত সেনগুপ্ত২০০৮ সালের তেলুগু চলচ্চিত্র গামইয়াম-এর পুনঃনির্মাণ
অটোগ্রাফসৃজিত মুখোপাধ্যায়প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নন্দনা সেন, ইন্দ্রনীল সেনগুপ্ত
৩০শে জুলাইজোশরবি কিনাগীজিৎ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পানিত ইসার, তাপস পাল, লাবণী সরকার২০০৫ সালের তেলুগু চলচ্চিত্র ভদ্রর পুনঃনির্মাণ
৩০শে এপ্রিলঅমানুষরাজিব বিশ্বাসসোহম চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রেহান রায়, নগেশ২০০৩ সালের তামিল চলচ্চিত্র কাদাল কন্দেই-এর পুনঃনির্মাণ
২০০৯ ৯ই অক্টোবরপ্রেম আমাররাজ চক্রবর্তীসোহম চক্রবর্তী, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, লাবণী সরকার, তাথৈ, পার্থসারথী দেব২০০৪ সালের তামিল চলচ্চিত্র সেভেনজি রেইনবো কলোনির পুনঃনির্মাণ
২৪শে জুলাইপরাণ যায় জ্বলিয়া রেরবি কিনাগীদেব, শুভশ্রী গাঙ্গুলী, রাহুল চট্টোপাধ্যায়, টোটা রায় চৌধুরী২০০৭ সালের হিন্দি চলচ্চিত্র নমস্তে লন্ডন-এর পুনঃনির্মাণ
২৯শে মেসাত পাকে বাঁধাসুজিত মন্ডলজিৎ, কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, সুভাসিষ মুখোপাধ্যায়, লাবণী সরকার, লকেট চট্টোপাধ্যায়১৯৯৭ সালের তেলুগু চলচ্চিত্র পবিত্র বন্ধন-এর পুনঃনির্মাণ
২০শে মার্চচ্যালেঞ্জরাজ চক্রবর্তীদেব, শুভশ্রী গাঙ্গুলী, বিশ্বজিৎ চক্রবর্তী, লাবণী সরকার, রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, অভিমণ্যু মুখোপাধ্যায়২০০৫ সালের তেলুগু চলচ্চিত্র বানির পুনঃনির্মাণ
২৩শে জানুয়ারিজ্যাকপটকৌশিক গাঙ্গুলীহিরণ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, রাহুল বন্দ্যোপাধ্যায়, সোহিনী পাল, বিশ্বজিৎ চক্রবর্তী
২০০৮ ১৫ই আগস্টচিরদিনই তুমি যে আমাররাজ চক্রবর্তীরাহুল বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা রায়, তমাল রায় চৌধুরী, গীতা দত্ত, সুজিত দত্ত, রুদ্রনীল ঘোষ২০০৪ সালের তামিল চলচ্চিত্র কাধাল-এর পুনঃনির্মাণ
১১ই জুলাইলাভরিংগো বন্দ্যোপাধ্যায়যিশু সেনগুপ্ত, কোয়েল মল্লিকএরিচ সেগালের ইংরেজি উপন্যাস novel লাভ স্টোরির ওপর ভিত্তি করে নির্মিত
১১ই এপ্রিলপ্রেমের কাহিনীরবি কিনাগীদেব, কোয়েল মল্লিক, যিশু সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক২০০৬ সালের কানন্দা চলচ্চিত্র মুঙ্গারু মেইলর পুনঃনির্মাণ
২০০৭ জুলাইআই লাভ ইউ রবি কিনাগীদেব, পায়েল সরকার২০০৫ সালের তেলুগু চলচ্চিত্র নুভোভসন্তে নিনোদন্তনার পুনঃনির্মাণ
৮ই জুনমিনিস্টার ফাটাকেষ্টস্বপন সাহামিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, কোয়েল মল্লিক
২০০৬ এমএলএ ফাটাকেষ্টস্বপন সাহামিঠুন চক্রবর্তী, সৌমিত্র চট্টোপাধ্যায়, দেবশ্রী রায়, রজতাভ দত্ত, কোয়েল মল্লিক
ক্রান্তিরিংগো বন্দ্যোপাধ্যায়জিৎ, স্বস্তিকা মুখোপাধ্যায়
রিফিউজিহারানাথ চক্রবর্তীপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রম্ভ
২০০৫ ২৯শে জুলাইযুদ্ধরবি কিনাগীমিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, জিৎ, কোয়েল মল্লিক
৪ঠা নভেম্বরশুভদৃষ্টিপ্রভাত রায়জিৎ,পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক,
২০০৪ ডিসেম্বর ১৭বন্ধনরবি কিনাগীজিৎ, কোয়েল মল্লিক, ভিক্টর বন্দ্যোপাধ্যায়
ডিসেম্বররেইনকোটঋতুপর্ণ ঘোষঅজয় দেবগণ, ঐশ্বরিয়া রাই, আন্নু কাপুরও. হেনরির ইংরেজি ছোট গল্প দ্য গিফট অফ দ্য ম্যাগি অবলম্বনে
২০০৩ ৯ই আগস্টচোখের বালিঋতুপর্ণ ঘোষঐশ্বরিয়া রাই, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাইমা সেন, টোটা রায় চৌধুরীরবীন্দ্রনাথ ঠাকুরের একই নামের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত
১৫ই এপ্রিলচ্যাম্পিয়নরবি কিনাগীজিৎ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়১৯৯২ সালের হিন্দি চলচ্চিত্র জো জিতা ওই সিকান্দার থেকে অনুপ্রাণিত
২০০২ ১৪ই জুনসাথীহরনাথ চক্রবর্তীজিৎ, প্রিয়াঙ্কা ত্রিভেদী, রঞ্জিত মল্লিক১৯৯৯ সালের তামিল চলচ্চিত্র থুল্লাধা মনামাম থুল্লুম
২০০১ প্রতিবাদহরনাথ চক্রবর্তী
দাদাঠাকুরহরনাথ চক্রবর্তী
২০০০ শ্বশুরবাড়ি জিন্দাবাদহরনাথ চক্রবর্তী
১৯৯৯ গরীবের রাজা রবী হুডদিলবার জাহান জাহ্‌তু
শত্রুধ্বংসদিলবার জাহান জাহ্‌তু
তুমি এলে তাইস্বপন সাহা
১৯৯৮ আজব গাঁয়ের আজব কথাতপন সিংহদেবশ্রী রায়, দেবেশ রায়চৌধুরী, সৌমিত্র চট্টোপাধ্যায়শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনী অনুসারে নির্মিত
নাগ নাগিনীস্বপন সাহা
রণক্ষেত্রস্বপন সাহা
১৯৯৬ মায়ার বাঁধনস্বপন সাহা
১৯৯৬ সখী তুমি কারস্বপন সাহা
ভাই আমার ভাই
বন্ধ

পুরস্কার

আরও তথ্য সাল, পুরস্কার ...
সাল পুরস্কারবিভাগচলচ্চিত্র
২০১১জাতীয় পুরস্কারশ্রেষ্ঠ ইংরেজি চলচ্চিত্রমেমোরিস ইন মার্চ
বিগ বাংলা মুভি অ্যাওয়ার্ডশ্রেষ্ঠ চলচ্চিত্রঅটোগ্রাফ
জি বাংলার গৌরব চলচ্চিত্র পুরস্কারশ্রেষ্ঠ চলচ্চিত্রঅটোগ্রাফ
১১তম টেলিসিনে অ্যাওয়ার্ডশ্রেষ্ঠ চলচ্চিত্রঅটোগ্রাফ
২০০৯আনন্দলোক অ্যাওয়ার্ডশ্রেষ্ঠ চলচ্চিত্রচ্যালেঞ্জ
২০০৮আনন্দলোক অ্যাওয়ার্ডশ্রেষ্ঠ চলচ্চিত্রচিরদিনই তুমি যে আমার
২০০৭আনন্দলোক অ্যাওয়ার্ডশ্রেষ্ঠ চলচ্চিত্রমিনিস্টার ফাটাকেষ্ট
২০০৬আনন্দলোক অ্যাওয়ার্ডশ্রেষ্ঠ চলচ্চিত্রশুভ দৃষ্টি
ইটিভি বাংলা ফিল্ম অ্যাওয়ার্ডশ্রেষ্ঠ চলচ্চিত্ররিফিউজি
২০০৫বালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব২য় শ্রেষ্ঠ চলচ্চিত্রচোখের বালি
২০০৪জাতীয় পুরস্কারশ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্ররেইনকোট
অপ্সরা ফিল্ম প্রোডিউসার অ্যাওয়ার্ডশ্রেষ্ঠ চলচ্চিত্রচোখের বালি
২০০৩জাতীয় পুরস্কারশ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রচোখের বালি
সরস্বতি পিপলস চয়েস অ্যাওয়ার্ডশ্রেষ্ঠ চলচ্চিত্রচোখের বালি
বন্ধ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.