কৌশিক সেন
চলচ্চিত্র, টেলিভিশন এবং থিয়েটারের একজন ভারতীয় বাঙালি অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
চলচ্চিত্র, টেলিভিশন এবং থিয়েটারের একজন ভারতীয় বাঙালি অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কৌশিক সেন (ইংরেজি: Koushik Sen) কলকাতা ভিত্তিক চলচ্চিত্র, টেলিভিশন এবং থিয়েটারের একজন ভারতীয় বাঙালি অভিনেতা। তিনি মৃণাল সেন পরিচালিত চলচ্চিত্র আমার ভূবন চলচ্চিত্রে জন্য সেরা পার্শচরিত্রের অভিনেতা হিসাবে বিএফজেএ (BFJA) পুরস্কার জিতেছেন।[১]
কৌশিক সেন | |
---|---|
জন্ম | |
অন্যান্য নাম | বাবন |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৯২–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | রেশমী সেন |
সন্তান | ঋদ্ধি সেন |
পিতা-মাতা | চিত্রা সেন (মা) এবং শ্যামল সেন (বাবা) |
১৯৬২ সালের ১৯ সেপ্টেম্বর কৌশিক সেন জন্মগ্রহণ করেন। তিনি অভিনেত্রী চিত্রা সেন এবং অভিনেতা শ্যামল সেনের পুত্র। তিনি জুলিয়েন ডে স্কুল-এ অধ্যয়ন করেন এবং স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক হন। কৌশিক সেনের সাথে বিয়ে হয় রেশমি সেন (একজন থিয়েটার ব্যক্তিত্ব) তাদের এক পুত্র, ঋদ্ধি সেন একজন অভিনেতা।[২]
বছর | চলচ্চিত্র | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|
২০২৩ | অর্ধাঙ্গিনী | কৌশিক গঙ্গোপাধ্যায় | |
২০১৭ | যকের ধন | ||
২০১৭ | বস ২ | ২৩ জন ২০১৭ সালে মুক্তি পায় | |
২০১৬ | লায়ন[৩] | হলিউড-প্রথম চলচ্চিত্র অভিনয় | |
২০১৬ | ব্যোমকেশ পর্ব | ||
২০১৬ | কুহেলি | ||
২০১৬ | কাহানি ২: দুর্গা রানি সিংহ | হিন্দি ভাষার চলচ্চিত্র | |
২০১৬ | ডার্ক চকোলেট | ||
২০১৬ | জুলফিকার | ||
২০১৬ | কিরীটী ও কালোভ্রমর | নীহার রঞ্জন গুপ্তের কালোভ্রমর উপন্যাস অবলম্বনে নির্মিত | |
২০১৬ | Abar Ekla Cholo | ||
২০১৫ | ব্যোমকেশ বক্সী | ||
২০১৫ | রাজকাহিনী | ||
২০১৫ | বাবার নাম গান্ধীজী | ||
২০১৫ | আরশিনগর | ||
2015 | Shajarur Kanta | ||
2015 | Open Tee Bioscope | ||
2014 | Byomkesh Phire Elo | ||
2014 | টান | ||
2013 | রূপকথা নয় | ||
2013 | রূপে তোমায় ভোলাবো না | ||
2012 | Dutta vs Dutta | ||
2012 | Piyalir Password | ||
2012 | Abar Byomkesh | ||
2011 | Moubane Aaj | ||
2011 | Iti Mrinalini | ||
2011 | Kagojer Bou | (Guest appearance) | |
2011 | Charuulata 2011 | ||
2010 | Angshumaner Chhobi | (Guest appearance) | |
2010 | Banshiwala | ||
2009 | Dwando | ||
2006 | Bankhubabur Bandhu | ||
2005 | Shunyo E Buke | ||
2004 | Debipaksha | ||
2003 | Alo | Commentator (voice) | |
2002 | আমার ভূবন | ||
2002 | Desh | ||
2002 | Ferari Fouj | ||
১৯৯৮ | আজব গাঁয়ের আজব কথা | ||
1998 | Sanghat | ||
1996 | Himghar | ||
1996 | Sopan | ||
1994 | Bidrohini | ||
1993 | Prajapati | ||
1990 | পাপি | ||
1980 | এক দিন প্রতিদিন |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.