বরখা বিশত একজন ভারতীয় টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী। তিনি হিন্দি টিভি সিরিয়াল এবং বাংলা, হিন্দি চলচ্চিত্রে কাজ করেন। বরখা বিশত তার প্রথম (টিভিতে) কিতনি মাস্ত হ্যায় জিন্দেগি-এ উদিতা চরিত্রে অভিনয় করেন।[১] তিনি হিন্দি চলচ্চিত্র রাজনীতি (২০১০) এবং বাংলা চলচ্চিত্র দুই পৃথিবী (২০১০) অভিনয় করেন । বরখা বিশত অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত কে বিয়ে করেছিলেন।
বরখা বিশত | |
---|---|
জন্ম | বরখা বিশত |
পেশা | অভিনেত্রী, মডেল |
দাম্পত্য সঙ্গী | ইন্দ্রনীল সেনগুপ্ত (বি. ২০০৮; বিচ্ছেদ. ২০২২) |
সন্তান | ১ |
ব্যক্তিগত জীবন
বরখার শৈশব কেটেছে সামরিক শহরে বিশেষ করে কলকাতায়, কারণ তার বাবা পেশায় একজন কর্নেল ছিলেন। তিনি একজন গাড়োয়ালি নিবাসী যিনি মূলত ভারতের উত্তরাখণ্ড-এর দেরাদুন-এলাকায় জন্মে ছিলেন। তিনি তিন বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন, তার বোনদের মধ্যে একজন হোটেল ম্যানেজমেন্টের চাকরি করতেন এবং অন্যজন ছিলেন ফ্যাশন ডিজাইনার। বরখা ২ মার্চ, ২০০৮ সালে ইন্দ্রনীল সেনগুপ্তকে বিয়ে করেন,[২] যিনি ছিলেন বরখার সহঅভিনেতা।তারা জুটিবদ্ধভাবে পেয়ার কে দো নাম: এক রাধা, এক শ্যাম এবং দোলি সাজা কে এবং লকডাউন ভিত্তিক চয়েস শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন।[৩][৪]
২০১১ সালের অক্টোবর মাসে, তিনি মীরা নামে একটি কন্যা শিশুর জন্ম দেন এবং পরে ২০২২ সালে স্বামী ইন্দ্রনীল সেনগুপ্ত'র সাথে বরখার বিবাহবিচ্ছেদ হয়।[৫][৬][৭] ২০২২ সাল থেকে, তিনি অভিনেতা এবং প্রযোজক আশীষ শর্মার সাথে ডেটিং করেছেন।[৮][৯]
চলচ্চিত্র
অভিনীত চলচ্চিত্র
বছর | শিরোনাম | ভূমিকা | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|
২০১০ | রাজনীতি | নৃত্যশিল্পী | "ইশক বারসে" গানে অংশগ্রহণ | |
২০১০ | দুই পৃথিবী | মন্দাকিনী | বাংলা চলচ্চিত্র | |
২০১১ | আমি সুভাষ বলছি | চারুলতা বোস, বি চারু | বাংলা চলচ্চিত্র | |
২০১৩ | গোলিয়ান কি রাসলীলা রাম-লীলা | কেসর | ||
২০১৩ | ভিলেন | বাংলা চলচ্চিত্র | ||
২০১৪ | সম্রাট & কোং | রেবতী সিং | ||
২০১৪ | একশান | রাকা (রেখা) | বাংলা চলচ্চিত্র | |
২০১৫ | ব্ল্যাক | আইটেম নম্বর | বাংলা চলচ্চিত্র | |
২০১৯ | পিএম নরেন্দ্র মোদী | যশোদাবেন | ||
২০২২ | শ্রীমতী | অর্জুন দত্ত | ||
২০২৩ | ১৯২০: হররস অব দ্য হার্ট | রাধিকা ঠাকুর | কৃষ্ণ ভট্ট | |
সফেদ | রাধা | সন্দীপ সিং | ||
২০২৪ | খাদান | শ্যামের স্ত্রী | সুজিত দত্ত | [১০] |
ওয়েব ধারাবাহিক
বছর | সিরিজ | ভূমিকা | ভাষা | টীকা |
---|---|---|---|---|
২০২০ | রাত্রি কি ইয়াত্রি | নিশাত | হিন্দি | |
২০২০ | লাভ এন্ড এপিয়ার্স | রোশনি | বাংলা | |
২০১৯ | কামিনী (সিরিজ) | কামিনী | বাংলা | |
২০১৯ | কোল্ড লাচ্চি আউর চিকেন মাশালা | সিমা | হিন্দি | |
২০২২ | দুরং | প্রাচী বানে | হিন্দি | |
২০২২ | মুখবির-দ্য স্টোরি অফ এ স্পাই | বেগম আনার | হিন্দি | |
২০২৩ | হান্টার টুতেগা নাহি তোদেগা | সোয়াতি | হিন্দি | |
২০২৩ | অসুর (ওয়েব সিরিজ) | বৃন্দা শ্রীবাস্তব | হিন্দি |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.