Remove ads
ভারতীয় বাংলা টিভি সিরিজ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অনুরাগের ছোঁয়া হলো একটি ভারতীয় বাংলা ভাষার নাটক টেলিভিশন সিরিজ যা ৭ ফেব্রুয়ারি ২০২২ [২] বাংলা বিনোদন চ্যানেল স্টার জলসা- তে প্রিমিয়ার হয়েছিল। এই শোটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষ। এটি মালয়ালম শো করুথামুথুর একটি অফিসিয়াল রিমেক। [৩]
অনুরাগের ছোঁয়া | |
---|---|
ধরন | নাটক |
লেখক | সংলাপ সায়ান চৌধুরী |
চিত্রনাট্য | শ্রাবন্তী বসু |
পরিচালক | অনুপম হোরি |
সৃজনশীল পরিচালক | আদিত্য রায়[১] |
অভিনয়ে |
|
মূল দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
পর্বের সংখ্যা | ২৮১ |
নির্মাণ | |
নির্বাহী প্রযোজক |
|
প্রযোজক |
|
নির্মাণের স্থান | কলকাতা |
চিত্রগ্রাহক | দীপঙ্কর সাহা |
সম্পাদক | বাবুলাল সৈ |
ক্যামেরা সেটআপ | মাল্টি ক্যামেরা |
ব্যাপ্তিকাল | ২২ মিনিট |
নির্মাণ কোম্পানি | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | স্টার জলসা |
ছবির ফরম্যাট |
|
মূল মুক্তির তারিখ | ৭ ফেব্রুয়ারি ২০২২ – বর্তমান |
ক্রমধারা | |
সম্পর্কিত অনুষ্ঠান | করুথামুথু |
শোটি বাহ্যিক সৌন্দর্যের চেয়ে জীবনে ভালো বৈশিষ্ট্যের গুরুত্ব তুলে ধরে। [৪]
সপ্তাহ | বছর | বিএআরসি ভিউয়ারশিপ | টীকা | |
---|---|---|---|---|
টিআরপি | পদমর্যাদা | |||
সপ্তাহ ৬ | ২০২২ | ৮,২ | ৬ | [৯] |
সপ্তাহ ৭ | ২০২২ | ৮,১ | ৬ | [১০] |
সপ্তাহ ৮ | ২০২২ | ৭,৭ | ৭ | [১১] |
সপ্তাহ ৯ | ২০২২ | ৮,১ | ৬ | [১২] |
সপ্তাহ ১০ | ২০২২ | ৮,৪ | ৬ | [১৩] |
১১ সপ্তাহ | ২০২২ | ৮,৪ | ৫ | [১৪] |
১২ সপ্তাহ | ২০২২ | ৮,৫ | ৩ | [১৫] |
১৩ সপ্তাহ | ২০২২ | ৭.৯ | ৩ | [১৫] |
সপ্তাহ ১৪ | ২০২২ | ৮,৫ | ৩ | [১৬] |
সপ্তাহ ১৫ | ২০২২ | ৭,১ | ৪ | [১৭] |
১৬ সপ্তাহ | ২০২২ | ৬,৯ | ৫ | [১৮] |
সপ্তাহ ১৭ | ২০২২ | ৬,৪ | ৬ | [১৯] |
১৮ সপ্তাহ | ২০২২ | ৬,০ | ৮ | [২০] |
সপ্তাহ ১৯ | ২০২২ | ৬,১ | ৭ | [২১] |
সপ্তাহ ২০ | ২০২২ | ৬,৪ | ৮ | [২২] |
সপ্তাহ ২১ | ২০২২ | ৬,২ | ৭ | [২৩] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.