Remove ads

বিশাল বীরু দেবগন (জন্ম ২ এপ্রিল ১৯৬৯), যিনি অজয় দেবগন নামে সমাধিক পরিচিত, একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।[১][২] তিনি হিন্দি চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও সফল অভিনয়শিল্পী,[৩][৪] যিনি একশরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন৷[৫][৬][৭] চলচ্চিত্রে কাজের জন্য তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন, তন্মধ্যে রয়েছে দুটি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং চারটি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন। ২০১৬ সালে ভারত সরকার তাকে দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করে৷

দ্রুত তথ্য অজয় দেবগন, জন্ম ...
অজয় দেবগন
Thumb
২০১৬-তে চলচ্চিত্রের প্রমোশনে দেবগন
জন্ম
বিশাল বীরু দেবগন

(1969-04-02) ২ এপ্রিল ১৯৬৯ (বয়স ৫৫)
জাতীয়তা ভারত
অন্যান্য নামঅজয় দেবগন
পেশাঅভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, মডেল
কর্মজীবন১৯৯২ – বর্তমান
দাম্পত্য সঙ্গীকাজল দেবগন (বি. ১৯৯৯)
সন্তান
পিতা-মাতাবীরু দেবগন
বীণা দেবগন
আত্মীয়অনিল দেবগন (ছোট ভাই)
সমু মুখার্জি (শ্বশুর)
তনুজা (শ্বাশুড়ী)
পুরস্কার পদ্মশ্রী (২০১৬)
বন্ধ

দেবগন ১৯৯১ সালে ফুল অউর কাঁটে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু করেন৷ এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন৷ প্রথম চলচ্চিত্রের ব্যবসায়িক সফলতার পর তিনি জিগর (১৯৯২), বিজয়পথ (১৯৯৪), দিলওয়ালে (১৯৯৪), সুহাগ (১৯৯৪), নাজায়েয (১৯৯৫), এবং ইশ্‌ক (১৯৯৭)-এর মত বহু ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেন৷ ১৯৯৮ সালে তিনি মহেশ ভাটের নাট্যধর্মী জখম চলচ্চিত্রে অভিনয় করেন বেশ সমাদৃত হন এবং শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

২০০০ সালে তিনি রাম গোপাল ভর্মা প্রযোজিত মুম্বই আন্ডারওয়ার্ল্ডের কাল্পনিক চিত্রায়িত কোম্পানি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি এতে গ্যাংস্টার চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার অর্জন করেন। একই বছর তার অভিনীত দিওয়াঙ্গি চলচ্চিত্রটিও সমাদৃত হয় এবং তিনি এই কাজের জন্য শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। ২০০৩ সালে তিনি রাজকুমার সন্তোষীর দ্য লেজেন্ড অব ভগৎ সিং চলচ্চিত্রে ভগৎ সিং চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তার দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার করেন। পরবর্তী কালে তার অভিনীত ব্যবসাসফল চলচ্চিত্রসমূহ হল রোহিত শেট্টি পরিচালিত হাস্যরসাত্মক ধারাবাহিক গোলমাল ও অ্যাকশন ধারাবাহিক সিঙ্ঘম (২০১১), বোল বচ্চন (২০১২), দৃশ্যম (২০১৫), দে দে প্যেয়ার দে (২০১৯) ও দৃশ্যম ২ (২০২২) ৷

তিনি চলচ্চিত্র পরিচালক বীরু দেবগনের পুত্র। অজয়ের প্রযোজনা কোম্পানি অজয় দেবগন ফিল্মস ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়৷ ২০০৮ সালে তিনি ইউ মি অউর হাম চলচ্চিত্র দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। অজয় ১৯৯৯ সালে অভিনেত্রী কাজলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান রয়েছে।

Remove ads

প্রাথমিক জীবন

অজয় দেবগন ১৯৬৯ সালে এক পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন ৷ [৮] তার বাবা বীরু দেবগন ছিলেন একজন স্ট্যন্ট কোরিওগ্রাফার ও ফিল্ম প্রযোজক এবং মা বীণা দেবগন ছিলেন চলচ্চিত্র পরিচালক ৷ তার ছোটো ভাই অনিল দেবগনও একজন চলচ্চিত্র পরিচালক ৷ অজয় জুহুতে সেন্ট বীচ হাই স্কুলমিঠীবাই কলেজে পড়ালেখা করেন ৷

Thumb
অজয় দেবগন ও তার পত্নী কাজল ৷

১৯৯৫ সালে গুন্ডারাজ চলচ্চিত্রে কাজ করার সময় তার বর্তমান স্ত্রী কাজেলর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ৷ [৯][১০][১১] ১৯৯৯ সালের ২৪ শে ফেব্রুয়ারি, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৷ যদিও সংবাদমাধ্যম এই বিবাহকে নিয়ে অনেক সমলোচনার সৃষ্টি করে তবুও বলিউডের শ্রেষ্ঠ দম্পতির মধ্যে তারা অন্যতম ৷ [১২][১৩]

তাদের বর্তমানে দুই সন্তান আছে ৷ তাদের প্রথম সন্তান ২০০৩ সালে [১৪] এবং তাদের পুত্র ২০১০ সালে জন্মগ্রহণ করে ৷ [১৫][১৬][১৭]

Remove ads

কর্মজীবন

১৯৯২ - ১৯৯৯

১৯৯১ সালে, অজয় "ফুল অউর কাঁটে" চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন ৷ ঐবছর তিনি ঐ চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার বেস্ট ডেবিউ অ্যাকটর(মেল) পুরস্কার পান ৷ [১৮] ঐ চলচ্চিত্রের মাধ্যমে তিনি এ্যাকশন হিরো হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন ৷ এর পরবর্তী বছর তার অভিনীত চলচ্চিত্র জিগার মুক্তি পায় ৷ এটি সেই সময়ে ব্যবসাসফল চলচ্চিত্রের মধ্যে অন্যতম ছিল ৷ এরপর তার অভিনীত চলচ্চিত্র "দিল হ্যয় বেহতাব" , "দিব্য শক্তি" , "সংগ্রাম" ,"এক হি রাস্তা", "শক্তিমান ", "বেদারদি" ," দিলওয়ালে" , " সোহাগ" , " কানুন" , "বিজয়পথ" , "নাজায়েয " , "জাঙ্গ" ইত্যাদি মুক্তি পায় ৷ এদের সবগুলোই ব্যবসাসফল হয় ৷ ১৯৯৭ সালে মুক্তি পায় তার অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র ইস্ক ৷ এটি অত্যন্ত কমেডিপূর্ণ চলচ্চিত্র ৷ এই সিনেমাতে আমির খান, কাজলজুহি চাওলা অভিনয় করেছেন ৷[১৯][২০]

২০০০ - ২০১০

Thumb
অজয় দেবগন ও কঙ্কনা রানাবত

২০০০ সালে মুক্তি পায় তার অভিনীত "দিওয়ানে" ৷ [২১] এটি ততটা ব্যবসাসফল হয়নি ৷ ২০০২ সালে , তিনি অমিতাভ বচ্চনের সাথে হাম কিসিছে কাম নাহি মুভিতে অভিনয় করেন ৷ ঐবছরই মুক্তি পায় তার অন্যতম বিখ্যাত চলচ্চিত্র লেজেন্ড অব ভগৎ সিং ৷ ঐ চলচ্চিত্রটি ভারতবর্ষের স্বাধীনতার অন্যতম নায়ক ভগৎ সিং এর জীবনী নিয়ে রচিত ৷ [২২] এই চলচ্চিত্রে তার মেধাবী অভিনয় সকলের মন কেড়ে নেয় ৷ এই জন্য তিনি জাতীয় পুরস্কারে ভূষিত হন ৷ এরপর তিনি "দিওয়ানগী" চলচ্চিত্রে কাজ করেন ৷ এই চলচ্চিত্রে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেন ৷ এজন্য তিনি ফিল্মফেয়ার ও জি সিনে পুরস্কার পান ৷ ২০০৩ সালে তিনি রামগোপাল বার্মার পরিচালিত "ভূত" মুভিতে অভিনয় করেন ৷ [২৩] তিনি " কায়ামত" , " গঙ্গাজল" , " লক কার্গিল" , "চোরি চোরি" , "মাস্তি" ইত্যাদি মুভিতে অভিনয় করেছেন ৷ ২০০৮ সালে মুক্তি পায় রোহিত শেট্টি পরিচালিত কমেডিধর্মী চলচ্চিত্র " গোলমাল" , যা অত্যন্ত ব্যবসাসফল হয় ৷ ২০০৯ সালে সালমান খানের সাথে তিনি লন্ডন ড্রিমস মুভিতে কাজ করেন ৷ এই সিনেমাতে তিনি একজন রকস্টারের চরিত্রে অভিনয় করেন ৷ সিনেমার কাহিনী,লোকেশন ও অভিনয় সুন্দর হওয়ার সত্ত্বেও মানুষের কাছে ততটা গ্রহণযোগ্যতা পাইনি ৷

২০১১- বর্তমান

Thumb
বাদশাহোর প্রচারণায় দেবগন

২০১০ - ২০১১ এই সময়ে অজয় অনেক চলচ্চিত্রে অভিনয় করেন যার মধ্যে বেশিরভাগ মুভি ব্যবসাসফল হয় ৷ ২০১০ সালে তার অভিনীত "অন্স আপন এ টাইম ইন মুম্বই " , "রাজনীতি", "গোলমাল " ইত্যাদি বক্স অফিসে সফলতা অর্জন করে ৷ তার অভিনীত কমেডি চলচ্চিত্র "অতিথি তুম কাব যাওগি" বক্স অফিসে অনেক প্রশংসা অর্জন করে ৷ এই মুভিতে পরেশ রাওয়ালকঙ্কনা সেন শর্মা অভিনয় করেন ৷ ২০১১ সালে মুক্তি পায় "রোহিত শেট্টি" পরিচালিত "সিংহাম" চলচ্চিত্রটি ৷ এটি অজয় অভিনীত সেরা চলচ্চিত্রের মধ্যে অন্যতম ৷ এই সম্পর্কে সংবাদ মাধ্যমে তরুণ আদর্শ বলেন " এই সিনেমার অর্থ হল "সিংহ" এবং অজয় ভাল এবং খারাপ শক্তির যুদ্ধের মধ্যে " ৷ তিনি আরও বলেন যে অজয় ঐ সিনেমার "আতা মাজি সাটাকলি" ডায়ালগের জন্য খুব বেশি আলোচিত ৷ সেই বছর মুক্তি পায় তার অভিনীত "দিল তো বাচ্চা হে জী" ৷ এই চলচ্চিত্রে তিনি ইমরান হাশমির সাথে অভিনয় করেন ৷ ২০১২ সালে মুক্তি পায় "তেজ" চলচ্চিত্রটি ৷ এতে অনিল কাপুর, বোমান ইরানি ছাড়াও আরো অনেকে অভিনয় করেছেন ৷

Thumb
অজয় দেবগন তেজ মুভির প্রমোশনে

ঐ বছরই "বোল বচ্চন" ও "সান অব সারদার" মুক্তি পায় ৷ দুটি চলচ্চিত্রই কমেডিপূর্ণ এবং বক্স অফিসে খুব ভাল রিভিউ পায় ৷ আবার একসাথে একশ কোটির ক্লাবে স্থান করে ৷ ২০১৩ সালে, "হিম্মতওয়ালা" চলচ্চিত্রটি মুক্তি পায় ৷ এতে অজয় ও তার বিপরীতে তামান্না ভাটিয়া অভিনয় করেন ৷ কিন্তু এটা বক্স অফিসে সফলতা অর্জন করেনি ৷

Thumb
অজয় দেবগন ও তামান্না

এটি পুরানো হিন্দী চলচ্চিত্র "হিম্মতওয়ালা"র পুনঃনির্মাণ ৷[২৪] "প্রকাশ ঝা" পরিচালিত "সত্যাগ্রহ" মুভিতে তিনি অভিনয় করেন ৷ ২০১৪ সালে মুক্তি পায় "সিংহাম" এর ধারার ২য় মুভি "সিংহাম রিটার্নস" ৷ এটিও ব্যবসাসফল হয় ৷ তরুণ আদর্শ এই সিনেমাকে ৫ এরমধ্যে ৪ স্টার প্রদান করেন ৷ [২৫] সেই বছরই "প্রভু দেবা" পরিচালিত অ্যাকশন কমেডি চলচ্চিত্র "অ্যাকশন জ্যকশন" ৷ এতে তার বিপরীতে ইয়ামি গৌতমসোনাক্ষী সিনহা অভিনয় করেন ৷ এই সিনেমাতে তার দ্বি-পার্শ্বিক অভিনয় ছিল প্রশংসাপূর্ণ ৷ কিন্ত সিেনমাটি ততটা সফলতা অর্জন করেনি ৷ ২০১৫ সালে তিনি "দৃশিয়ান" চলচ্চিত্রে অভিনয় করেন ৷ এতে তিনি একজন আদর্শ পিতার চরিত্রে অভিনয় করেন ৷ এর জন্য তিনি অনেক প্রশংসা অর্জন করেন ৷ ২০১৬ সালে তার নিজস্ব প্রযোজনায় শিবায় মুভিটি মুক্তি পায় । শিবায় মুভিটি একটি অ্যাকশন ড্রামা মুভি । ২০১৬ সালের দিওয়ালীতে মুভিটি মুক্তি পায় ।[২৬] চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ১৪৬ কোটি রূপি আয় করতে সমর্থ হয়।

২০১৭ সালে অজয় দেবগন অভিনীত চলচ্চিত্র বাদশাহো এবং গোলমাল এগেইন মুক্তি পায়।[২৭][২৮]

মিলন লুথারিয়ার বাদশাহো বিশ্বব্যাপী ১২৩.৫০ কোটি রূপি আয় করে।[২৯] অপরদিকে রোহিত শেট্টির গোলমাল এগেইন বিশ্বব্যাপী ৩১১ কোটি রুপি আয় করে।[৩০]

২০১৮ সালে তার অভিনীত রেইড চলচ্চিত্রটি মুক্তি পায়। এই চলচ্চিত্রটি পৃথিবীব্যাপী ১৪৫ কোটি রুপি আয় করে।[৩১]

তিনি বর্তমানে তানাজি: দ্য আনসাং ওয়ারিওর এবং ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছেন।[৩২][৩৩]

Remove ads

পরিচালনা

২০০০ সালে, অজয় দেবগনের নিজস্ব ফিল্ম কম্পানি "অজয় দেবগন ফিল্মস" প্রতিষ্ঠিত হয় ৷ "অজয় দেবগন ফিল্মস" এর প্রথম পরিচালিত চলচ্চিত্র হল "রাজু চাচু" ৷ এই চলচ্চিত্রে অজয় দেবগন ও কাজল একসাথে অভিনয় করেন ৷ অজয় প্রযোজক হিসেবে ডেবিউ করেন "ইউ মে অর হাম" চলচ্চিত্রের মাধ্যমে ৷ ২০০৮ সালে তার প্রোডাকশন থেকে মুক্তি পায় "অল দ্য বেস্ট" চলচ্চিত্রটি ৷ এতে অজয় নিজে, বিপাশা বসু, সঞ্জয় দত্ত আরো অনেকে অভিনয় করেন ৷ এটি সেই সময়ে খুব ব্যবসাসফল হয় ৷

Thumb
অজয় দেবগন ও বোল বচ্চন টিম

অতঃপর ২০১২ সালে তার প্রোডাকশন থেকে মুক্তি পায় রোহিত শেট্টি পরিচালিত "বোল বচ্চন" ৷ এতে অজয়, অসিন, অভিষেক বচ্চন, প্রাচী দেসাই সহ আরো অনেকে অভিনয় করেন ৷ এটি অত্যন্ত ব্যবসাসফল হয় ৷ এটির নির্মানব্যায় ছিল ৭০ কোটি ৷ এটি বক্স অফিসে ১৫৮ কোটি টাকা আয় করে ৷

Remove ads

চলচ্চিত্রের তালিকা

চাবি
Films that have not yet been released নতুন মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা যুক্ত করুন
আরও তথ্য চলচ্চিত্রের নাম, বছর ...
চলচ্চিত্রের নাম বছর চরিত্র তথ্য Ref(s)
পিয়ারি ব্যহেনা ১৯৮৫ কালীচরণমাস্টার ছটু নামে আবির্ভাব [৩৪][৩৫]
ফুল অউর কাটেঁ ১৯৯১ অজয়ফিল্মফেয়ার পুরস্কার অর্জন [৩৬]
জিগার ১৯৯২ রাজু বার্মা [৩৫]
দিব্য শক্তি ১৯৯৩ প্রশান্ত বার্মা [৩৫]
প্লাটফর্ম ১৯৯৩ রাজু [৩৫]
শক্তিমান ১৯৯৩ অমর [৩৫]
দিল হ্যায় বেহ্তাব ১৯৯৩ অজয় [৩৫]
এক হি রাস্তা ১৯৯৩ করণ সিং [৩৫]
বেদারদি ১৯৯৩ বিজয় সাক্সেনা [৩৫]
ধাউয়ান ১৯৯৩ কাশীনাথ [৩৫]
সংগ্রাম ১৯৯৩ রাজা এস সিং [৩৫]
দিলওয়ালে ১৯৯৪ অরুণ সাক্সেনা [৩৭]
কারনন ১৯৯৪ বিশাল [৩৫]
বিজয়পথ ১৯৯৪ করন [৩৮]
সোহাগ ১৯৯৪ অজয় আর. শর্মা/ অজয় আর. মালহোত্রা [৩৫]
ম্যাডাম এক্স ১৯৯৪ সহকারী প্রযোজক [৩৯]
নাজায়েজ ১৯৯৫ ইনেসপেক্টর বকশিNominated—Filmfare Award for Best Actor [৩৫]
হালচাল ১৯৯৫ দেবা [৪০]
গুন্ডারাজ ১৯৯৫ অজয় [৩৫]
হাকিকাত ১৯৯৫ শিবা / অজয় [৩৫]
জাং ১৯৯৬ অজয় বাহাদুর সাক্সেনা [৩৫]
দিলজালে ১৯৯৬ সাম [৩৫]
জান ১৯৯৬ করন [৩৫]
ইস্ক ১৯৯৭ অজয় রয় [৩৫]
ইতিহাস ১৯৯৭ করণ [৪১]
মেজর সাব ১৯৯৮ বীরেন্দ্র প্রতাপ সিং [৪২]
পেয়্যার তো হোনা হি থা ১৯৯৮ শেখর [৪৩]
সার উঠা কে জিও ১৯৯৮ cameoSpecial appearance [৩৫]
জখম ১৯৯৮ অজয় আর. দেসাইNational Film Award for Best Actor
Nominated—Filmfare Award for Best Actor
[৩৫]
হোগি পেয়্যার কি জিত ১৯৯৯ রাজু [৩৫]
হাম দিল দে চুকে সনম ১৯৯৯ বনরাজNominated—Filmfare Award for Best Actor [৪৪]
হিন্দুস্তান কি কসম ১৯৯৯ অজয়/তৌহীদ[ক] [৪৬]
গায়ের ১৯৯৯ বিজয় কুমার/Dev[খ] [৩৫]
থাকশাক ১৯৯৯ ঈশান সিং [৩৫]
কাচ্চে ধাগে ১৯৯৯ আফতাব [৪৮]
দিল কেয়্যা কারে ১৯৯৯ আনন্দ [৪৯]
দিওয়ানে ২০০০ বিশাল/অরুণ [৩৫]
রাজু চাচা ২০০০ শেখর/রাজু চাচাAlso producer [৩৫]
এ রাস্তে হে পিয়ার কি ২০০১ ভিকি/রোহিত বর্মা [৩৫]
লজ্জা ২০০১ বুলোয়াNominated—Filmfare Award for Best Supporting Actor [৫০]
তেরা মেরা সাথ রাহে ২০০১ রাজ দিক্ষিত [৫১]
কোম্পানি ২০০২ মালিকFilmfare Critics Award for Best Actor
Nominated—Filmfare Award for Best Actor
[৫২]
হাম কিসি সে কাম নেহি ২০০২ রাজা [৫৩]
দি লেজেন্ড অব ভাগত সিং ২০০২ Sardar ভাগত সিংNational Film Award for Best Actor
Filmfare Critics Award for Best Actor
[৫৪]
দিওয়ানিগি ২০০২ তারাং ভারাদওয়াজFilmfare Award for Best Performance in a Negative Role [৫৫]
ভুত ২০০৩ বিশাল [৫৬]
কেয়ামত: সিটি আন্ডার থ্রেট ২০০৩ রচিত [৫৭]
চোরি চোরি ২০০৩ রনবির মালহোতরা [৫৮]
গঙ্গাজল ২০০৩ অমিত কুমারNominated—Filmfare Award for Best Actor [৫৯]
পরওয়ানা ২০০৩ পরওয়ানা [৬০]
জমিন ২০০৩ কলনেল রণবীর সিং রনোয়াত [৬১]
লোক কারগিল ২০০৩ Lt. মনোজ কুমার পান্ডে [৬২]
খাকি ২০০৪ যশান্ত অংরিNominated—Filmfare Best Villain Award [৬৩]
মাস্তি ২০০৪ ইন্সপেক্টর সিকান্দার [৬৪]
যূবা ২০০৪ মাইকেল মূখার্জী [৬৫]
রেইনকোট ২০০৪ মনোজ [৬৬]
টারজান: দি ওন্ডার কার ২০০৪ দেভেন চোউধুরিExtended guest appearance [৬৭]
ইনসান ২০০৫ অজিত রাঠোর [৬৮]
ব্লাকমেইল ২০০৫ শেখর আর মোহান [৬৯]
জামীর: দি ফাইয়ার উইথিন ২০০৫ প্রফেসর সুরাজ চহান [৭০]
তংগো চারলি ২০০৫ হাভলদার মোহাম্মদ আলি [৭১]
কাল ২০০৫ কালি প্রতাপ সিংNominated—Filmfare Best Villain Award [৩৪]
মে এইসা হি হুন ২০০৫ ঈন্দ্রনীল ঠাকুর [৭২]
অপহরণ ২০০৫ অজয় শাস্ত্রী [৭৩]
শিকার ২০০৫ গোউরব গুপ্তা [৭৪]
ধারতি কাহে পুকার কে ২০০৬ এসপি কুনাল সিংBhojpuri language Film [৭৫]
গোলমাল : ফান আনলিমিটেড ২০০৬ গোপাল [৭৬]
দি এওয়েকিং ২০০৬ নিজের নাম [৩৫][৭৭]
ওমকারা ২০০৬ অমকারা শুকলা[গ] [৭৯]
ক্যাশ ২০০৭ করন/Doc[ঘ] [৩৫]
আগ ২০০৭ হিরেন্দ্র "হিরু" ধান [৮০]
হাল্লা বোল ২০০৮ আশফাক খান/Sameer Khan [৮১]
সানডে ২০০৮ রাজবির রান্ধওয়া [৮২]
ইউ মি অর হাম ২০০৮ অজয়অলছো ডাইরেক্টর,[ঙ] writer and producer [৮৪]
হাল-ই-দিল ২০০৮ অতিথি চরিত্র [৮৫]
মেহবুবা ২০০৮ কারান [৮৬]
গোলমাল রিটার্নস ২০০৮ গোপাল [৮৭]
অল দি বেস্ট : ফান বিগিন্স ২০০৯ প্রেম চোপড়াAlso producer [৮৮]
নাম ২০০৯ শেখর/মিচেল/অমর কুমারDelayed[চ] [৯০]
লন্ডন ড্রীমস ২০০৯ অরজুন [৯১]
তিন পাত্তি ২০১০ সানিঅতিথি চরিত্র [৯২][৯৩]
অতিথি তুম কাব যাওগে? ২০১০ পুনীত [৯৪]
রাজনীতি ২০১০ সুরাজ কুমার [৯৫]
ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই ২০১০ সুলতান মিরজাNominated—Filmfare Award for Best Actor [৯৬]
আক্রশ ২০১০ মেজর প্রতাপ কুমার [৯৭]
গোলমাল ৩ ২০১০ গোপাল [৯৮]
টুন পার কা সুপার হিরো ২০১০ আদিত্য [৯৯]
ইয়ামলা পাগলা দিওয়ানা ২০১১ ন্যারেটর [১০০]
দিল তো বাচ্চা হে জি ২০১১ নারেন আহুজা [১০১]
রেডি ২০১১ রাজুঅতিথি চরিত্র [১০২]
সিংগাম ২০১১ বাজিরাও সিংগমশীর্ষস্থানীয় চরিত্রে সেরা অভিনেতা হিসাবে দাদা সাহেব ফালকে পুরস্কার পান।

সেরা অভিনেতার হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন।

[১০৩]
রাস্কেলস ২০১১ ভাগাত [১০৪]
তেজ ২০১২ আকাশ রানা [১০৫]
বোল বাচ্চন ২০১২ প্রিত্থিরাজ রাঘুবান্সীপ্রযোজক হিসেবে ও [১০৬]
সন অফ সরদার ২০১২ জাসসিপ্রযোজক হিসেবে ও [১০৭]
মাক্ষি ২০১২ বাবা(Voice) [১০৮]
সেভ দি গারল চাইল্ড ২০১২ প্রযোজক হিসেবে ও [১০৯]
হিম্মতওয়ালা ২০১৩ রবি [১১০]
সত্যগ্রহ ২০১৩ মানব রাঘবেন্দ্র [১১১]
মহাভারত ২০১৩ অরজুন (voice) [১১২]
সিংগাম রিটার্নস ২০১৪ ডিসিপি বাজিরাও সিংগমপ্রযোজক হিসেবে ও [১১৩]
অ্যাকশন জ্যাকশন ২০১৪ বিশি / জয় (এ.জে)[ছ] [১১৫]
ভিত্তি দানদু ২০১৪ প্রযোজক ; মারাঠি ভাষার চলচ্চিত্র [১১৬]
হে ব্রো ২০১৫ নিজের নামেঅতিথি চরিত্রে "বিরজু" গানে [১১৭]
দৃশ্যম ২০১৫ বিজয় সালগাওনকার [১১৮]
ফিতুর ২০১৬ নিজের নামেঅতিথি চরিত্রে [১১৯][১২০]
শিবায় ২০১৬ শিবায়পরিচালক, লেখক এবং প্রযোজক।

২৮ অক্টোবর ২০১৬ তে মুক্তি পায়।

[১২১]
বাদশাহো ২০১৭ রবার্ট একশন ড্রামা ফিল্মস [১২২]
গোলমাল এগেইন ২০১৭ গোপাল একশন কমেডী চলচ্চিত্র
রেইড ২০১৮ অময় পাটনায়ক (ডেপুটি কমিশনার অফ ইনকাম ট্যাক্স, লখনউ)
টোটাল ধামাল ২০১৯ গুড্ডু রাস্তোগী
দে দে পিয়ার দে আশীষ মেহেরা
আরআরআরFilms that have not yet been released ২০২০ ক্যামিও
বন্ধ


Remove ads

আরও দেখুন

তথ্যসূত্র

Remove ads

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.

Remove ads