শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার হল ভারতের চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর কাজের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৯২ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান শুরু হয় এবং ২০০৭ সালের পর এই পুরস্কার প্রদান বন্ধ হয়ে যায়। প্রথমবার এই পুরস্কার অর্জন করেন সদাশিব অমরাপুরকারনানা পাটেকরআশুতোষ রানা সর্বাধিক দুইবার এই বিভাগে পুরস্কার অর্জন করেন। অমরিশ পুরি সর্বাধিক সাতবার মনোনয়ন লাভ করেন, কিন্তু কোন বারই পুরস্কার অর্জন করতে পারেননি।

দ্রুত তথ্য শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, বিবরণ ...
শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
বিবরণচলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়শিল্পীর জন্য
অবস্থানভারত
দেশভারত
পুরস্কারদাতাফিল্মফেয়ার
প্রথম পুরস্কৃত১৯৯২ (১৯৯১-এর চলচ্চিত্রের জন্য)
সর্বশেষ পুরস্কৃত২০০৭ (২০০৬-এর চলচ্চিত্রের জন্য)
বর্তমানে আধৃতসুরেখা সিক্রি (বাধাই হো-এর জন্য)
ওয়েবসাইটfilmfareawards.indiatimes.com
বন্ধ

বিজয়ের পরিসংখ্যান

একাধিকবার বিজয়ী

২ বার

একাধিকবার মনোনীত

৭ বার
৫ বার
  • ড্যানি ডেঞ্জোংপা
৪ বার
৩ বার
২ বার

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.