Loading AI tools
ভারতীয় অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রঞ্জিত মল্লিক (জন্ম: ২৮ সেপ্টেম্বর ১৯৪৪) একজন জনপ্রিয় ভারতীয় অভিনেতা, বিশেষ করে বাংলা চলচ্চিত্র জগতে তাঁর অসাধারণ অবদানের জন্য পরিচিত। তিনি ১৯৭০-এর দশকে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং ধীরে ধীরে একের পর এক হিট চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। শ্রীমান পৃথ্বীরাজ (১৯৭৩), মৌচাক (১৯৭৪), শতরঞ্জ কে খিলাড়ি (১৯৭৭), ওগো বধূ সুন্দরী (১৯৮১), গুরুদক্ষিণা (১৯৮৭)-এর মতো চলচ্চিত্রে তাঁর অভিনয়শৈলী এবং চরিত্রের বৈচিত্র্যের জন্য তিনি বিশেষভাবে সম্মানিত। এছাড়া তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পে উল্লেখযোগ্য প্রভাব রেখেছেন এবং বহু দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। এছাড়া তিনি ২০১৪ সালে কলকাতার শেরিফের পদে বসেন।[১]
রঞ্জিত মল্লিক | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | কলকাতা বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনয়শিল্পী |
কর্মজীবন | ১৯৭০–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | দীপা মল্লিক |
সন্তান | কোয়েল মল্লিক |
আত্মীয় | ইন্দুমাধব মল্লিক (পিতামহ) নিসপাল সিং (জামাতা) |
সম্মাননা | বঙ্গবিভূষণ (২০১২) |
রঞ্জিত মল্লিক তাঁর দীর্ঘ অভিনয় জীবনে বেশ কয়েকটি পুরস্কার ও সম্মাননা পেয়েছেন, যা তাঁর অসামান্য প্রতিভার স্বীকৃতি। বাংলা চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার সহ একাধিকবার পুরস্কৃত হয়েছেন। এছাড়াও, তিনি কলাকার পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব-এ সম্মানিত হয়েছেন। তাঁর অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গবিভূষণ (২০১২) প্রদান করেছে।[২]
তিনি তার বেশ কিছু চলচ্চিত্রে বেল্ট দিয়ে মারধরের দৃশ্যে অভিনয় করেছিলেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। এজন্য তিনি বেল্টম্যান নামেও পরিচিত।[৩] রঞ্জিত মল্লিকের পিতামহ বাঙালী বিজ্ঞানী ইন্দুমাধব মল্লিক এবং পিতা শিশুসাহিত্যিক উপেন্দ্রচন্দ্র মল্লিক। মেয়ে কোয়েল মল্লিক একজন সফল বাংলা সিনেমার অভিনেত্রী এবং জামাতা সুরিন্দর ফিল্মসের কর্ণধার চলচ্চিত্র প্রযোজক নিসপাল সিং।[৪]
রঞ্জিত মল্লিক ১৯৪৪ সালের ২৮ সেপ্টেম্বর কলকাতার, পশ্চিমবঙ্গের ভবানীপুরের মাল্লিক বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি বাঙালি বিজ্ঞানী ইন্দুমাধব মাল্লিকের নাতি।[৫] তাঁর ডাকনাম রাজু। তিনি আশুতোষ কলেজ এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শ্যামাপ্রসাদ কলেজে পড়াশোনা করেন।[১]
রঞ্জিত মল্লিক ১৯৭১ সালে বাঙালি পরিচালক মৃণাল সেনের ইন্টারভিউ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর চলচ্চিত্র জীবন শুরু করেন। এই কাজের জন্য তিনি কার্লোভি ভ্যারির আন্তর্জাতিক সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন। ১৯৮৪ সালে তিনি 'শত্রু' ছবিতে অ্যাকশন হিরোর চরিত্রে প্রথম অভিনয় করেন। ১৯৭০ সাল থেকে তিনি একজন খ্যাতিমান রোমান্টিক অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন এবং মৌচাক, দেবী চৌধুরানী, রাগ অনুরাগ, স্বয়ং সিদ্ধা প্রভৃতি চলচ্চিত্রে সাফল্যের সাথে অভিনয় করেন। সত্যজিৎ রায় পরিচালিত শাখা প্রশাখা (১৯৯০) -য় তিনি অভিনয় করেন।
বর্তমানে তিনি "পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্টস' ফোরামের" সভাপতি।[৬]
বছর | শিরোনাম | ভূমিকা | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|
১৯৭১ | ইন্টারভিউ | রঞ্জিত মল্লিক (স্বয়ং) | মৃণাল সেন | |
১৯৭২ | কলকাতা ৭১ | মৃণাল সেন | ||
পিকনিক | সোমনাথ | |||
১৯৭৩ | পরিবর্তন | ড. সমর চৌধুরী | নয়া নাশা (হিন্দি) | |
১৯৭৪ | দেবী চৌধুরানী | ব্রজেশ্বর | ||
চ্ছেনরা তমসুক | ||||
মৌচাক | সতীশ রায় | |||
১৯৭৫ | স্বয়ংসিদ্ধ | |||
রাগ অনুরাগ | ||||
১৯৭৬ | স্বীকারশক্তি | |||
দম্পতি | ||||
আজসরা ধান্যবাদ | ||||
বহ্নিশিখা | ইন্সপেক্টর প্রদ্যোত ঘোষ | |||
অপরাজিতা | ||||
১৯৭৬ | প্রক্সি | |||
প্রতিশ্রুতি | ||||
নানা রঙের দিনগুলি | ||||
মন্ত্রমুগ্ধ | ||||
কবিতা | ||||
হাতে রইলো তিন | ||||
এই পৃথিবীর পান্থনিবাস | ||||
দিন আমাদের | ||||
১৯৭৮ | তিলোত্তমা | গোকুল নন্দী | ||
রজনী | ||||
ময়না | ||||
লালকুঠি | অজয় | |||
১৯৭৯ | শ্রীকান্তর উইল | |||
জীবন যেরকম | ||||
১৯৮০ | দুই পৃথিবী | সুকান্ত | পীযূষ বোস | |
ভাগ্যচক্র | ||||
১৯৮১ | ওগো বধূ সুন্দরী | সন্দীপ | ||
কপালকুণ্ডলা | ||||
ফাদার | ||||
১৯৮২ | উত্তর মেলেনি | |||
শঠে শাঠ্যং | ||||
সংকল্প | ||||
রাজবধূ | ||||
বিজয়িনী | রত্নাকর | |||
১৯৮৩ | প্রতিদান | |||
১৯৮৪ | শত্রু | শুভঙ্কর সান্যাল | ||
পূজারিনী | ||||
প্রয়াশ্চিত্ত | ||||
লাল গোলাপ | ||||
বিষবৃক্ষ | ||||
১৯৮৫ | সন্ধ্যা প্রদীপ | |||
আহুতি | ||||
১৯৮৬ | স্বর্গসুখ | |||
মুক্তপ্রাণ | ||||
বউমা | ||||
অনুরাধা | ||||
অভিশাপ | ||||
অভিমান | ||||
১৯৮৭ | সরগম | |||
রুদ্রবীণা | ||||
প্রতিভা | ||||
মহামিলন | ||||
গুরুদক্ষিণা | ||||
দোলনচাঁপা | ||||
দেবিকা | ||||
বিদ্রোহী | ||||
অনুরোধ | ||||
১৯৮৮ | কলঙ্কিনী নায়িকা | |||
দেবী বরণ | ||||
ছোটো বউ | ||||
অঞ্জলি | ||||
১৯৮৯ | শতরূপা | |||
মঙ্গলদীপ | হরনাথ চক্রবর্তী | |||
জজ সাহেব | ||||
বন্দিনী | ||||
আক্রোশ | সুব্রতর বাবা | |||
অগ্নিতৃষ্ণা | ||||
১৯৯০ | মহাজন | |||
হীরক জয়ন্তী | ||||
দেবতা | ||||
চক্রান্ত | ||||
১৯৯১ | নজরবন্দি | |||
নবাব | ||||
বউরাণী | ভবেশ কুন্ডু | |||
বিধির বিধান | ||||
বিধিলিপি | ||||
অহংকার | ||||
অভাগিনী | ||||
১৯৯২ | শাখা প্রশাখা | |||
ইন্দ্রজিৎ | ইন্দ্রজিৎ | |||
অনন্যা | ||||
১৯৯৩ | শ্রদ্ধাঞ্জলি | |||
মায়া মমতা | ||||
মান সম্মান | ||||
ঈশ্বর পরমেশ্বর | ||||
ঘর সংসার | ||||
১৯৯৪ | তুমি যে আমার | |||
গীতসংগীত | ||||
আব্বাজান | ||||
১৯৯৫ | সংসার সংগ্রাম | |||
সংঘর্ষ | ||||
মেজো বউ | ||||
অন্তরতম | ||||
আবির্ভাব | ||||
১৯৯৬ | রাবিবার | |||
পূজা | ||||
নাচ নাগিনী নাচ রে | ||||
মুখ্যমন্ত্রী | ||||
মহান | ||||
১৯৯৭ | শ্রীমান ভুতনাথ | |||
লোফার | ||||
বড় বউ | ||||
বিদ্রোহ | ||||
আজকের সন্তান | ||||
১৯৯৮ | সিঁদুরের অধিকার | |||
রণক্ষেত্র | ||||
জামাই নং-১ | ||||
চৌধুরী পরিবার | ||||
আসল নকল | ||||
আমি সেই মেয়ে | ||||
আমার মা | ||||
১৯৯৯ | সুন্দর বউ | |||
সিঁদুর খেলা | ||||
সন্তান | ||||
নিয়তি | ||||
জীবন নিয়ে খেলা | ||||
গুন্ডা | ||||
দায়দায়িত্ব | ||||
অগ্নি শিখা | ||||
২০০০ | শ্বশুরবাড়ি জিন্দাবাদ | |||
শপথ নিলাম | ||||
শত্রুতা | ||||
ময়না | ||||
আমদের সংসার | ||||
২০০১ | সুদ আসল | |||
রাখি পূর্ণিমা | ||||
প্রতিবাদ | ||||
দাদা ঠাকুর | ||||
বিধাতার খেলা | ||||
২০০২ | স্ত্রীর মর্যাদা | |||
সাথী | হরনাথ চক্রবর্তী | |||
নিশানা | ||||
মানুষ অমানুষ | ||||
ছেলেবেলা | ||||
চন্দ্রমল্লিকা | ||||
বাঙালি বাবু | ||||
২০০৩ | উদ্ধর | |||
স্নেহের প্রতিদান | ||||
সেজো বউ | ||||
সন্ত্রাস | ||||
সঙ্গী | হরনাথ চক্রবর্তী | |||
রক্ত বন্ধন | ||||
নাটের গুরু | শশী ভূষণ মুখোপাধ্যায় | |||
মেজদিদি | ||||
মায়ার আঁচল | ||||
বিশ্বাসঘাতক | ||||
২০০৪ | স্বপ্নে দেখা রাজকন্যা | |||
সূর্য | ||||
সিঁদুরের বাঁধন | ||||
পারিবার | ||||
কুয়াশা | ||||
গ্যারাকল | ||||
দাদু নং ১ | ||||
অকৃতজ্ঞ | ||||
২০০৫ | তোমাকে সেলাম | |||
তবু ভালবাসি | ||||
সংগ্রাম | ||||
রাজু আঙ্কেল | ||||
মায়ার রাজা | ||||
মানিক | চন্দ্রকান্ত মজুমদার | |||
দাদার আদেশ | ||||
অগ্নিপথ | ||||
অবিশ্বাস | ||||
২০০৭ | নবাব নন্দিনী | রজত ব্যানার্জি | হরনাথ চক্রবর্তী | |
কাকা নং-১ | ||||
চান্দের বাড়ি | ||||
২০০৮ | শিবাজী | বাবু রায় | ||
প্রেমের কাহিনী | কর্নেল সুব্যাইয়া | রবি কিনাগী | ||
জন্মদাতা | স্বপন সাহা | |||
২০০৯ | সাত পাকে বাঁধা | শুভঙ্কর ব্যানার্জি | সুজিত মন্ডল | |
মা আমার মা | হরনাথ চক্রবর্তী | |||
২০১১ | দুটি মন | সুভাষ সেন | ||
২০১৬ | মানবপ্রেমী মহাপুরুষ | রাজা সেন | ||
২০১৮ | হানিমুন | প্রাণেশ ভট্টাচার্য | প্রেমেন্দু বিকাশ চাকী | |
২০২২ | অপরাজেয় | শুভঙ্কর সান্যাল | নেহাল দত্ত | |
কাছের মানুষ | বিকাশ সেনগুপ্ত | পথিকৃৎ বসু | অতিথি শিল্পী | |
২০২৩ | লাভ ম্যারেজ | বকাই এর বাবা | প্রেমেন্দু বিকাশ চাকী | |
ঘোষ বাবুর রিটারমেন্ট প্লান | ঘোষ বাবু | হরনাথ চক্রবর্তী | অভিষিক্ত ওয়েব ধারাবাহিক[৭] | |
তারকার মৃত্যু | ||||
২০২৪ | দারোগা মামুর কীর্তি | দারোগা | নেহাল দত্ত |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.