১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায় পরিচালিত হিন্দি ভাষার চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শতরঞ্জ কে খিলাড়ি হল সত্যজিৎ রায় পরিচালিত ১৯৭৭ সালের ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। এটি মুন্সি প্রেমচাঁদের একই নামের ছোটগল্প অবলম্বনে নির্মিত। এতে আমজাদ খান আওয়াদের রাজা ওয়াজিদ আলী শাহ এবং রিচার্ড অ্যাটনবারা জেনারেল জেমস ওট্রাম চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেন সঞ্জীব কুমার, সাইদ জাফরি, শাবানা আজমি, ডেভিড আব্রাহাম ও টম অল্টার এবং অমিতাভ বচ্চন এতে বর্ণনাকারীর ভূমিকা পালন করেন। এটি সত্যজিৎ রায়ের প্রথম হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং দ্বিতীয় হিন্দি চলচ্চিত্রটিও প্রেমচাঁদের ছোটগল্প অবলম্বনে তার নির্মিত, সেটি হল সদগতি (১৯৮১)।
শতরঞ্জ কে খিলাড়ি | |
---|---|
পরিচালক | সত্যজিৎ রায় |
প্রযোজক | সুরেশ জিন্দল[১][২] |
রচয়িতা | সত্যজিৎ রায় শ্যামা জাইদি জাভেদ সিদ্দিকী |
চিত্রনাট্যকার | সত্যজিৎ রায় |
উৎস | মুন্সি প্রেমচাঁদ কর্তৃক শতরঞ্জ কে খিলাড়ি |
শ্রেষ্ঠাংশে | |
বর্ণনাকারী | অমিতাভ বচ্চন |
সুরকার | সত্যজিৎ রায় |
চিত্রগ্রাহক | সৌমেন্দু রায় |
সম্পাদক | দুলাল দত্ত |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২৯ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি উর্দু ইংরেজি |
নির্মাণব্যয় | প্রা. ₹ ২০ লাখ (প্রা. ₹ ৩.৮৪ কোটি (২০১৯ পর্যন্ত) [৩] |
শতরঞ্জ কে খিলাড়ি চলচ্চিত্রটি শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার অর্জন করে। এছাড়া এটি শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের জন্য ভারত থেকে দাখিল করা হয়েছিল।
Seamless Wikipedia browsing. On steroids.