শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
শতরঞ্জ কে খিলাড়ি (চলচ্চিত্র)
১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায় পরিচালিত হিন্দি ভাষার চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
শতরঞ্জ কে খিলাড়ি হল সত্যজিৎ রায় পরিচালিত ১৯৭৭ সালের ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। এটি মুন্সি প্রেমচাঁদের একই নামের ছোটগল্প অবলম্বনে নির্মিত। এতে আমজাদ খান আওয়াদের রাজা ওয়াজিদ আলী শাহ এবং রিচার্ড অ্যাটনবারা জেনারেল জেমস ওট্রাম চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেন সঞ্জীব কুমার, সাইদ জাফরি, শাবানা আজমি, ডেভিড আব্রাহাম ও টম অল্টার এবং অমিতাভ বচ্চন এতে বর্ণনাকারীর ভূমিকা পালন করেন। এটি সত্যজিৎ রায়ের প্রথম হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং দ্বিতীয় হিন্দি চলচ্চিত্রটিও প্রেমচাঁদের ছোটগল্প অবলম্বনে তার নির্মিত, সেটি হল সদগতি (১৯৮১)।
Remove ads
শতরঞ্জ কে খিলাড়ি চলচ্চিত্রটি শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার অর্জন করে। এছাড়া এটি শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের জন্য ভারত থেকে দাখিল করা হয়েছিল।
Remove ads
কুশীলব
- সঞ্জীব কুমার - মির্জা সাজ্জাদ আলী
- সাইদ জাফরি - মীর রোশন আলী
- শাবানা আজমি - খুরশিদ, মির্জার স্ত্রী
- রিচার্ড অ্যাটনবারা - জেনারেল জেমস ওট্রাম
- ফরিদা জালাল - নাফিসা, মীরের স্ত্রী
- আমজাদ খান - ওয়াজিদ আলী শাহ
- ডেভিড আব্রাহাম - মুন্সি নন্দলাল
- ভিক্টর বন্দ্যোপাধ্যায় - প্রধানমন্ত্রী মাদার-উদ-দৌলা
- ফারুক শেখ - অকিল
- টম অল্টার - ক্যাপ্টেন ওয়েস্টন
- লীলা মিশ্র - হিরিয়া, খুরশিদের ভৃত্য
- শাশ্বতী সেন - কত্থক নৃত্যশিল্পী
- সমর্থ নারায়ণ - কালু
- ভুডো আডভানি - আব্বাজানি
- অঘা - আব্বাজানির ভৃত্য
- ব্যারি জন
- কামু মুখোপাধ্যায়
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads