সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (ইংরেজি: Sayantika Banerjee) ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেত্রী[1] ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র আওয়ারাতে তিনি জিৎয়ের বিপরীতে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন।[2]

দ্রুত তথ্য সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জন্ম ...
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
জন্ম (1986-08-12) ১২ আগস্ট ১৯৮৬ (বয়স ৩৮)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৯-বর্তমান
বন্ধ

কর্মজীবন

সায়ন্তিকা তার জীবন শুরু করেন নাচ ধুম মাচা লে রিয়েলিটি শো'র মাধ্যমে। এরপরে তিনি টার্গেট, হ্যাংওভার, মনে পড়ে আজও সেই দিন এর মত বক্স অফিসে নামেমাত্র চলা চলচ্চিত্রগুলোতে অভিনয় করার পরে তার প্রথম বাণিজিকভাবে সফল চলচ্চিত্র জিৎয়ের বিপরীতে অভিনীত আওয়ারা[1] ২০১২ সালে তিনি শ্যুটার নামের এক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

চলচ্চিত্রের তালিকা

সালচলচ্চিত্রপরিচালকসহশিল্পীপ্রযোজনা প্রতিষ্ঠান
২০২৩ ছায়াবাজ তাজু কামরুল জায়েদ খান রং মাল্টিমিডিয়া[3]
২০১৮ নাকাব রাজিব বিশ্বাস শাকিব খান, নুসরাত জাহান এসভিএফ এন্টারটেইনমেন্ট
২০১৭ আমি যে কে তোমার রবি কিনাগী অঙ্কুশ হাজরা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৬ কেলোর কীর্তি রাজ চন্দ দেব
২০১৬অভিমান রাজ চক্রবর্তী জিৎ, শুভশ্রী গাঙ্গুলী রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, গ্রাসরুট এন্টারটেইনমেন্ট
২০১৫হিরোগিরি রবি কিনাগী দেব, কোয়েল মল্লিক সুরিন্দার ফিল্মস
২০১৪বিন্দাস রাজীব বিশ্বাস দেব, শ্রাবন্তী শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১২শ্যুটার প্রভাস ও অরিজিৎ জয় মুখোপাধ্যায় সৃষ্টি এন্টারটেইনমেন্ট
২০১২আওয়ারা রবি কিনাগী জিৎ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১১মনে পড়ে আজও সেই দিন অজয় সিং ও সুদীপ্ত ঘটক জয় মুখোপাধ্যায়, অভিরাজ পি বি ফিল্মস
২০১১পাপী স্বপন সাহা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আর্য বাবর
২০১০হ্যাংওভার প্রভাত রায় জয় মুখোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ব্র্যান্ড ভ্যালু কমিউনিকেশন
২০১০টার্গেট: দ্য ফাইনাল মিশন রাজা চন্দ জয় মুখোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী ব্র্যান্ড ভ্যালু কমিউনিকেশন
২০০৯ঘর সংসার স্বপন সাহা যীশু সেনগুপ্ত ব্র্যান্ড ভ্যালু কমিউনিকেশন

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.