শুধু তোমারই জন্য

বাংলা চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

শুধু তোমারই জন্য

শুধু তোমারই জন্য ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি সুপারহিটভারতীয় বাংলা চলচ্চিত্র[১][২] বিরসা দাশগুপ্ত পরিচালিত এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রটিতে অভিনয় করেন দেব, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তী এবং আরো অনেকে।[৩][৪]

দ্রুত তথ্য শুধু তোমারই জন্য, পরিচালক ...
শুধু তোমারই জন্য
Thumb
শুধু তোমারই জন্য চলচ্চিত্রের পোস্টার
পরিচালকবিরসা দাশগুপ্ত
প্রযোজকশ্রীকান্ত মোহতা
মাহেন্দ্র সোনী
চিত্রনাট্যকারদেবালয় ভট্টাচার্য
শ্রেষ্ঠাংশেদেব
শ্রাবন্তী চট্টোপাধ্যায়
সোহম চক্রবর্তী
মিমি চক্রবর্তী
বর্ণনাকারীদেবালয় ভট্টাচার্য
সুরকারঅরিন্দম চট্টোপাধ্যায়
ইন্দ্রদীপ দাশগুপ্ত (শীর্ষসঙ্গীত ও আবহ)
চিত্রগ্রাহকশুভঙ্কর ভর
সম্পাদকশুভ প্রামাণিক
পরিবেশকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
মুক্তি১৬ সেপ্টেম্বর ২০১৫
দেশভারত
ভাষাবাংলা
নির্মাণব্যয় ৪ কোটি
আয়৭ কোটি প্রায়
বন্ধ

২০১৫ সালের ১১ সেপ্টেম্বর এই চলচ্চিত্রের ট্রেইলার মুক্তি পায়। এটি তামিল চলচ্চিত্র রাজা রাণীর পূর্ণনির্মাণ ৷

অভিনয়ে

কাহিনী

দেব মানে আদি প্রথমে মিমি মানে কলি নামে একটি মেয়েকে ভালবাসে। তাকে বিয়ে করে সে। কিন্তু পরের দিন রাস্তায় সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। পরে সে যদিও নয়ন নামে একটি মেয়েকে বিয়ে করে, তার সাথেও ঘটেছে একই ঘটনা। সেও ভাল বেসেছিল সিরাজ নামে একটি ছেলেকে। কিন্তু সেও তার জীবন থেকে চলে যায়। অবশেষে মিল হয় আদি ও নয়নের মাঝে।

সংগীত

দ্রুত তথ্য শুধু তোমারই জন্য, অরিন্দম চট্টোপাধ্যায় কর্তৃক সংগীত অ্যালবাম ...
শুধু তোমারই জন্য
কর্তৃক সংগীত অ্যালবাম
বন্ধ

এই চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন অরিন্দম চট্টোপাধ্যায়। শীর্ষসংগীত ও আবহ দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত

আরও তথ্য নং., শিরোনাম ...
নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."এগিয়ে দে" অরিন্দম চট্টোপাধ্যায়অরিজিৎ সিং, মধুবন্তী বাগচী০৪:১১
২."যেনো তোমারই কাছে"প্রসেনঅরিন্দম চট্টোপাধ্যায়অ্যাশ কিং, সোমলতা০৪:১১
৩."ইমোশোনাল সাঁইয়া"প্রসেনঅরিন্দম চট্টোপাধ্যায়অরিজিৎ সিং, শ্যামলী খোলগাড়ে, বব০৩:৪৯
৪."শুধু তোমারই জন্য (টাইটেল ট্র্যাক)"প্রসেনইন্দ্রদীপ দাশগুপ্তঅরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল০৩:১৯
৫."দেখতে বউ বউ"প্রসেনঅরিন্দম চট্টোপাধ্যায়অ্যাশ কিং, প্রস্মিতা পাল০৩:১২
৬."এগিয়ে দে (দ্বিতীয় সংস্করণ)" অরিন্দম চট্টোপাধ্যায়সোমলতা০৩:১২
বন্ধ

প্রযোজনা

দৃশ্যায়ণ

চলচ্চিত্রটি মূলত কলকাতাতেই দৃশ্যায়ণ করা হয়েছে। তবে এর বিভিন্ন গানের দৃশ্য ধারণ করা হয়েছে অন্যান্য দেশে।[১][৫]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.