বেশ করেছি প্রেম করেছি ২০১৫ সালের একটি প্রণয়-মারপিটধর্মী ভারতীয় বাংলা চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন রাজা চন্দ এবং প্রযোজনা করেছেন যৌথভাবে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং সুরিন্দর ফিল্মস। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জিৎ, কোয়েল মল্লিক সহ আরো অনেকে।[1][2] ছবির সঙ্গীতায়োজনে আছেন জিৎ গাঙ্গুলী, বাদ পড়েন বাংলাদেশের সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও বাপ্পা মজুমদার ।[3] ১৭ই জুলাই, ২০১৫ সালে চলচ্চিত্রটি মুক্তি পায়।[4]
বেশ করেছি প্রেম করেছি | |
---|---|
পরিচালক | রাজা চন্দ |
প্রযোজক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস সুরিন্দর ফিল্মস |
শ্রেষ্ঠাংশে | জিৎ কোয়েল মল্লিক |
সুরকার | জিৎ গাঙ্গুলী |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
মুক্তি | ১৭ জুলাই, ২০১৫ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
শ্রেষ্ঠাংশে
- আদিত্য চরিত্রে জিৎ
- রাই চরিত্রে কোয়েল মল্লিক
- গুরু ঘাতক চরিত্রে আরিয়ান ভৌমিক
- অভিজিৎ সাওয়ান্ত
- কাজল চরিত্রে কোয়েনা মিত্র
- খরাজ মুখোপাধ্যায়
- শঙ্কর চক্রবর্তী
- আশীষ বিদ্যার্থী
সঙ্গীত
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "বেশ করেছি প্রেম করেছি[5]" | রাজা চন্দ | জিৎ গাঙ্গুলী | শান, আকৃতি কক্কর | ৪:০৯ |
২. | "তোর এক কথায়" | প্রসেন | জিৎ গাঙ্গুলী | অরিজিৎ সিং | ৪:৩২ |
৩. | "ঐ মায়াবি চোখ" | রাজা চন্দ | জিৎ গাঙ্গুলী | জিৎ গাঙ্গুলী , শ্রেয়া ঘোষাল | ৪:২৩ |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.