Loading AI tools
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অত্র নিবন্ধটি আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণকারী পরিবারের তালিকাবিশেষ। এ তালিকায় টেস্ট, একদিনের আন্তর্জাতিক কিংবা টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটের সাথে জড়িত খেলোয়াড়দেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শন ও মিচেল মার্শের পিতা হচ্ছেন জিওফ মার্শ।[1]
এসি শিভিল ও লিলি শিভিল ৬ এপ্রিল, ১৯০৮ তারিখে যমজ ভগ্নি হিসেবে জন্মগ্রহণ করেন।[2] ফার্নি ব্লেড ও রেনে ব্লেড - যমজ ভগ্নিদ্বয় ২০ আগস্ট, ১৯১০ তারিখে জন্মগ্রহণ করেন।
ক্রিস কাউড্রে ও গ্রাহাম কাউড্রের পিতা হচ্ছেন কলিন কাউড্রে। ফ্যাবিয়ান কাউড্রে, ক্রিস কাউড্রের সন্তান।[3]
ক্রিস ও রবিন একে-অপরের ভ্রাতা।
মাইক ও নীল একে অপরের পিতা-পুত্র।
ড্যারেন লেহম্যান সম্পর্কে ক্রেগ হোয়াইটের ভগ্নীপতি হন। ড্যারেন লেহম্যান ক্রেগের বোন আন্দ্রিয়া’র সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন।
২০০২ সালে কিরমানীর কন্যাকে সৈয়দ আবিদ আলী’র পুত্র বিবাহ করে।[4] তবে, ২০০৮ সালে মৃত্যুবরণ করে।[5]
ব্যারি, ডেল ও রিচার্ড হ্যাডলির পিতা হচ্ছেন ওয়াল্টার হ্যাডলি। ১৯৭৭-৭৮ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড মহিলা দলের খেলোয়াড় কারেন রিচার্ড হ্যাডলিকে বিয়ে করেন।[6]
হানিফ, মুশতাক, সাদিক ও ওয়াজির একে-অপরের ভ্রাতা। পঞ্চম ভ্রাতা রইছ মোহাম্মদ একবার পাকিস্তান দলের পক্ষে দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তন্মধ্যে, হানিফ, মুশতাক ও সাদিক একযোগে ১৬৯-৭০ মৌসুমে করাচীতে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে খেলেন। শোয়েব মোহাম্মদের পিতা হচ্ছেন হানিফ মোহাম্মদ।[9]
নজর মোহাম্মদের সন্তান হচ্ছেন মুদাসসর নজর।[10]
উভয়েই একে-অপরের কাকাতো ভাই।[11]
গ্রেসন ও আরভিন একে-অপরের কাকাতো ভাই।[12] অন্যদিকে, শেন উভয়ের সাথে সম্পর্কযুক্ত।[13] তিনজনই ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্ট খেলেন। অন্যদিকে, আরভিন ওডিআইয়েও জড়িত ছিলেন।
অ্যান্ডি, ম্যালকমের পিতা।[15]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.