ব্রেন্ডন ম্যাককুলাম
নিউজিল্যান্ড ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ব্রেন্ডন ম্যাককুলাম নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য। তিনি দলের উইকেট কীপারের দায়িত্ব পালন করা ছাড়াও দলের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলেন। তিনি তিন ধরনের ক্রিকেট ম্যাচেই ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন।[১]
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ব্রেন্ডন ব্যারি ম্যাককুলাম | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ডাকনাম | বাজ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডান-হাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডান-হাতি মিডিয়াম | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | উইকেট-রক্ষক-ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সম্পর্ক | নাথান ম্যাককুলাম (ভাই) স্টুয়ার্ট ম্যাককুলাম (পিতা) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক | ১০ মার্চ ২০০৪ বনাম দক্ষিণ আফ্রিকা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ৩১ আগস্ট ২০১২ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক | ১৭ জানুয়ারি ২০০২ বনাম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ১৬ জুলাই ২০১২ বনাম ওয়েস্ট ইন্ডিজ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই শার্ট নং | ৪২ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৯৯–২০০৩ | ওতাগো ভোল্টস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৩–২০০৬ | ক্যান্টারবারি উইজার্ডস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৬ | গ্ল্যামারগন কাউন্টি ক্রিকেট ক্লাব | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৭–বর্তমান | ওতাগো ভোল্টস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৯ | নিউ সাউথ ওয়ালস ক্রিকেট দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৮-২০১০, ২০১২- | কলকাতা নাইট রাইডার্স | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১০ | সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১১ | কোচি টাস্কার্স কেরালা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১১–বর্তমান | ব্রিসবেন হিট | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ২৩ সেপ্টেম্বর ২০১২ |
বর্তমানে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের টুয়েন্টি২০ ফরমেটের সর্ব্বোচ্চ রান সংগ্রহকারী। এছাড়াও তিনিই একমাত্র ব্যক্তি যিনি টুয়েন্টি২০তে দুইবার শতরান করেছেন এবং তার রানও সর্বোচ্চ ২০০০।[২][৩][৪]
ক্রিকেট বিশ্বকাপ
নিউজিল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষ ৮ জানুয়ারি, ২০১৫ তারিখে ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য ম্যাককুলামকে অধিনায়কের দায়িত্ব প্রদানপূর্বক ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। ২০ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে নিউজিল্যান্ড দল গ্রুপ-পর্বে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় খেলায় অংশগ্রহণ করে। টিম সাউদির (৭/৩৩) অসামান্য বোলিং নৈপুণ্যে ৩৩.২ ওভারে ইংল্যান্ড দল মাত্র ১২৩ রানে গুটিয়ে যায় যা বিশ্বকাপের ইতিহাসে তাদের তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ।[৫] স্বল্প রানকে তাড়া করতে গিয়ে তিনি মাত্র ১৮ বলে অর্ধ-শতকের ন্যায় বিধ্বংসী ব্যাটিং করে নিউজিল্যান্ড দলকে মাত্র ১২.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে দেন ও দল ৮ উইকেটের সহজ জয় পায়।[৬]
শতকের তালিকা
সারাংশ
প্রসঙ্গ
টেস্ট শতক
নিজের ক্যারিয়ারের শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ বলে সেঞ্চুরি করে তিনি দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেন ৷
ব্রেন্ডন ম্যাককালামের টেস্ট শতক[৭] | |||||||
---|---|---|---|---|---|---|---|
# | রান | খেলা | বিপক্ষে | শহর/দেশ | স্থান | বছর | ফলাফল |
১ | ১৪৩ | ৭ | ![]() | ঢাকা, বাংলাদেশ | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম | ২০০৪ | জয়ী |
২ | ১১১ | ১৬ | ![]() | হারারে, জিম্বাবুয়ে | হারারে স্পোর্টস ক্লাব | ২০০৫ | জয়ী |
৩ | ১১৫ | ৪৩ | ![]() | নেপিয়ার, নিউজিল্যান্ড | ম্যাকলিন পার্ক | ২০০৯ | ড্র |
৪ | ১৮৫ | ৫০ | ![]() | হ্যামিল্টন, নিউজিল্যান্ড | সিডন পার্ক | ২০১০ | জয়ী |
৫ | ১০৪ | ৫১ | ![]() | ওয়েলিংটন, নিউজিল্যান্ড | ব্যাসিন রিজার্ভ | ২০১০ | পরাজিত |
৬ | ২২৫ | ৫৪ | ![]() | হায়দ্রাবাদ, ভারত | রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | ২০১০ | ড্র |
৭ | ১১৩ | ৮০ | ![]() | ডুনেডিন, নিউজিল্যান্ড | ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন | ২০১৩ | ড্র |
৮ | ২২৪ | ৮৩ | ![]() | আকল্যান্ড, নিউজিল্যান্ড | ইডেন পার্ক | ২০১৪ | জয়ী |
৯ | ৩০২ | ৮৪ | ![]() | ওয়েলিংটন, নিউজিল্যান্ড | ব্যাসিন রিজার্ভ | ২০১৪ | ড্র |
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শতক
ব্রেন্ডন ম্যাককালামের একদিনের আন্তর্জাতিক ম্যাচ শতক[৮] | |||||||
---|---|---|---|---|---|---|---|
# | রান | খেলা | বিপক্ষে | শহর/দেশ | স্থান | বছর | ফলাফল |
১ | ১৬৬ | ১৩৪ | ![]() | অ্যাবরদিন, স্কটল্যান্ড | ম্যানোফিল্ড পার্ক | ২০০৮ | জয়ী |
১ | ১৩১ | ১৬২ | ![]() | আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত | শেখ জায়েদ স্টেডিয়াম | ২০০৯ | জয়ী |
৩ | ১০১ | ১৮৮ | ![]() | মুম্বই, ভারত | ওয়াংখেড়ে স্টেডিয়াম | ২০১১ | জয়ী |
৪ | ১১৯ | ১৯৮ | ![]() | নেপিয়ার, নিউজিল্যান্ড | ম্যাকলিন পার্ক | ২০১২ | জয়ী |
টি২০ শতক
ব্রেন্ডন ম্যাককালামের টি২০ শতক[৯] | |||||||
---|---|---|---|---|---|---|---|
# | রান | বল | পক্ষে | বিপক্ষে | স্থান | বছর | ফলাফল |
১ | ১৫৮* | ৭৩ | কলকাতা নাইট রাইডার্স | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | বেঙ্গালুরু | ২০০৮ | জয়ী |
২ | ১০৮* | ৬৭ | ওতাগো ভোল্টস | অকল্যান্ড এইসেস | ডুনেডিন | ২০১০ | জয়ী |
৩ | ১১৬* | ৫৬ | ![]() | ![]() | ক্রাইস্টচার্চ | ২০১০ | জয়ী |
৪ | ১০৩* | ৫৪ | ওতাগো ভোল্টস | নর্দার্ন নাইটস | হ্যামিল্টন | ২০১২ | জয়ী |
৫ | ১২৩ | ৫৮ | ![]() | ![]() | ক্যান্ডি | ২০১২ | জয়ী |
- কলামে রান, *-এর অর্থ অপরাজিত।
- কলামে শিরোনাম ম্যাচ-এর অর্থ তার ক্যারিয়ারের ম্যাচ নাম্বার।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.