ডাডলি নোর্স

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ডাডলি নোর্স

আর্থার ডাডলি নোর্স (ইংরেজি: Dudley Nourse; জন্ম: ১২ নভেম্বর, ১৯১০ - মৃত্যু: ১৪ আগস্ট, ১৯৮১) নাটাল প্রদেশের ডারবান এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্যসহ দলের অধিনায়ক ছিলেন তিনি।[১]

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...
ডাডলি নোর্স
Thumb
১৯৩৫ সালের সংগৃহীত স্থিরচিত্রে ডাডলি নোর্স
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
আর্থার ডাডলি নোর্স
জন্ম(১৯১০-১১-১২)১২ নভেম্বর ১৯১০
ডারবান, নাটাল, দক্ষিণ আফ্রিকা
মৃত্যু১৪ আগস্ট ১৯৮১(1981-08-14) (বয়স ৭০)
ডারবান, নাটাল, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি
ভূমিকাব্যাটসম্যান
সম্পর্কডেভ নোর্স (বাবা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৪০)
১৫ জুন ১৯৩৫ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট১৬ আগস্ট ১৯৫১ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৩১ - ১৯৫৩নাটাল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৩৪ ১৭৫
রানের সংখ্যা ২৯৬০ ১২৪৭২
ব্যাটিং গড় ৫৩.৮১ ৫১.৫৩
১০০/৫০ ৯/১৪ ৪১/৫৪
সর্বোচ্চ রান ২৩১ ২৬০*
বল করেছে ২০ ২৫০
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ০/০ ০/০
ক্যাচ/স্ট্যাম্পিং ১২/০ ১৩৫/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৯ অক্টোবর ২০১৫
বন্ধ

দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যানরূপে দায়িত্ব পালন করতেন। এছাড়াও ডানহাতে বোলিংয়ে পারদর্শী ছিলেন তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নাটালের প্রতিনিধিত্ব করেছেন ডাডলি নোর্স

প্রারম্ভিক জীবন

অন্যতম ব্যাটসম্যান আর্থার (ডেভ) নোর্সের সন্তান তিনি। অস্ট্রেলিয়ার গভর্নর-জেনারেল দ্বিতীয় আর্ল অব ডাডলি উইলিয়াম ওয়ার্ডের নাম অনুসরণে তার নাম রাখা হয়েছিল। সফরকারী দক্ষিণ আফ্রিকা দলের সদস্যরূপে ডেভ নোর্স দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বি-শতক হাঁকানোর কয়েকদিন পর তিনি জন্মগ্রহণ করেছিলেন।[২] আর্ল ডাডলি ডেভের ইনিংস ও সন্তানের কথা শুনে তাকে তার নাম অনুসারে রাখার ইচ্ছা ব্যক্ত করেন।[৩]

খেলোয়াড়ী জীবন

Thumb

দীর্ঘ ষোল বছরের খেলোয়াড়ী জীবনে ৩৪ টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তিনি। অবসরগ্রহণকালীন সময়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটিং গড়ে শীর্ষ স্থানে ছিলেন। পরবর্তীতে জ্যাক ক্যালিসগ্রেইম পোলক তা অতিক্রম করেন। ১৫ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন। ১৯৫১ সালে ইংল্যান্ডের বিপক্ষে বৃদ্ধাঙ্গুলের আঘাত থাকা স্বত্ত্বেও ২০৮ রান তুলেছিলেন। অধিনায়কোচিত এ ইনিংসে সম্পর্কে উইজডেন মন্তব্য করে যে, নোর্স তার সেরা ইনিংস খেলেছেন।[৪] এ সিরিজের পরই ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

সম্মাননা

১৯৪৮ সালে উইজডেন কর্তৃক দলীয় সহঃ অধিনায়ক অ্যালান মেলভিল-সহ তাকে বর্ষসেরা ক্রিকেটার ঘোষণা করে।[৫] ডারবানে তার দেহাবসান ঘটে।[৬][৭]

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.