উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার হল ক্রিটিকস চয়েস অ্যাসোসিয়েশন (সিসিএ) প্রদত্ত বার্ষিক ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কারের একটি বিভাগ। ১৯৯৫ সালে ১ম ক্রিটিকস চয়েস পুরস্কার আয়োজনে প্রথম এই পুরস্কার প্রদান করা হয়। ২০০১ সাল পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়নি।
শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার | |
---|---|
![]() ২০২২-এর বিজয়ী: ব্রেন্ডান ফ্রেজার | |
প্রদানের কারণ | চলচ্চিত্রে প্রধান অভিনেতার সেরা অভিনয় পারদর্শিতার জন্য |
অবস্থান | লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া |
পুরস্কারদাতা | ক্রিটিকস চয়েস অ্যাসোসিয়েশন |
বর্তমানে আধৃত | ব্রেন্ডান ফ্রেজার দ্য হোয়েল (২০২২) |
ওয়েবসাইট | www.criticschoice.com |
এটি চলচ্চিত্রে একজন অভিনেতার প্রধান চরিত্রে অভিনয় পারদর্শিতার পুরস্কার। পূর্বে চলচ্চিত্রের ধারা অনুযায়ী দুটি ভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হত: একটি হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা (২০১২-২০১৯) এবং অন্যটি মারপিটধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা (২০১২-২০১৯)।
অভিনেতা রাসেল ক্রো এবং ড্যানিয়েল ডে-লুইস এই বিভাগে সর্বাধিক তিনবার জয়ের রেকর্ড ধরে রেখেছেন, তারপরে জ্যাক নিকোলসন এবং শন পেন দুইবার এই পুরস্কার পেয়েছেন। সাম্প্রতিক বিজয়ী ব্রেন্ডান ফ্রেজার দ্য হোয়েল (২০২২) চলচ্চিত্রে অভিনয় করে এই পুরস্কার অর্জন করেন।
নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী অভিনেতাদের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।
বছর | অভিনেতা | চরিত্র | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|---|
১৯৯৫ | কেভিন বেকন | হেনরি ইয়াং | মার্ডার ইন দ্য ফার্স্ট | [১] |
১৯৯৬ | জেফ্রি রাশ | ডেভিড হেলফগট | শাইন | [২] |
১৯৯৭ | জ্যাক নিকোলসন | মেলভিন উডাল | অ্যাজ গুড অ্যাজ ইট গেটস | [৩] |
১৯৯৮ | ইয়ান ম্যাকেলেন | জেমস হোয়েল | গডস অ্যান্ড মনস্টার্স | [৪] |
১৯৯৯ | রাসেল ক্রো | জেফরি উইগ্যান্ড | দি ইনসাইডার | [৫] |
বছর | অভিনেতা | চরিত্র | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|---|
২০০০ | রাসেল ক্রো | ম্যাক্সিমাস ডেসিমাস মেইডিয়াস | গ্ল্যাডিয়েটর | [৬] |
২০০১ | রাসেল ক্রো | জন ন্যাশ | আ বিউটিফুল মাইন্ড | [৭] |
উইল স্মিথ | মুহাম্মদ আলী | আলি | ||
শন পেন | স্যাম ডসন | আই এম স্যাম | ||
২০০২ | জ্যাক নিকোলসন (যৌথ) | ওয়ারেন শ্মিট | অ্যাবাউট শ্মিট | [৮] |
ড্যানিয়েল ডে-লুইস (যৌথ) | উইলিয়াম "বিল দ্য বুচার" কাটিং | গ্যাংস অব নিউ ইয়র্ক | ||
রবিন উইলিয়ামস | সিমোর "সাই" পারিশ | ওয়ান আওয়ার ফটো | ||
২০০৩ | শন পেন | জিমি মার্কাম | মিস্টিক রিভার | [৯] |
জনি ডেপ | ক্যাপ্টেন জ্যাক স্প্যারো | পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল | ||
বিল মারি | বব হ্যারিস | লস্ট ইন ট্রান্সলেশন | ||
বেন কিংসলি | কর্নেল মাসুদ আমির বেহরানি | হাউজ অব স্যান্ড অ্যান্ড ফগ | ||
রাসেল ক্রো | ক্যাপ্টেন জ্যাক অব্রি | মাস্টার অ্যান্ড কমান্ডার: দ্য ফার সাইড অব দ্য ওয়ার্ল্ড | ||
২০০৪ | জেমি ফক্স | রে চার্লস | রে | [১০] |
হাভিয়ের বারদেম | রামোন সাম্পেদ্রো | দ্য সি ইনসাইড | ||
ডন চিডল | পল রুসেসাবাগিনা | হোটেল রুয়ান্ডা | ||
জনি ডেপ | জে. এম. ব্যারি | ফাইন্ডিং নেভারল্যান্ড | ||
লিওনার্দো ডিক্যাপ্রিও | হাওয়ার্ড হিউজ | দি অ্যাভিয়েটর | ||
পল জিয়ামাটি | মাইলস রেমন্ড | সাইডওয়েজ | ||
২০০৫ | ফিলিপ সিমোর হফম্যান | ট্রুম্যান ক্যাপোটি | ক্যাপোটি | [১১] |
রাসেল ক্রো | জেমস জে. ব্র্যাডক | সিনড্রেলা ম্যান | ||
টেরেন্স হাওয়ার্ড | ডিজে | হাসল অ্যান্ড ফ্লো | ||
হিথ লেজার | এনিস দেল মার | ব্রোকব্যাক মাউন্টেন | ||
হোয়াকিন ফিনিক্স | জনি ক্যাশ | ওয়াক দ্য লাইন | ||
ডেভিড স্ট্রাথেয়ার্ন | এডওয়ার্ড আর. মোরো | গুড নাইট, অ্যান্ড গুড লাক | ||
২০০৬ | ফরেস্ট হুইটেকার | ইদি আমিন | দ্য লাস্ট কিং অব স্কটল্যান্ড | [১২] |
লিওনার্দো ডিক্যাপ্রিও | ড্যানি আর্চার | ব্লাড ডায়মন্ড | ||
উইলিয়াম "বিলি" কস্টিগ্যান জুনিয়র | দ্য ডিপার্টেড | |||
রায়ান গসলিং | ড্যান ডান | হাফ নেলসন | ||
পিটার ওটুল | মরিস রাসেল | ভিনাস | ||
উইল স্মিথ | ক্রিস গার্ডনার | দ্য পারসুট অব হ্যাপিনেস | ||
২০০৭ | ড্যানিয়েল ডে-লুইস | ড্যানিয়েল প্লেইনভিউ | দেয়ার উইল বি ব্লাড | [১৩] |
জর্জ ক্লুনি | মাইকেল ক্লেটন | মাইকেল ক্লেটন | ||
জনি ডেপ | বেঞ্জামিন বার্কার / সুইনি টড | সুইনি টড: দ্য ডিমন বার্বার অব ফ্লিট স্ট্রিট | ||
রায়ান গসলিং | লার্স লিন্ডস্ট্রম | লার্স অ্যান্ড দ্য রিয়্যাল গার্ল | ||
এমিল হার্শ | ক্রিস ম্যাকক্যান্ডলস | ইনটু দ্য ওয়াইল্ড | ||
ভিগো মর্টনসন | নিকলাই লুঝিন | ইস্টার্ন প্রমিজেস | ||
২০০৮ | শন পেন | হার্ভি মিল্ক | মিল্ক | [১৪] |
ক্লিন্ট ইস্টউড | ওয়াল্ট কোয়াল্স্কি | গ্র্যান টরিনো | ||
রিচার্ড জেনকিন্স | ওয়াল্টার ভেল | দ্য ভিজিটর | ||
ফ্র্যাঙ্ক ল্যানজেলা | রিচার্ড নিক্সন | ফ্রস্ট/নিক্সন | ||
ব্র্যাড পিট | বেঞ্জামিন বাটন | দ্য কিউরিয়াস কেইস অব বেঞ্জামিন বাটন | ||
মিকি রুর্ক | র্যান্ডি "দ্য র্যাম" রবিনসন | দ্য রেসলার | ||
২০০৯ | জেফ ব্রিজেস | ওটিস "ব্যাড" ব্লেক | ক্রেজি হার্ট | [১৫] [১৬] |
জর্জ ক্লুনি | রায়ান বিংহ্যাম | আপ ইন দি এয়ার | ||
কলিন ফার্থ | জর্জ ফ্যালকনার | অ্যা সিঙ্গল ম্যান | ||
মরগান ফ্রিম্যান | নেলসন ম্যান্ডেলা | ইনভিক্টাস | ||
ভিগো মর্টনসন | ম্যান | দ্য রোড | ||
জেরেমি রেনার | সার্জেন্ট ফার্স্ট ক্লাস উইলিয়াম জেমস | দ্য হার্ট লকার |
বছর | অভিনেতা | চরিত্র | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|---|
২০২০ | চ্যাডউইক বোসম্যান (মরণোত্তর) | লেভি গ্রিন | মা রেইনিস ব্ল্যাক বটম | [৩৪] [৩৫] |
বেন অ্যাফ্লেক | জ্যাক কানিংহাম | দ্য ওয়ে ব্যাক | ||
রিজ আহমেদ | রুবেন স্টোন | দ্য সাউন্ড অব মেটাল | ||
টম হ্যাঙ্কস | ক্যাপ্টেন জেফারসন কাইল কিড | নিউজ অব দ্য ওয়ার্ল্ড | ||
অ্যান্থনি হপকিন্স | অ্যান্টনি | দ্য ফাদার | ||
ডেলরয় লিন্ডো | পল | দা ফাইভ ব্লাডস | ||
গ্যারি ওল্ডম্যান | হারমান জে. ম্যাংকাভিৎস | ম্যাংক | ||
স্টিভেন ইউন | জ্যাকব ই | মিনারি | ||
২০২১ | উইল স্মিথ | রিচার্ড উইলিয়ামস | কিং রিচার্ড | [৩৬] [৩৭] |
নিকোলাস কেজ | রবিন ফেল্ড | পিগ | ||
বেনেডিক্ট কাম্বারব্যাচ | ফিল বারব্যাঙ্ক | দ্য পাওয়ার অব দ্য ডগ | ||
পিটার ডিংকলেজ | সিরানো দ্য বের্জরাক | সিরানো | ||
অ্যান্ড্রু গারফিল্ড | জোনাথন লারসন | টিক, টিক... বুম! | ||
ডেনজেল ওয়াশিংটন | লর্ড ম্যাকবেথ | দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ | ||
২০২২ | ব্রেন্ডান ফ্রেজার | চার্লি | দ্য হোয়েল | [৩৮] [৩৯] |
অস্টিন বাটলার | এলভিস প্রেসলি | এলভিস | ||
টম ক্রুজ | পিট "ম্যাভারিক" মিচেল | টপ গান: মেভরিক | ||
কলিন ফ্যারল | প্যাড্রিক সুইলেভাইন | দ্য ব্যানশিস অব ইনিশেরিন | ||
পল মেসক্যাল | ক্যালাম প্যাটারসন | আফটারসান | ||
বিল নাই | মিঃ উইলিয়ামস | লিভিং | ||
|
|
Seamless Wikipedia browsing. On steroids.