Loading AI tools
মার্কিন অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভিগো পিটার মর্টনসন জুনিয়র (ইংরেজি: Viggo Peter Mortensen Jr., /ˈviːɡoʊ
ভিগো মর্টনসন | |
---|---|
Viggo Mortensen | |
জন্ম | ভিগো পিটার মর্টনসন জুনিয়র ২০ অক্টোবর ১৯৫৮ |
নাগরিকত্ব | মার্কিন যুক্তরাষ্ট্র ডেনমার্ক[1] |
মাতৃশিক্ষায়তন | সেন্ট লরেন্স বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেতা, লেখক, আলোকচিত্রী, কবি, চিত্রশিল্পী |
কর্মজীবন | ১৯৮৪–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | এক্সিন কারভেঙ্কা (বি. ১৯৮৭; বিচ্ছেদ. ১৯৯৮) |
সঙ্গী | অ্যারিডনা গিল (২০০৯–বর্তমান) |
সন্তান | ১ |
মর্টনসন ২০০০-এর দশকের শুরুতে মহাকাব্যিক চলচ্চিত্র ত্রয়ী দ্য লর্ড অব দ্য রিংস-এ অ্যারাগর্ন চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি অর্জন করেন। তিনি ডেভিড ক্রোনেনবার্গের অপরাধমূলক থ্রিলারধর্মী আ হিস্টরি অব ভায়োলেন্স (২০০৫) ও ইস্টার্ন প্রমিজেস (২০০৭)-এ অভিনয় করে সমাদৃত হন, এবং দ্বিতীয় চলচ্চিত্রটির জন্য শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ক্রোনেনবার্গের পরিচালনায় তার তৃতীয় চলচ্চিত্র আ ডেঞ্জারাস মেথড (২০১১)-এ অভিনয় করে তিনি সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি ক্যাপ্টেন ফ্যান্ট্যাস্টিক (২০১৬) ও গ্রিন বুক (২০১৮) চলচ্চিত্রে অভিনয় করে আরও দুটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.