চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত বাৎসরিক গোল্ডেন গ্লোব পুরস্কারের একটি বিভাগ, যা বছরের সেরা চলচ্চিত্র পার্শ্ব অভিনেতার জন্য প্রদান করা হয়। ১৯৪৪ সাল থেকে এই চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হচ্ছে। শুরু থেকেই এই বিভাগে নামে পরিবর্তন দেখা গেছে; ২০০৫ সাল থেকে দাপ্তরিকভাবে এই বিভাগকে "চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনেতার শ্রেষ্ঠ অভিনয় পারদর্শিতা" নামে ডাকা হচ্ছে।

দ্রুত তথ্য চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার, বিবরণ ...
চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার
Thumb
২০২3-এর বিজয়ী: রবার্ট ডাউনি জুনিয়র
বিবরণচলচ্চিত্রের সেরা পার্শ্ব অভিনেতা
অবস্থানমার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাহলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন
প্রথম পুরস্কৃত১৯৪৪
সর্বশেষ পুরস্কৃত২০২৪
বর্তমানে আধৃতরবার্ট ডাউনি জুনিয়র
অপেনহাইমার (২০২৩)
ওয়েবসাইটgoldenglobes.com
বন্ধ

এই বিভাগে প্রথম পুরস্কার অর্জন করেন আকিম তামিরভ, তিনি ফর হুম দ্য বেল টোলস (১৯৪৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন। ছয় জন অভিনেতা দুইবার এই পুরস্কার অর্জন করেছেন, তারা হলেন রিচার্ড অ্যাটনবারা, এডমুন্ড গোয়েন, মার্টিন ল্যান্ডাউ, এডমন্ড ওব্রায়েন, ক্রিস্টফ ভালৎজব্র্যাড পিট। এই বিভাগে সাম্প্রতিক পুরস্কার বিজয়ী রবার্ট ডাউনি জুনিয়র অপেনহাইমার (২০২৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।[১]

বিজয়ী ও মনোনীতদের তালিকা

সারাংশ
প্রসঙ্গ
আকিম তামিরভ ফর হুম দ্য বেল টোলস (১৯৪৩)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
ব্যারি ফিট্‌জেরাল্ড গোয়িং মাই ওয়ে (১৯৪৪)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
জে. ক্যারল নেইশ আ মেডেল ফর বেনি (১৯৪৫)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
ফ্রাঙ্ক সিনাত্রা ফ্রম হিয়ার টু ইটার্নিটি (১৯৫৩)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
বেনিসিও দেল তোরো ট্রাফিক (২০০০)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
জিম ব্রডবেন্ট আইরিশ (২০০১)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
ক্রিস কুপার অ্যাডাপ্টেশন (২০০২)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
টিম রবিন্স মিস্টিক রিভার (২০০৩)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
ক্লাইভ ওয়েন ক্লোজার (২০০৪)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
জর্জ ক্লুনি সিরিয়ানা (২০০৫)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
এডি মার্ফি ড্রিমগার্লস (২০০৬)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
হাভিয়ের বারদেম নো কান্ট্রি ফর ওল্ড মেন (২০০৭)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
হিথ লেজার দ্য ডার্ক নাইট (২০০৮)-এ দ্য জোকার চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
ক্রিস্টফ ভালৎজ ইনগ্লোরিয়াস বাস্টার্ডস (২০০৯) ও জ্যাঙ্গো আনচেইন্ড (২০১২)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
ক্রিশ্চিয়ান বেল দ্য ফাইটার (২০১০)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
ক্রিস্টোফার প্লামার বিগিনার্স (২০১১)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
জ্যারেড লেটো ডালাস বায়ার্স ক্লাব (২০১৩)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
জে. কে. সিমন্স হুইপল্যাশ (২০১৪)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
সিলভেস্টার স্ট্যালোন ক্রিড (২০১৫)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
অ্যারন টেলর-জনসন নকচার্নাল অ্যানিমেলস্‌ (২০১৬)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
স্যাম রকওয়েল থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজুরি (২০১৭)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
মাহারশালা আলি গ্রিন বুক (২০১৮)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
ব্র্যাড পিট ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড (২০১৯)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
ড্যানিয়েল কালুইয়া জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়া (২০২০)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
কোডি স্মিট-ম্যাকফি দ্য পাওয়ার অব দ্য ডগ (২০২১)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
কি হুই কোয়ান এভরিথিং এভরিওয়েআর অল অ্যাট ওয়ান্স (২০২২)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।

নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী অভিনেতাদের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।

১৯৪০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেতা ...
বছর অভিনেতা ভূমিকা চলচ্চিত্র সূত্র
১৯৪৩ আকিম তামিরভ পাবলো ফর হুম দ্য বেল টোলস [২]
১৯৪৪ ব্যারি ফিট্‌জেরাল্ড ফাদার ফিট্‌জিগিবন গোয়িং মাই ওয়ে [৩]
১৯৪৫ জে. ক্যারল নেইশ চার্লি মার্টিন আ মেডেল ফর বেনি [৪]
১৯৪৬ ক্লিফটন ওয়েব এলিয়ট টেম্পলটন দ্য রেজর্স এজ [৫]
১৯৪৭ এডমুন্ড গোয়েন ক্রিস ক্রিঙ্গল মিরাকল অন থার্টি ফোর্থ স্ট্রিট [৬]
১৯৪৮ ওয়াল্টার হিউস্টন হাওয়ার্ড দ্য ট্রেজার অব দ্য সিয়েরা মাদ্রে [৭]
১৯৪৯ জেমস হোয়াইটমোর কিনি ব্যাটলগ্রাউন্ড [৮]
বন্ধ

১৯৫০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেতা ...
বছর অভিনেতা ভূমিকা চলচ্চিত্র সূত্র
১৯৫০ এডমুন্ড গোয়েন স্কিপার মিলার মিস্টার ৮৮০ [৯]
এরিক ভন স্ট্রহাইম ম্যাক ভন মেয়ারলিং সানসেট বুলেভার
জর্জ স্যান্ডার্স এডিসন ডি উইট অল অ্যাবাউট ইভ
১৯৫১ পিটার ইউস্টিনফ নিরো কো ভাদিস [১০]
১৯৫২ মিলার্ড মিচেল জেমস কোনি মাই সিক্স কনভিক্টস [১১]
কার্ট কাৎজনার আঙ্কল লুইস বোনার্ড দ্য হ্যাপি টাইম
গিলবার্ট রোলান্ড ভিক্টর 'গচো' রিবেরা দ্য ব্যাড অ্যান্ড দ্য বিউটিফুল
১৯৫৩ ফ্রাঙ্ক সিনাত্রা অ্যাঞ্জেলো মাজিও ফ্রম হিয়ার টু ইটার্নিটি [১২]
১৯৫৪ এডমন্ড ওব্রায়েন অস্কার মালডুন দ্য বেয়ারফুট কনটেসা [১৩]
১৯৫৫ আর্থার কেনেডি বার্নি ট্রায়াল [১৪]
১৯৫৬ আর্ল হলিম্যান জিম কারি দ্য রেইনমেকার [১৫]
অস্কার হোমল্কা জেনারেল কুতুজভ ওয়ার অ্যান্ড পিস
অ্যান্থনি কুইন পল গোগাঁ লাস্ট ফর লাইফ
এডি আলবার্ট ক্যাপ্টেন ম্যাকলিন দ্য টিহাউজ অব দি অগাস্ট মুন
এলি ওয়ালাচ সিলভা ভাকাররো বেবি ডল
১৯৫৭ রেড বাটন্স জো কেলি সায়োনারা [১৬]
এড উইন পল বিজলি দ্য গ্রেট ম্যান
নাইজেল প্যাট্রিক প্রফেসর জেরুসালেম ওয়েবস্টার স্টাইলস রেইনট্রি কাউন্টি
লি জে. কব জুরি ৩ টুয়েলভ অ্যাংরি মেন
সেস্যু হায়াকাওয়া কর্নেল সাইতো দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই
১৯৫৮ বার্ল আইভস রুফাস হেনাসি দ্য বিগ কান্ট্রি [১৭]
এফ্রেম জিমবালিস্ট জুনিয়র জ্যাকব "জেক" ডায়মন্ড হোম বিফোর ডার্ক
গিগ ইয়ং হ্যুুগো পাইন টিচার্স পেট
ডেভিড ল্যাড ডেভিড চ্যান্ডলার দ্য প্রাউড রেবেল
হ্যারি গুয়ার্দিনো আঞ্জেলো দোনাতেল্লো হাউজবোট
১৯৫৯ স্টিভেন বয়েড মেসালা বেন-হার [১৮]
জোসেফ এন. ওয়েলচ জাজ উইভার অ্যানাটমি অব আ মার্ডার
টনি র‍্যান্ডল জোনাথন ফোর্বস পিলো টক
ফ্রেড অ্যাস্টেয়ার জুলিয়ান অসবর্ন অন দ্য বিচ
রবার্ট ভন চেস্টার "চেস্ট" গুইন দ্য ইয়াং ফিলাডেলফিয়ানস
বন্ধ

১৯৬০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেতা ...
বছর অভিনেতা ভূমিকা চলচ্চিত্র সূত্র
১৯৬০ সাল মিনেও ডন লান্ডাউ এক্সোডস [১৯]
১৯৬১ জর্জ শাকিরি বার্নার্ড ওয়েস্ট সাইড স্টোরি [২০]
১৯৬২ ওমর শরিফ শরিফ আলি লরেন্স অব অ্যারাবিয়া [২১]
১৯৬৩ জন হিউস্টন কার্ডিনাল গ্লেনন দ্য কার্ডিনাল [২২]
১৯৬৪ এডমন্ড ওব্রায়েন সিনেটর রে ক্লার্ক সেভেন ডেজ ইন মে [২৩]
১৯৬৫ অস্কার ভের্নার ফিডলার দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড [২৪]
১৯৬৬ রিচার্ড অ্যাটনবারা ফ্রেঞ্চি বার্জোয়ান দ্য স্যান্ড পেবলস্‌ [২৫]
১৯৬৭ রিচার্ড অ্যাটনবারা আলবার্ট ব্লোজম ডক্টর ডুলিটল [২৬]
১৯৬৮ ড্যানিয়েল ম্যাসি নোয়েল কাওয়ার্ড স্টার! [২৭]
১৯৬৯ গিগ ইয়ং রকি দে শুট হর্সেজ, ডোন্ট দে? [২৮]
বন্ধ

১৯৭০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেতা ...
বছর অভিনেতা ভূমিকা চলচ্চিত্র সূত্র
১৯৭০ জন মিলস মাইকেল রায়ান্‌স ডটার [২৯]
চিফ ড্যান জর্জ ওল্ড লজ স্কিনস লিটল বিগ ম্যান
জন মার্লি ফিল ক্যাভালেরি লাভ স্টোরি
জর্জ কেনেডি জো প্যাট্রনি এয়ারপোর্ট
ট্রেভর হাওয়ার্ড ফাদার কলিন্স রায়ান্‌স ডটার
১৯৭১ বেন জনসন স্যাম দ্য লায়ন দ্য লাস্ট পিকচার শো [৩০]
১৯৭২ জোয়েল গ্রে মাস্টার অফ সিরেমনি কাবারেট [৩১]
১৯৭৩ জন হাউজম্যান চার্লস ডব্লিউ. কিংসফিল্ড, জুনিয়র দ্য পেপার চেজ [৩২]
১৯৭৪ ফ্রেড অ্যাস্টেয়ার হার্লি ক্লেইবর্ন দ্য টাওয়ারিং ইনফার্নো [৩৩]
১৯৭৫ রিচার্ড বেঞ্জামিন বেন ক্লার্ক দ্য সানশাইন বয়েজ [৩৪]
১৯৭৬ লরন্স অলিভিয়ে ক্রিশ্চিয়ান জেল ম্যারাথন ম্যান [৩৫]
১৯৭৭ পিটার ফার্থ অ্যালান স্ট্যাং ইকুয়াস [৩৬]
আলেক গিনেজ অবি-ওয়ান কেনোবি স্টার ওয়ার্স
জেসন রবার্ডস ড্যাশিয়েল হ্যামেট জুলিয়া
মিখাইল বারিশনিকভ ইউরি কোপেইকিন দ্য টার্নিং পয়েন্ট
ম্যাক্সিমিলিয়ান শেল ইয়োহান জুলিয়া
১৯৭৮ জন হার্ট ম্যাক্স মিডনাইট এক্সপ্রেস [৩৭]
১৯৭৯ মেলভিন ডগলাস বেঞ্জামিন র‍্যান্ড বিয়িং দেয়ার [৩৮]
রবার্ট ডুভল বিল কিলগোরে অ্যাপোক্যালিপ্স নাউ
জাস্টিন হেনরি বিলি ক্রেমার ক্রেমার ভার্সেস ক্রেমার
ফ্রেডরিক ফরেস্ট হাস্টন ডায়ার দ্য রোজ
লরন্স অলিভিয়ে জুলিয়াস আ লিটল রোম্যান্স
বন্ধ

১৯৮০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেতা ...
বছর অভিনেতা ভূমিকা চলচ্চিত্র সূত্র
১৯৮০ টিমোথি হাটন কনরাড জ্যারেট অর্ডিনারি পিপল [৩৯]
১৯৮১ জন গিলগুড হবসন আর্থার [৪০]
১৯৮২ লুইস গসেট জুনিয়র এমিল ফলি অ্যান অফিসার অ্যান্ড আ জেন্টলম্যান [৪১]
১৯৮৩ জ্যাক নিকোলসন গ্যারেট ব্রেডলাভ টার্মস অব এনডিয়ারমেন্ট [৪২]
১৯৮৪ হাইং এস. গর ডিথ প্র্যান দ্য কিলিং ফিল্ডস [৪৩]
১৯৮৫ ক্লাউস মারিয়া ব্রানডাউয়া ব্রর ফন ব্লিক্সেন-ফিনেক আউট অব আফ্রিকা [৪৪]
১৯৮৬ টম বেরেঞ্জার সার্জেন্ট বার্নস প্লাটুন [৪৫]
১৯৮৭ শন কনারি জিম ম্যালোন দ্য আনটাচেবলস্‌ [৪৬]
১৯৮৮ মার্টিন ল্যান্ডাউ অ্যাবি কারাৎজ টাকার: দ্য ম্যান অ্যান্ড হিজ ড্রিম [৪৭]
১৯৮৯ ডেনজেল ওয়াশিংটন প্রাইভেট ট্রিপ গ্লোরি [৪৮]
বন্ধ

১৯৯০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেতা ...
বছর অভিনেতা ভূমিকা চলচ্চিত্র সূত্র
১৯৯০ ব্রুস ডেভিসন ডেভিড লংটাইম কম্প্যানিয়ন [৪৯]
১৯৯১ জ্যাক প্যালেন্স কার্লি ওয়াশবার্ন সিটি স্লিকার্স [৫০]
১৯৯২ জিন হ্যাকম্যান বিল ড্যাগেট আনফরগিভেন [৫১]
১৯৯৩ টমি লি জোন্স স্যামুয়েল জেরার্ড দ্য ফিউজিটিভ [৫২]
১৯৯৪ মার্টিন ল্যান্ডাউ বেল লাগোসি এড উড [৫৩]
১৯৯৫ ব্র্যাড পিট জেফ্রি গোয়েন্স টুয়েলভ মাঙ্কিজ [৫৪]
১৯৯৬ এডওয়ার্ড নর্টন অ্যারন স্ট্যাম্পলার প্রাইমাল ফিয়ার [৫৫]
১৯৯৭ বার্ট রেনল্ডস জ্যাক হর্নার বুগি নাইটস [৫৬]
১৯৯৮ এড হ্যারিস ক্রিস্টফ দ্য ট্রুম্যান শো [৫৭]
১৯৯৯ টম ক্রুজ ফ্রাঙ্ক টি.জে. ম্যাকি ম্যাগনোলিয়া [৫৮]
বন্ধ

২০০০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেতা ...
বছর অভিনেতা ভূমিকা চলচ্চিত্র সূত্র
২০০০ বেনেসিও দেল তোরো হাভিয়ের রদ্রিগেজ ট্রাফিক [৫৯]
অ্যালবার্ট ফিনি এডওয়ার্ড এল. মাস্রি এরিন ব্রকভিচ
উইলেম ডাফো ম্যাক্স শ্রেক শ্যাডো অব দ্য ভ্যাম্পায়ার
জেফ ব্রিজেস জ্যাকসন ইভান্স দ্য কন্টেন্ডার
হোয়াকিন ফিনিক্স কমোডাস গ্ল্যাডিয়েটর
২০০১ জিম ব্রডবেন্ট জন বেলি আইরিস [৬০]
জন ভইট হাউয়ার্ড কোসেল আলি
জ্যুড ল গিগোলো জো এ.আই. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
বেন কিংসলি ডন লোগান সেক্সি বিস্ট
স্টিভ বুসেমি সেমোর গোস্ট ওয়ার্ল্ড
হেইডেন ক্রিস্টেনসেন স্যাম মনরো লাইফ অ্যাজ আ হাউজ
২০০২ ক্রিস কুপার জন ল্যারোচ অ্যাডাপ্টেশন [৬১]
এড হ্যারিস রিচার্ড "রিচি" ব্রাউন দি আওয়ার্স
ডেনিস কোয়াইড ফ্র্যাঙ্ক হুইটেকার ফার ফ্রম হেভেন
পল নিউম্যান জন রুনি রোড টু প্রেডিকশন
জন সি. রেইলি অ্যামস হার্ট শিকাগো
২০০৩ টিম রবিন্স ডেভ বয়েল মিস্টিক রিভার [৬২]
আলেক বল্ডউইন শেলি ক্যাপলো দ্য কুলার
অ্যালবার্ট ফিনি এড ব্লুম বিগ ফিশ
উইলিয়াম এইচ. ম্যাসি "টিক টক" ম্যাকলাফলিন সিবিস্কুট
কেন ওয়াতানাবে লর্ড মরিতসুগু কাতসুমতো দ্য লাস্ট সামুরাই
পিটার সার্জগার্ড চাক লেন শ্যাটারড গ্লাস
২০০৪ ক্লাইভ ওয়েন ল্যারি গ্রে ক্লোজার [৬৩]
ডেভিড ক্যারাডাইন বিল কিল বিল ভলিউম টু
টমাস হ্যাডেন চার্চ জ্যাক কোলে সাইডওয়েজ
জেমি ফক্স ম্যাক্স ডুরোচার কোল্যাটেরাল
মরগান ফ্রিম্যান এডি "স্ক্র্যাপ-আয়রন" ডুপ্রিস মিলিয়ন ডলার বেবি
২০০৫ জর্জ ক্লুনি বব বার্নস সিরিয়ানা [৬৪]
উইল ফেরল ফ্রানৎস লাইবকিন্ড দ্য প্রডিউসার্স
পল জিয়ামাটি জো গোল্ড সিনড্রেলা ম্যান
বস হসকিন্স ভিভিয়ান ভ্যান ড্যাম মিসেস হেন্ডারসন প্রেজেন্টস
ম্যাট ডিলন অফিসার জন রায়ান ক্র্যাশ
২০০৬ এডি মার্ফি জেমস আর্লি ড্রিমগার্লস [৬৫]
জ্যাক নিকোলসন ফ্রাংক কস্টেলো দ্য ডিপার্টেড
বেন অ্যাফ্লেক জর্জ রিভস হলিউডল্যান্ড
ব্র্যাড পিট রিচার্ড জোন্স বাবেল
মার্ক ওয়ালবার্গ স্টাফ সার্জেন্ট শন ডিগনাম দ্য ডিপার্টেড
২০০৭ হাভিয়ের বারদেম আন্তন শিগুর নো কান্ট্রি ফর ওল্ড মেন [৬৬]
কেসি অ্যাফ্লেক রবার্ট ফোর্ড দি অ্যাস্যাসিনেশন অব জেসি জেমস বাই দ্য কাওয়ার্ড রবার্ট ফোর্ড
জন ট্রাভোল্টা এডনা টার্নব্ল্যাড হেয়ারস্প্রে
টম উইলকিনসন আর্থার এডেনস মাইকেল ক্লেটন
ফিলিপ সিমোর হফম্যান গাস্ত আভ্রাকটস চার্লি উইলসন্স ওয়ার
২০০৮ হিথ লেজার (মরণোত্তর) দ্য জোকার দ্য ডার্ক নাইট [৬৭]
রবার্ট ডাউনি জুনিয়র কার্ক লাজারাস ট্রপিক থান্ডার
টম ক্রুজ লেস গ্রসম্যান
ফিলিপ সিমোর হফম্যান ফাদার ব্রেন্ডন ফ্লিন ডাউট
রেফ ফাইঞ্জ উইলিয়াম ক্যাভেন্ডিস দ্য ডাচেস
২০০৯ ক্রিস্টফ ভালৎজ কর্নেল হান্স লান্ডা ইনগ্লোরিয়াস বাস্টার্ডস [৬৮]
উডি হ্যারেলসন ক্যাপ্টেইন টনি স্টোন দ্য মেসেঞ্জার
ক্রিস্টোফার প্লামার লিও তলস্তয় দ্য লাস্ট স্টেশন
ম্যাট ডেমন ফ্রাঙ্কোইস পিয়েনার ইনভিক্টাস
স্ট্যানলি টুচি জর্জ হার্ভি দ্য লাভলি বোনস
বন্ধ

২০১০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেতা ...
বছর অভিনেতা ভূমিকা চলচ্চিত্র সূত্র
২০১০ ক্রিশ্চিয়ান বেল ডিকি একলুন্ড দ্য ফাইটার [৬৯]
অ্যান্ড্রু গারফিল্ড এদুয়ার্দো সাভেরিন দ্য সোশ্যাল নেটওয়ার্ক
জেফ্রি রাশ লিওনেল লগ দ্য কিংস স্পিচ
জেরেমি রেনার জেমস "জেম" কলিন দ্য টাউন
মাইকেল ডগলাস গর্ডন গেকো ওয়াল স্ট্রিট: মানি নেভার স্লিপস
২০১১ ক্রিস্টোফার প্লামার হাল ফিল্ডস বিগিনার্স [৭০]
অ্যালবার্ট ব্রুক্স বার্নি রোজ ড্রাইভ
কেনেথ ব্র্যানা লরন্স অলিভিয়ে মাই উয়িক উইথ মেরিলিন
জোনা হিল পিটার ব্র্যান্ড মানিবল
ভিগো মর্টনসন সিগমুন্ড ফ্রয়েড আ ডেঞ্জারাস মেথড
২০১২ ক্রিস্টফ ভালৎজ ডঃ কিং শুলৎজ জ্যাঙ্গো আনচেইন্ড [৭১]
অ্যালান আর্কিন লেস্টার সিগেল আর্গো
লিওনার্দো ডিক্যাপ্রিও ক্যালভিন জে. ক্যান্ডি জ্যাঙ্গো আনচেইন্ড
ফিলিপ সিমোর হফম্যান ল্যাঙ্কেস্টার ডড দ্য মাস্টার
টমি লি জোন্স থাডেয়াস স্টিভেনস লিংকন
২০১৩ জ্যারেড লেটো রায়ান ডালাস বায়ার্স ক্লাব [৭২]
ড্যানিয়েল ব্রুল নিকি লডা রাশ
বারখাদ আবদি আব্দুওয়ালি মুসা ক্যাপ্টেন ফিলিপস
ব্র্যাডলি কুপার রিচার্ড "রিচি" ডিমাসো আমেরিকান হাসল
মাইকেল ফাসবেন্ডার এডউইন এপস টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ
২০১৪ জে. কে. সিমন্স টেরেন্স ফ্লেচার হুইপল্যাশ [৭৩]
ইথান হক ম্যাসন ইভানস সিনিয়র বয়হুড
এডওয়ার্ড নর্টন মাইক শাইনার বার্ডম্যান
মার্ক রাফালো ডেভিড সুল্টজ ফক্সক্যাচার
রবার্ট ডুভল জোসেফ পালমার দ্য জাজ
২০১৫ সিলভেস্টার স্ট্যালোন রকি বালবোয়া ক্রিড [৭৪]
ইদ্রিস এলবা কমান্ড্যান্ট বিস্টস অব নো নেশন
পল ড্যানো ব্রায়ান উইলসন লাভ অ্যান্ড মার্সি
মাইকেল শ্যানন রিক কারভার নাইন্টি নাইন হোমস
মার্ক রাইল্যান্স রুডলফ আবেল ব্রিজ অব স্পাইজ
২০১৬ অ্যারন টেলর-জনসন রে মার্কাস নকচার্নাল অ্যানিমেলস্‌ [৭৫]
জেফ ব্রিজেস মার্কাস হ্যামিলটন হেল অর হাই ওয়াটার
দেব প্যাটেল সারু ব্রায়ার্লি লায়ন
মাহারশালা আলি হুয়ান মুনলাইট
সিমন হেলবার্গ কসমি ম্যাকমুন ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স
২০১৭ স্যাম রকওয়েল জ্যাসন ডিক্সন থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজুরি [৭৬]
আর্মি হ্যামার অলিভার কল মি বাই ইওর নেম
উইলেম ডাফো ববি হিকস দ্য ফ্লোরিডা প্রজেক্ট
ক্রিস্টোফার প্লামার জে. পল গেটি অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড
রিচার্ড জেনকিন্স জাইলস দ্য শেপ অব ওয়াটার
২০১৮ মাহারশালা আলি ডন শার্লি গ্রিন বুক [৭৭]
অ্যাডাম ড্রাইভার ফ্লিপ জিমারম্যান ব্ল্যাকক্লান্সম্যান
টিমাথি শালামে নিক শেফ বিউটিফুল বয়
রিচার্ড ই. গ্র্যান্ট জ্যাক হক ক্যান ইউ এভার ফরগিভ মি?
স্যাম রকওয়েল জর্জ ডব্লিউ. বুশ ভাইস
২০১৯ ব্র্যাড পিট ক্লিফ বুথ ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড [৭৮]
আল পাচিনো জিমি হফা দি আইরিশম্যান
অ্যান্থনি হপকিন্স পোপ ষোড়শ বেনেডিক্ট দ্য টু পোপস
জো পেশি রাসেল বাফালিনো দি আইরিশম্যান
টম হ্যাঙ্কস ফ্রেড রজার্স আ বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড
বন্ধ

২০২০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেতা ...
বছর অভিনেতা ভূমিকা চলচ্চিত্র সূত্র
২০২০ ড্যানিয়েল কালুইয়া ফ্রেড হ্যাম্পটন জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়া [৭৯]
জ্যারেড লেটো অ্যালবার্ট স্পার্মা দ্য লিটল থিংস
বিল মারি ফেলিক্স কিন অন দ্য রকস
লেসলি ওডম জুনিয়র স্যাম কুক ওয়ান নাইট ইন মায়ামি
সাশা ব্যারন কোহেন অ্যাবি হফম্যান দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন
২০২১ কোডি স্মিট-ম্যাকফি পিটার গর্ডন দ্য পাওয়ার অব দ্য ডগ [৮০]
কিয়ারান হাইন্ডজ পপ বেলফাস্ট
জেমি ডরনান পা
ট্রয় কটসুর ফ্রাঙ্ক রসি কোডা
বেন অ্যাফ্লেক চার্লি ম্যাগুয়ার দ্য টেন্ডার বার
২০২২ কি হুই কোয়ান ওয়েমন্ড ওয়াং এভরিথিং এভরিওয়েআর অল অ্যাট ওয়ান্স [৮১]
এডি রেডমেইন চার্লস "চার্লি" কুলেন দ্য গুড নার্স
ব্র্যাড পিট জ্যাক কনরাড ব্যাবিলন
ব্যারি কিয়োগান ডমিনিক কিয়ার্নি দ্য ব্যানশিজ অব ইনিশেরিন
ব্রেন্ডান গ্লিসন কোম ডোহার্টি
২০২৩ রবার্ট ডাউনি জুনিয়র লুইস স্ট্রজ অপেনহাইমার [৮২]
উইলেম ডাফো ডক্টর গডউইন ব্যাক্সটার পুওর থিংস
চার্লস মেল্টন জো ইয়ু মে ডিসেম্বর
মার্ক রাফালো ডানকান ওয়েডারবার্ন পুওর থিংস
রবার্ট ডি নিরো উইলিয়াম কিং হেল কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন
রায়ান গসলিং কেন বার্বি
বন্ধ

একাধিক বিজয়

২ বার

দুয়ের অধিক মনোনয়ন

৩ বার
৪ বার
৫ বার

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.