Remove ads
আমেরিকান নৃত্যশিল্পী, অভিনেতা ও গায়ক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ফ্রেড অ্যাস্টেয়ার[১] (ইংরেজি: Fred Astaire) নামে পরিচিত ফ্রেডেরিক অস্টারলিৎজ[২] (ইংরেজি: Frederick Austerlitz; ১০ই মে ১৮৯৯ - ২২শে জুন ১৯৮৭) ছিলেন একজন মার্কিন নৃত্যশিল্পী, গায়ক, অভিনেতা, নৃত্য পরিচালক ও টেলিভিশন উপস্থাপক। তাকে চলচ্চিত্র ও টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী নৃত্যশিল্পীদের একজন বলে বিবেচনা করা হয়।
ফ্রেড অ্যাস্টেয়ার | |
---|---|
Fred Astaire | |
জন্ম | ফ্রেডেরিক অস্টারলিৎজ ১০ মে ১৮৯৯ ওমাহা, নেব্রাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২২ জুন ১৯৮৭ ৮৮) লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
সমাধি | ওকউড মেমোরিয়াল পার্ক সিমেট্রি, ক্যালিফোর্নিয়া |
জাতীয়তা | মার্কিন |
পেশা | নৃত্যশিল্পী, গায়ক, অভিনেতা, নৃত্য পরিচালক, উপস্থাপক |
কর্মজীবন | ১৯০৪-১৯৮১ |
দাম্পত্য সঙ্গী | ফিলিস লিভিংস্টন পটার (বি. ১৯৩৩; মৃ. ১৯৫৪) রবিন স্মিথ (বি. ১৯৮০) |
সন্তান | ২ |
আত্মীয় | অ্যাডেল অ্যাস্টেয়ার (বোন) |
পুরস্কার | পূর্ণ তালিকা |
মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন পর্দায় তার কর্মজীবনের ব্যপ্তি মোট ৭৬ বছর। এই দীর্ঘ সময়ে তিনি ১০টির বেশি ব্রডওয়ে ও লন্ডন সঙ্গীতধর্মী মঞ্চনাটক, ৩১টি সঙ্গীতধর্মী চলচ্চিত্র, ৪টি বিশেষ টেলিভিশন অনুষ্ঠান ও অসংখ্য রেকর্ডিং করেছেন। নৃত্যশিল্পী হিসেবে তার তাল, পরিপূর্ণতা, এবং তার নৃত্য যুগল ও পর্দায় প্রণয়ী জিঞ্জার রজার্সের সাথে তার রসায়নের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। রজার্সের সাথে তিনি হলিউডের দশটি সঙ্গীতধর্মী চলচ্চিত্রে অভিনয় করেছেন। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট তাদের ১০০ বছর... ১০০ তারকা তালিকায় তাকে পঞ্চম সেরা ধ্রুপদী হলিউড চলচ্চিত্র শিল্পের পুরুষ তারকার স্থান দিয়েছে।[৩][৪]
ফ্রেড অ্যাস্টেয়ার ১৮৯৯ সালের ১০ই মে নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম ফ্রেডরিক অস্টারলিৎজ। তার মাতা জোহানা "অ্যান" (জন্মনাম: জেইলাস; ১৮৭৮-১৯৭৫) এবং পিতা ফ্রিডরিখ "ফ্রিৎজ" এমানুয়েল অস্টারলিৎজ (১৮৬৮-১৯২৩) মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্রেডরিক অস্টারলিৎজ নামে পরিচিত ছিলেন।[৫][৬][৭][৮] তার মাতা মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্ব প্রুশিয়া ও আলসেস থেকে আগত লুথারীয় জার্মান অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা তৎকালীন অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের অংশ আপার অস্ট্রিয়ার লিনৎসে এক ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পরবর্তীকালে ইহুদিধর্মে দীক্ষিত হন।[৫][৯][১০][১১]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.