Loading AI tools
মার্কিন অভিনেতা (১৯১৫-১৯৮৫) উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
এডমন্ড ওব্রায়েন (ইংরেজি: Edmond O'Brien; ১০ই সেপ্টেম্বর ১৯১৫ - ৯ই মে ১৯৮৫) ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি ১৯৪০ থেকে ১৯৭০-এর দশকে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাকে বেশিরভাগ ক্ষেত্রেই পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি একটি একাডেমি পুরস্কার ও দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছেন।
এডমন্ড ওব্রায়েন | |
---|---|
Edmond O'Brien | |
জন্ম | ইয়ামন জোসেফ ওব্রায়েন ১০ সেপ্টেম্বর ১৯১৫ |
মৃত্যু | ৯ মে ১৯৮৫ ৬৯) ইংগলউড, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
মৃত্যুর কারণ | আলৎসহাইমারের রোগ |
সমাধি | হলিক্রস সিমেট্রি, কালভার সিটি, ক্যালিফোর্নিয়া |
জাতীয়তা | মার্কিন |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৩৬-১৯৭৪ |
দাম্পত্য সঙ্গী | ন্যান্সি কেলি (বি. ১৯৪১; বিচ্ছেদ. ১৯৪২) ওলগা সান জুয়ান (বি. ১৯৪৮; বিচ্ছেদ. ১৯৭৬) |
সন্তান | ৩ |
পুরস্কার | একাডেমি পুরস্কার (১ বার) গোল্ডেন গ্লোব পুরস্কার (২ বার) |
নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী ওব্রায়েন ফোর্ডহাম বিশ্ববিদ্যালয়ে ছয় মাস পড়াশুনার পর বৃত্তি নিয়ে নেইবারহুড প্লেহাউজ স্কুল অব থিয়েটারে ভর্তি হন। সেখানে অভিনয় বিষয়ে পড়াশুনা করার পর তার ব্রডওয়ে মঞ্চনাটকে অভিষেক হয়। ১৯৩৯ সালে দ্য হাঞ্চব্যাক অব নটর ডেম দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। তার পরবর্তী উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল দ্য কিলারস (১৯৪৬), হোয়াইট হিট (১৯৪৯), ডি.ও.এ. (১৯৪৯), জুলিয়াস সিজার (১৯৫৩), নাইন্টিন এইটি ফোর (১৯৫৬), দ্য গার্ল ক্যান্ট হেল্প ইট (১৯৫৬), দ্য ম্যান হু শট লিবার্টি ভ্যালেন্স (১৯৬১), এবং দ্য ওয়াইল্ড বাঞ্চ (১৯৬৯)। তিনি দ্য বেয়ারফুট কনটেসা (১৯৫৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন এবং সেভেন ডেজ ইন মে (১৯৬৪) চলচ্চিত্রে তার কাজের জন্য অপর একটি গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন এবং একাডেমি পুরস্কারে মনোনীত হন।
ইয়ামন জোসেফ ওব্রায়েন[1] ১৯১৫ সালের ১০ই সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতা জেমস ওব্রায়েন ও মাতা আইনেসের সাত সন্তানের সর্বকনিষ্ঠ সন্তান। তিনি ইংরেজ ও আইরিশ বংশোদ্ভূত। তার চার বছর বয়সে তার পিতা মারা যান।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.