Loading AI tools
ইংরেজ অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
এডওয়ার্ড জন ডেভিড "এডি" রেডমেইন ওবিই (জন্ম: ৬ জানুয়ারি, ১৯৮২) হলেন একজন ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। তিনি ট্রিনিটি কলেজ, কেমব্রিজ-এ ইতিহাস বিষয়ে পড়াকালীন মডেলিং শুরু করেন। রেডমেইন ওয়েস্ট এন্ড থিয়েটারে মঞ্চ অভিনয়ের মাধ্যমে তার পেশাদারী কর্মজীবন শুরু করেন এবং ১৯৯৮ সালে টেলিভিশনে অভিনয় শুরু করেন। তার ২০০৬ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন লাইক মাইন্ডস্ ও দ্য গুড শেপার্ড চলচ্চিত্রে অভিনয় দিয়ে। পরে তিনি স্যাভেজ গ্রেস (২০০৭), এলিজাবেথ: দ্য গোল্ডেন এজ (২০০৭) ও দ্য আদার বলেইন গার্ল (২০০৮) চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন।
এডি রেডমেইন | |
---|---|
Eddie Redmayne | |
জন্ম | এডওয়ার্ড জন ডেভিড রেডমেইন ৬ জানুয়ারি ১৯৮২ ওয়েস্টমিনিস্টার, লন্ডন, ইংল্যান্ড |
শিক্ষা | ইতিহাস |
মাতৃশিক্ষায়তন | ট্রিনিটি কলেজ, কেমব্রিজ |
পেশা | মডেল, অভিনেতা |
কর্মজীবন | ১৯৯৮-বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | দ্য থিওরি অভ এভরিথিং |
দাম্পত্য সঙ্গী | হান্নাহ ব্রাগশ (বি. ২০১৪) |
সন্তান | আইরিস মেরি (মেয়ে) |
পিতা-মাতা | রিচার্ড রেডমেইন (পিতা) প্যাট্রিশিয়া (মাতা) |
পুরস্কার | পূর্ণ তালিকা |
রেডমেইন ২০০৯-১০ সালে রেড ও ২০১১-১২ সালে দ্বিতীয় রিচার্ড মঞ্চনাটকে অভিনয় করেন। রেড নাটকে অভিনয়ের জন্য তিনি সেরা মঞ্চ অভিনেতা হিসেবে টনি পুরস্কার লাভ করেন। তার চলচ্চিত্রে প্রথম সেরা কাজ হল জীবনীমূলক নাট্য চলচ্চিত্র মাই উয়িক উইথ মেরিলিন (২০১১) এবং সঙ্গীতধর্মী লে মিজেরাবল (২০১২)। ২০১৪ সালে তিনি ইংরেজ পদার্থ বিজ্ঞানি স্টিভেন হকিংয়ের ভূমিকায় দ্য থিওরি অভ এভরিথিং চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার[1], গোল্ডেন গ্লোব পুরস্কার ও বাফটা পুরস্কার অর্জন করেন। পরের বছর তিনি দ্য ডেনিশ গার্ল ছবিতে প্রথম যৌন রূপান্তরকারী সার্জারিকারী লিলি এলবির ভূমিকায় অভিনয় করেন এবং শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার ও বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১৬ সালে তিনি ফ্যান্টাসি চলচ্চিত্র ফ্যান্ট্যাস্টিক বিস্ট্স অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম-এ অভিনয় করেন।
রেডমেইন ১৯৮২ সালের ৬ জানুয়ারি লন্ডনের ওয়েস্টমিনিস্টারে জন্মগ্রহণ করেন।[2] তার মাতা প্যাট্রিশিয়া (বার্কি) একজন ব্যবসায়ী এবং পিতা রিচার্ড রেডমেইন একজন কর্পোরেট ফিন্যান্সের একজন ব্যবসায়ী।[3] তার প্র-পিতামহ স্যার রিচার্ড রেডমেইন ছিলেন একজন সিভিল ও মাইনিং প্রকৌশলী। তার একজন বড় ভাই ও ছোট ভাই এবং একজন বড় সৎভাই ও একজন সৎবোন রয়েছে।[4]
রেডমেইন ইটন হাউজ, কলেট কোর্ট ও ইটন কলেজে পড়াশুনা করেন। ইটন কলেজে তিনি প্রিন্স উইলিয়ামের সাথে একই বর্ষে ছিলেন।[5] তিনি ট্রিনিটি কলেজ, কেমব্রিজ-এ ইতিহাস বিষয়ে পড়াশুনা করেন এবং ২০০৩ সালে স্নাতক সম্মান লাভ করেন।[6] বর্ণান্ধ হওয়া সত্বেও রেডমেইন তার গবেষণাপত্র লিখেন ইভ্স ক্লাইনের আন্তর্জাতিক ক্লাইন নীল রঙে।[7]
রেডমেইন ২০০৬ সালে তার প্রথম চলচ্চিত্র লাইক মাইন্ডস্-এ অভিনয় করেন। তাকে অভিনয়শিল্পী নির্বাচনকারী পরিচালক লুসি বেভান গোট্স নামক মঞ্চনাটক দেখে এই চলচ্চিত্রের জন্য নির্বাচন করেন।[8] পরবর্তীতে তিনি দ্য গুড শেপার্ড (২০০৬), স্যাভেজ গ্রেস (২০০৭), এলিজাবেথ: দ্য গোল্ডেন এজ (২০০৭), দ্য আদার বলেইন গার্ল (২০০৮), পাওডার ব্লু (২০০৮), গ্লোরিয়াস থার্টি নাইন (২০০৯) ও হিক (২০১১) চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। ২০১০ সালে তিনি ক্রিস্টোফার স্মিথের অতিপ্রাকৃত গথিকধর্মী ব্ল্যাক ডেথ ছবিতে অসমুন্ড চরিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেন।[9] একই বছরের ২৬ ফেব্রুয়ারি স্যামুয়েল গোল্ডউইন ফিল্মস থেকে তার ২০০৮ সালে করা দ্য ইয়েলো হ্যান্ডকারচিফ ছবিটি মুক্তি দেওয়া হয়।[10][11]
তিনি ২০১১ সালে চলচ্চিত্র নির্মাতা কলিন ক্লার্কের জীবনীমূলক নাট্য চলচ্চিত্র মাই উয়িক উইথ মেরিলিন ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন। পরের বছর তিনি সঙ্গীতধর্মী লে মিজেরাবল ছবিতে মারিউস পন্টমার্সি চরিত্রে অভিনয় করেন।[12][13]
২০১৪ সালে তিনি দ্য থিওরি অভ এভরিথিং চলচ্চিত্রে ইংরেজ পদার্থ বিজ্ঞানি স্টিভেন হকিংয়ের ভূমিকায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার, বাফটা পুরস্কার ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেন।[14][15]
২০১৫ সালের শুরুর দিকে তিনি জুপিটার অ্যাসেন্ডিং চলচ্চিত্রে বালেম অ্যাব্রাসাক্স চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটি নেতিবাচক সমালোচনা লাভ করে এবং তিনি তার অভিনয়ের জন্য সবচেয়ে বাজে পার্শ্ব অভিনেতা হিসেবে গোল্ডেন রাসবেরি পুরস্কার লাভ করেন।[16] একই বছর তিনি কার্ল হুপার পরিচালিত দ্য ডেনিশ গার্ল ছবিতে যৌন রূপান্তরকারী সার্জারির অগ্রদূত লিলি এলবির ভূমিকায় অভিনয় করেন।[17] এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি টানা দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার ও বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[18] এছাড়া তিনি টমাস অ্যান্ড ফ্রেন্ড্স চলচ্চিত্রের বিশেষ সডর্স লিজেন্ড অভ দ্য লস্ট ট্রেজার-এ রায়ান দ্য ট্যাঙ্ক ইঞ্জিন চরিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেন। রেডমেইন ২০১৫ সালে আইটিভির প্রামাণ্যচিত্র ওয়ার আর্ট উইথ এডি রেডমেইন উপস্থাপনা করেন।[19]
২০১৬ সালে রেডমেইন জে কে রাউলিং রচিত কাল্পনিক চলচ্চিত্র ফ্যান্ট্যাস্টিক বিস্ট্স অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম-এ নিউট স্ক্যামেন্ডার নামে একজন জাদুকর ও জাদুপ্রাণিবিদ চরিত্রে অভিনয় করেন।[20][21]
রেডমেইন ২০১৪ সালের ১৫ ডিসেম্বর হান্নাহ বাগশকে বিয়ে করেন। হান্নাহ একজন জনসংযোগ কর্মকর্তা।[22] তাদের একমাত্র মেয়ে আইরিস মেরি ২০১৬ সালের জুন মাসে জন্মগ্রহণ করেন।[23]
রেডমেইন ২০১৪ সালের আগস্ট মাসে তিনি চলচ্চিত্র শিক্ষা সংস্থা ইনটু ফিল্ম থেকে দূত পদে নিয়োগ লাভ করেন।[24] ২০১৫ সালে নাটকে অবদানের জন্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের অফিসার পদে নিয়োগ লাভ করেন।[25]
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে রেডমেইন লস অ্যাঞ্জেলেসের অসহায় এলজিবিটি যুবকদের হয়ে কথা বলেন।[26]
আসন্ন মুক্তি/নির্মানাধীন |
বছর | চলচ্চিত্রের শিরোনাম | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০০৬ | লাইক মাইন্ডস্ | আলেক্স ফোর্বস | গ্রেগরি রিড | |
দ্য গুড শেপার্ড | এডওয়ার্ড উইলসন জুনিয়র | রবার্ট ডি নিরো | ||
২০০৭ | স্যাভেজ গ্রেস | অ্যান্থনি বেকল্যাণ্ড | টম কালিন | |
এলিজাবেথ: দ্য গোল্ডেন এজ | অ্যান্থনি বাবিংটন | শেখর কাপুর | ||
২০০৮ | দ্য ইয়েলো হ্যান্ডকারচিফ | গোর্ডি | উদয়ন প্রসাদ | |
দ্য আদার বলেইন গার্ল | স্যার উইলিয়াম স্টাফোর্ড | জাস্টিন চ্যাডউইক | ||
পাওডার ব্লু | কোয়ার্টি ডুলিটল | টিমথি লিন বুই | ||
২০০৯ | গ্লোরিয়াস থার্টি নাইন | রাফ কায়েস | স্টিভেন পোলিয়াকফ | |
২০১০ | ব্ল্যাক ডেথ | অসমুন্ড | ক্রিস্টোফার স্মিথ | |
২০১১ | হিক | এডি ক্রিজার | ডেরিক মার্টিনি | |
মাই উইক উইথ মেরিলিন | কলিন ক্লার্ক | সিমন কার্টিস | ||
২০১২ | লে মিজেরাবল | মরিয়াস পন্টমার্সি | টম হুপার | |
২০১৪ | দ্য থিওরি অভ এভরিথিং | স্টিফেন হকিং | জেমস মার্শ | বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার |
২০১৫ | জুপিটার এসেন্ডিং | বালেম অ্যাব্রাসাক্স | দ্য ওয়াচোভ্স্কিস | |
টমাস অ্যান্ড ফ্রেন্ড্স সডোর্স লিজেন্ড অভ দ্য লস্ট ট্রেজার | রায়ান | ডেভিড স্টটেন | কণ্ঠ | |
দ্য ডেনিশ গার্ল | এইনার ওয়েজেনার/লিলি এলবি | টম হুপার | মনোনীত: শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার | |
২০১৬ | ফ্যান্ট্যাস্টিক বিস্ট্স অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম | নিউট স্ক্যামান্ডার | ডেভিড ইয়েটস | |
২০১৮ | আর্লি ম্যান | ডাগ | নিক পার্ক | কণ্ঠ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.