Loading AI tools
নাট্য চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
লিংকন হল স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ২০১২ সালের ঐতিহাসিক নাট্য চলচ্চিত্র। এতে মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন চরিত্রে অভিনয় করেন ড্যানিয়েল ডে-লুইস এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেন স্যালি ফিল্ড, ডেভিড স্ট্রাথেয়ার্ন, জোসেফ গর্ডন-লেভিট, জেমস স্পেডার, হ্যাল হলব্রুক, ও টমি লি জোন্স। চিত্রনাট্যটি ডরিস কেয়ার্নস গুডউইনের জীবনীমূলক টিম অব রাইভালস: দ্য পলিটিক্যাল জিনিয়াস অব আব্রাহাম লিংকন-এর ছায়া অবলম্বনে রচনা করেছেন টনি কুশনার।
লিংকন | |
---|---|
Lincoln | |
পরিচালক | স্টিভেন স্পিলবার্গ |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার | টনি কুশনার |
উৎস | ডরিস কেয়ার্নস গুডউইন কর্তৃক টিম অব রাইভালস: দ্য পলিটিক্যাল জিনিয়াস অব আব্রাহাম লিংকন |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | জন উইলিয়ামস |
চিত্রগ্রাহক | ইয়ানুস কামিনস্কি |
সম্পাদক | মাইকেল কান |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫০ মিনিট[২] |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র ভারত |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $৬৫ মিলিয়ন[৩] |
আয় | $২৭৫.৩ মিলিয়ন[৪] |
লিংকন চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে এর অভিনয় (বিশেষ করে ডে-লুইসের), স্পিলবার্গের পরিচলনা ও নির্মাণ গুণের জন্য বিপুল প্রশংসিত হয়। চলচ্চিত্রটি ৭০তম গোল্ডেন গ্লোব পুরস্কারে শ্রেষ্ঠ নাট্যধর্মী চলচ্চিত্র, ও শ্রেষ্ঠ পরিচালনা-সহ সাতটি বিভাগে মনোনয়ন লাভ করে এবং ডে-লুইস নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে পুরস্কৃত হন।[৫] এটি ৮৫তম একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালনা-সহ ১২টি বিভাগে মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ নির্মাণ পরিকল্পনা বিভাগে ও ডে-লুইস শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে পুরস্কৃত হন।[৬]
চলচ্চিত্রটি ব্যবসায়িক দিক থেকেও সফল হয়, এবং বক্স অফিসে ২৭৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।[৪] মুক্তির পর থেকে চলচ্চিত্রটিকে স্পিলবার্গের কর্মজীবনের অন্যতম সেরা চলচ্চিত্র এবং ২০১০-এর দশক ও ২১শ শতাব্দীর অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে গণ্য করা হচ্ছে।[৭][৮]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.