Loading AI tools
মার্কিন মোশন পিকচার্স পরিবেশনা কোম্পানি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ওয়াল্ট ডিজনি স্টুডিওজ মোশন পিকচার্স হলো একটি মার্কিন চলচ্চিত্র পরিবেশক, যা দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির মালিকানাধীন।[2] এটি ওয়াল্ট ডিজনি স্টুডিওজ, ওয়াল্ট ডিজনি এনিমেশন স্টুডিওজ, পিক্সার, মার্ভেল স্টুডিওজ, লুকাইফিল্ম, টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স, ফক্স সার্চলাইট পিকচার্স এবং ব্লু স্কাই স্টুডিওজ দ্বারা প্রযোজিত ও মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের জন্য প্রক্ষাগৃহ-বিষয়ক পরিবেশনা, বিপণন এবং প্রচারণার কাজ পরিচালনা করে।[3] কোম্পানি মূলত বুয়েনা ভিস্টা ফিল্ম ডিস্ট্রিবিউশন কোম্পানি, ইনকর্পোরেটেড হিসেবে ১৯৫৩ সালে প্রতিষ্ঠা করা হয় এবং পরবর্তীতে বুয়েনা ভিস্টা ডিস্ট্রিবিউশন কোম্পানি, ইনকর্পোরেটেড ও বুয়েনা ভিস্টা পিকচার্স ডিস্ট্রিবিউশন, ইনকর্পোরেটেড নামে নামকরণ করা হয়। বর্তমানে ব্যবহৃত নামটি ২০০৭ সালের এপ্রিলে থেকে ব্যবহার করা হয়।[3][4]
প্রাক্তন নাম |
|
---|---|
ধরন | বিভাগ |
শিল্প | মোশন পিকচার |
প্রতিষ্ঠাকাল | ২৩ জুন ১৯৫৩ |
প্রতিষ্ঠাতা | Roy O. Disney |
সদরদপ্তর | ৫০০ এস. বুয়েনা ভিস্টা রাস্তা, বরবংক, ক্যালিফোর্নিয়া , যুক্তরাষ্ট্র |
প্রধান ব্যক্তি | Cathleen Taff (President of theatrical distribution, franchise management and business & audience insight) Asad Ayaz (President of marketing)[1] |
পরিষেবাসমূহ | চলচ্চিত্র পরিবেশনা ও বিপণন |
মাতৃ-প্রতিষ্ঠান | ওয়াল্ট ডিজনি স্টুডিওজ |
বিভাগসমূহ |
|
অধীনস্থ প্রতিষ্ঠান |
|
ওয়েবসাইট | ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.