মার্কিন কৌতুকাভিনেতা, অভিনেতা, চিত্রনাট্যকার, গায়ক ও চলচ্চিত্র প্রযোজক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
এডওয়ার্ড রিগান মার্ফি (ইংরেজি: Edward Regan Murphy; জন্ম: ৩ এপ্রিল ১৯৬১)[২] হলেন একজন মার্কিন কৌতুকাভিনেতা, অভিনেতা, চিত্রনাট্যকার, গায়ক ও চলচ্চিত্র প্রযোজক। মার্ফি ১৯৮০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত স্যাটারডে নাইট লাইভ অনুষ্ঠানের নিয়মিত অভিনয়শিল্পীদের একজন ছিলেন। তিনি স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেতা হিসেবে অসংখ্য কাজ করেছেন এবং কমেডি সেন্ট্রাল-এর সর্বকালের সেরা স্ট্যান্ড-আপস তালিকায় তার অবস্থান ১০।
এডি মার্ফি | |
---|---|
Eddie Murphy | |
জন্ম | এডওয়ার্ড রিগান মার্ফি ৩ এপ্রিল ১৯৬১ |
জাতীয়তা | মার্কিন |
কর্মজীবন | ১৯৮০–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | নিকোল মিচেল (বি. ১৯৯৩; বিচ্ছেদ. ২০০৬) |
সঙ্গী | মেল বি (২০০৬–২০০৭) ট্রেসি এডমন্ডস (২০০৮) পেইজ বুচার (২০১২–বর্তমান) |
সন্তান | ১০[১] |
আত্মীয় | চার্লি মার্ফি (ভাই) |
কৌতুকাভিনয় কর্মজীবন | |
মাধ্যম | চলচ্চিত্র, টেলিভিশন, স্ট্যান্ড-আপ, সঙ্গীত |
ধরন | পর্যবেক্ষণমূলক কৌতুকাভিনয়, সঙ্গীতধর্মী রম্য, ব্লু কমেডি, ব্ল্যাক কমেডি, রাজনৈতিক ব্যঙ্গ, ফিজিক্যাল কমেডি, ক্রিঞ্জ কমেডি, ইনসাল্ট কমেডি |
বিষয়(সমূহ) | আফ্রো-মার্কিন সংস্কৃতি, জাতিগোষ্ঠীর সম্পর্ক, বর্ণবাদ, বিবাহ, যৌনতা, প্রাত্যহিক জীবন, জনপ্রিয় সংস্কৃতি, সমকালীন ঘটনাবলি |
চলচ্চিত্রে অভিনয়ের জন্য মার্ফি একটি একাডেমি পুরস্কার ও একটি বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন এবং পাঁচটি মনোনয়ন থেকে একটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও দুটি মনোনয়ন থেকে একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেছেন। তিনি ফোর্টি এইট আওয়ার্স (১৯৮২) চলচ্চিত্রে অভিনয় করে সেরা নবাগত অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন এবং ট্রেডিং প্লেসেস (১৯৮৩), বেভারলি হিল কপ (১৯৮৪) ও দ্য নাটি প্রফেসর (১৯৯৬) চলচ্চিত্রে অভিনয় করে সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০০১ সালে শ্রেক চলচ্চিত্রে ডঙ্কি চরিত্রে কণ্ঠ প্রদান করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এখন পর্যন্ত মার্ফিই একমাত্র ব্যক্তি, যিনি কণ্ঠ অভিনয়ের জন্য বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০০৬ সালে ড্রিমগার্লস চলচ্চিত্রে গায়ক জেমস "থান্ডার" আর্লি চরিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব[৩] ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন।
চলচ্চিত্রে অবদানের জন্য ১৯৯৬ সালে হলিউড ওয়াক অব ফেমে তার নামাঙ্কিত একটি তারকা খচিত হয়। ২০১৫ সালে জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফরমিং আর্টস তাকে মার্কিন হাস্যরসের জন্য মার্ক টোয়াইন পুরস্কারে ভূষিত করে।[৪]
মার্ফি ১৯৬১ সালের ৩রা এপ্রিল নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন শহরে জন্মগ্রহণ করেন। তার মাতা লিলিয়ান (লেনি) একজন টেলিফোন অপারেটর এবং পিতা চার্লস এডওয়ার্ড মার্ফি একজন ট্রানজিট পুলিশ কর্মকর্তা ও অপরিপক্ক অভিনেতা ও কৌতুকাভিনেতা ছিলেন।[৫][৬] তার বড় ভাই কৌতুকাভিনেতা চার্লি মার্ফি (১৯৫৯-২০১৭)।[৭] ১৯৬৯ সালে তার যখন আট বছর বয়স, তখন তার পিতা মারা যান।[৮]
Seamless Wikipedia browsing. On steroids.