উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দ্য ব্যানশিজ অব ইনিশেরিন (ইংরেজি: The Banshees of Inisherin) হল মার্টিন মাকডনা রচিত, পরিচালিত ও সহ-প্রযোজিত ২০২২ সালের তিক্ত বিগোয়ান্ত হাস্যরসাত্মক চলচ্চিত্র। আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলের দূরবর্তী একটি দ্বীপের পটভূমিতে নির্মিত চলচ্চিত্রটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন কলিন ফ্যারল ও ব্রেন্ডান গ্লিসন এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেন কেরি কনডন ও ব্যারি কিওগান। এই চলচ্চিত্রের মধ্য দিয়ে ফ্যারল ও গ্লিসন মাকডনার প্রথম চলচ্চিত্র ইন ব্রুজেস (২০০৮)-এর পর পুনরায় একত্রে কাজ করেন।[৬][৭][৮]
ইংরেজি: The Banshees of Inisherin | |
পরিচালক | মার্টিন মাকডনা |
---|---|
প্রযোজক |
|
রচয়িতা | মার্টিন মাকডনা |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | কার্টার বারওয়েল |
চিত্রগ্রাহক | বেন ডেভিস[১] |
সম্পাদক | মিক্কেল ই. জি. নিয়েলসন |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | সার্চলাইট পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১১৪ মিনিট[২] |
দেশ |
|
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $২০ মিলিয়ন[৩] |
আয় | $৪১.২ মিলিয়ন[৪][৫] |
২০২২ সালের ৫ই সেপ্টেম্বর ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়। ফ্যারল সেখানে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ভোল্পি কাপ এবং মাকডনা শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে গোল্ডেন ওসেয়া অর্জন করেন।[৯] সার্চলাইট পিকচার্স ২০২২ সালের ২১শে অক্টোবর চলচ্চিত্রটি আয়ারল্যান্ড, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি দেয়। চলচ্চিত্রটি বিপুল প্রশংসা অর্জন করে, বিশেষ করে মাকডনার পরিচালনা ও চিত্রনাট্য, প্রধান অভিনয়শিল্পীদের অভিনয় এবং কার্টার বারওয়েলের সুরের। ন্যাশনাল বোর্ড অব রিভিউ ২০২২ সালের সেরা ১০ চলচ্চিত্রের তালিকায় এই চলচ্চিত্রটিকে স্থান দেয়।[১০] অধিকন্তু, ২০ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ৪১.২ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।[৩]
চলচ্চিত্রটি অসংখ্য পুরস্কার ও মনোনয়ন লাভ করে, তন্মধ্যে রয়েছে ৯৫তম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালনা, শ্রেষ্ঠ অভিনেতা (ফ্যারল)-সহ ৯টি মনোনয়ন;[১১] ৮০তম গোল্ডেন গ্লোব পুরস্কারে ৮টি মনোনয়ন থেকে ৩টি জয়: শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র, শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক অভিনেতা ও শ্রেষ্ঠ চিত্রনাট্য;[১২] ৭৬তম ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ ৯টি মনোনয়ন, ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ ৮টি মনোনয়ন; এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারে সেরা অভিনয়শিল্পীদল-সহ ৫টি বিভাগে মনোনয়ন।[১৩]
Seamless Wikipedia browsing. On steroids.