Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত বাৎসরিক গোল্ডেন গ্লোব পুরস্কারের একটি বিভাগ, যা বছরের সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রের জন্য প্রদান করা হয়। ১৯৫২ সাল থেকে এই চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়ে আসছে।
শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার | |
---|---|
বিবরণ | সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র |
অবস্থান | যুক্তরাষ্ট্র |
পুরস্কারদাতা | হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন |
প্রথম পুরস্কৃত | ১৯৫২ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৪ |
বর্তমানে আধৃত | পুওর থিংস (২০২৩) |
ওয়েবসাইট | goldenglobes |
প্রথমে সেরা চলচ্চিত্রের জন্য একটি পুরস্কার প্রদান করা হত, পরে ১৯৫২ সাল থেকে নাট্য এবং সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রের জন্য আলাদা দুটি পুরস্কার প্রদান শুরু হয়। ১৯৫৩ সালে আবার একবার দুটি বিভাগের জন্য একটি পুরস্কার দেওয়া হয়েছিল। ১৯৫৮ থেকে ১৯৬২ সাল পর্যন্ত সঙ্গীতধর্মী ও হাস্যরসাত্মক চলচ্চিত্রের জন্য দুটি আলাদা পুরস্কার প্রদান করা হয়েছিল। সাম্প্রতিক বিজয়ী চলচ্চিত্র হল পুওর থিংস (২০২৩)।
এই বিভাগে মনোনয়নের জন্য যোগ্য চলচ্চিত্রসমূহ কমপক্ষে ৭০ মিনিট দীর্ঘ হতে হবে, কমপক্ষে ৭ দিনের জন্য বৃহত্তর লস অ্যাঞ্জেলেস এলাকায় বাণিজ্যিকভাবে মুক্তি পেতে হবে এবং এইচএফপিএ সদস্যদের জন্য প্রদর্শন করতে হবে।[1] বাণিজ্যিক মুক্তি পুরস্কার অনুষ্ঠানের পূর্বের বছরে হতে হবে। পুরস্কারের জন্য "সঙ্গীতধর্মী" হল এমন একটি হাস্যরসাত্মক ও নাট্যধর্মী চলচ্চিত্র, যাতে কাহিনিবিন্যাসে সংলাপের পাশাপাশি গানের ব্যবহার থাকতে হবে।[1] এছাড়া চলচ্চিত্রের মূল সংলাপ ইংরেজি ভাষায় হতে হবে।[2]
চলচ্চিত্র প্রযোজকগণ এই পুরস্কারের প্রাপক। নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী চলচ্চিত্রসমূহ গাঢ় বর্ণে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে।
তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।
বছর | চলচ্চিত্র | পরিচালক | প্রযোজক | সূত্র. |
---|---|---|---|---|
১৯৫১ | অ্যান আমেরিকান ইন প্যারিস | ভিনসেন্ট মিনেলি | আর্থার ফ্রিড | [3] |
১৯৫২ | উইথ আ সং ইন মাই হার্ট | ওয়াল্টার ল্যাং | ল্যামার ট্রট্টি | [4] |
আই'ল সি ইউ ইন মাই ড্রিমস | মাইকেল কার্টিজ | লুইস এফ. এডেলম্যান | ||
সিংগিন' ইন দ্য রেইন | স্ট্যানলি ডোনেন ও জিন কেলি | আর্থার ফ্রিড | ||
স্টারস অ্যান্ড স্ট্রাইপস ফরেভার | হেনরি কস্টার | ল্যামার ট্রট্টি | ||
হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন | চার্লস ভিডর | স্যামুয়েল গোল্ডউইন | ||
১৯৫৩ | এই বিভাগে পুরস্কার প্রদান করা হয় নি | |||
১৯৫৪ | কারমেন জোন্স | অটো প্রিমিঞ্জার | অটো প্রিমিঞ্জার | [5] |
১৯৫৫ | গাইজ অ্যান্ড ডলস | জোসেফ এল. ম্যাংকাভিৎস | স্যামুয়েল গোল্ডউইন | [6] |
১৯৫৬ | দ্য কিং অ্যান্ড আই | ওয়াল্টার ল্যাং | চার্লস ব্রেকেট, ডেরিল এফ. জানুক | [7] |
দ্য অপোসিট সেক্স | ডেভিড মিলার | জো প্যাটারন্যাক | ||
দ্য টিহাউজ অব দ্য অগাস্ট মুন | ড্যানিয়েল মান | জ্যাক কামিংস | ||
দ্য সলিড গোল্ড ক্যাডিল্যাক | রিচার্ড কুইন | ফ্রেড কোলমার | ||
বাস স্টপ | জশুয়া লোগান | বাডি অ্যাডলার | ||
১৯৫৭ | লে গার্লস | জর্জ কিউকর | সউল চ্যাপলিন, সোল সি. সিগেল | [8] |
ডোন্ট গো নিয়ার দ্য ওয়াটার | চার্লস ওয়াল্টার্স | লরেন্স ওয়েনগার্টেন | ||
প্যাল জোই | জর্জ সিডনি | ফ্রেড কোলমার | ||
লাভ ইন দ্য আফটারনুন | বিলি ওয়াইল্ডার | |||
সিল্ক স্টকিংস | রুবেন ম্যামুলিয়ান |
বছর | কমেডি চলচ্চিত্র | প্রযোজক | সঙ্গীতধর্মী চলচ্চিত্র | প্রযোজক | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|
১৯৫৮ | অন্তি মামে | মর্টন দাকস্তা | জিজি | আর্থার ফ্রিড | [9] |
১৯৫৯ | সাম লাইক ইট হট | বিলি ওয়াইল্ডার | পোর্গি অ্যান্ড বেস | স্যামুয়েল গোল্ডউইন | [10] |
১৯৬০ | দি অ্যাপার্টমেন্ট | বিলি ওয়াইল্ডার | সং উইদাউট এন্ড | উইলিয়াম গোয়েৎজ | [11] |
১৯৬১ | আ মেজরিটি অব ওয়ান | ওয়েস্ট সাইড স্টোরি | রবার্ট ওয়াইজ | [12] | |
১৯৬২ | দ্যাট টাচ অব মিঙ্ক | রবার্ট আর্থার, মার্টিন মেলচার, এডওয়ার্ড মোল, স্ট্যানলি শাপিরো | দ্য মিউজিক ম্যান | মর্টন দাকস্তা | [13] |
বছর | চলচ্চিত্র | পরিচালক | তথ্যসূত্র |
---|---|---|---|
১৯৬৩ | টম জোন্স | মাইকেল ব্যালকন, মাইকেল হোল্ডেন, অস্কার লুইস্টেইন | [14] |
১৯৬৪ | মাই ফেয়ার লেডি | জ্যাক এল. ওয়ার্নার | [15] |
১৯৬৫ | দ্য সাউন্ড অব মিউজিক | রবার্ট ওয়াইজ | [16] |
১৯৬৬ | দ্য রাশিয়ান্স আর কামিং, দ্য রাশিয়ান্স আর কামিং ‡ | নরমান জোইসন | [17] |
১৯৬৭ | দ্য গ্র্যাজুয়েট | জোসেফ ই. লেভিন, লরেন্স টারমেন | [18] |
১৯৬৮ | অলিভার! | জন উলফ | [19] |
১৯৬৯ | দ্য সিক্রেট অব সান্তা ভিত্তোরিয়া | জর্জ গ্লাস, স্ট্যানলি ক্রেমার | [20] |
বছর | চলচ্চিত্র | পরিচালক | তথ্যসূত্র |
---|---|---|---|
১৯৭০ | ম্যাশ | ইঙ্গো প্রিমিঞ্জার | [21] |
১৯৭১ | ফিডলার অন দ্য রুফ | নরম্যান জোইসন | [22] |
১৯৭২ | ক্যাবারে | সাই ফেওয়ার | [23] |
১৯৭৩ | আমেরিকান গ্রাফিটি | ফ্রান্সিস ফোর্ড কোপলা, গ্যারি কুর্ট্জ | [24] |
১৯৭৪ | দ্য লংগেস্ট ইয়ার্ড | আলবার্ট এস. রুডি | [25] |
১৯৭৫ | দ্য সানশাইন বয়েজ | রে স্টার্ক | [26] |
১৯৭৬ | আ স্টার ইজ বর্ন | জন পিটার্স | [27] |
১৯৭৭ | দ্য গুডবাই গার্ল | রে স্টার্ক | [28] |
১৯৭৮ | হেভেন ক্যান ওয়েট | ওয়ারেন বেটি | [29] |
১৯৭৯ | ব্রেকিং অ্যাওয়ে | স্টিভ তেসিশ | [30] |
বছর | চলচ্চিত্র | প্রযোজক | তথ্যসূত্র |
---|---|---|---|
১৯৮০ | কোল মাইনার্স ডটার | বার্নার্ড শোয়ার্ট্জ | [31] |
১৯৮১ | আর্থার | স্টিভ গর্ডন | [32] |
১৯৮২ | টুটসি | সিডনি পোলক, ডিক রিচার্ডস | [33] |
১৯৮৩ | ইয়েন্টল | ল্যারি ডিওয়ে, রাস্টি লেমরান্দে, বারবারা স্ট্রাইস্যান্ড | [34] |
১৯৮৪ | রোমান্সিং দ্য স্টোন | মাইকেল ডগলাস | [35] |
১৯৮৫ | প্রিজিস অনার | জন ফোরম্যান | [36] |
১৯৮৬ | হ্যানা অ্যান্ড হার সিস্টার্স | রবার্ট গ্রিনহার্ট | [37] |
১৯৮৭ | হোপ অ্যান্ড গ্লোরি | জন বুরম্যান, মাইকেল ড্রাইহার্স্ট | [38] |
১৯৮৮ | ওয়ার্কিং গার্ল | ডগলাস উইক | [39] |
১৯৮৯ | ড্রাইভিং মিস ডেইজি | লিলি ফিনি জানুক, রিচার্ড ডি. জানুক | [40] |
বছর | চলচ্চিত্র | প্রযোজক | তথ্যসূত্র |
---|---|---|---|
১৯৯০ | গ্রিন কার্ড | পিটার উইয়ার | [41] |
১৯৯১ | বিউটি অ্যান্ড দ্য বিস্ট | ডন হান | [42] |
১৯৯২ | দ্য প্লেয়ার | ডেভিড ব্রাউন, মাইকেল টলকিন, নিক ওয়েচলার | [43] |
১৯৯৩ | মিসেস ডাউটফায়ার | মার্শা গার্সেস, রবিন উইলিয়ামস, মার্ক র্যাডক্লিফ | [44] |
১৯৯৪ | দ্য লায়ন কিং | ডন হান | [45] |
১৯৯৫ | বেইব | ক্যাথরিন বার্বার, ফিলিপ হির্নশ, বিল মিলার, জর্জ মিলার, ডগ মিচেল, ডেফনি প্যারিস | [46] |
১৯৯৬ | এভিটা | অ্যালান পার্কার, রবার্ট স্টিগউড | [47] |
১৯৯৭ | অ্যাজ গুড অ্যাজ ইট গেটস | লরা জিস্কিন | [48] |
১৯৯৮ | শেকসপিয়ার ইন লাভ | ডোনা জিগলিয়ত্তি, মার্ক নরম্যান, ডেভিড পারফিট, হার্ভি ওয়েনস্টেইন, এডওয়ার্ড জুইক | [49] |
১৯৯৯ | টয় স্টোরি ২ | কারেন রবার্ট জ্যাকসন, হেলেন প্লটকিন | [50] |
বছর | চলচ্চিত্র | প্রযোজক | তথ্যসূত্র |
---|---|---|---|
২০০০ | অলমোস্ট ফেমাস | ইয়ান ব্রাইস, ক্যামেরন ক্রো | [51] |
২০০১ | মুলাঁ রুজ! | ফ্রেড ব্যারন, মার্টিন ব্রাউন, বাজ লুরম্যান | [52] |
২০০২ | শিকাগো | মেরিল পোস্টার, মার্টিন রিচার্ডস, বব ওয়েনস্টেইন, হার্ভি ওয়েনস্টেইন, ক্রেইগ জাডান | [53] |
২০০৩ | লস্ট ইন ট্রান্সলেশন | সোফিয়া কপোলা, রস কাৎজ | [54] |
২০০৪ | সাইডওয়েজ | মাইকেল লন্ডন | [55] |
২০০৫ | ওয়াক দ্য লাইন | জেমস কিচ, ক্যাথি কনরাড | [56] |
২০০৬ | ড্রিমগার্লস | লরেন্স মার্ক | [57] |
২০০৭ | সুইনি টড: দ্য ডিমন বার্বার অব ফ্লিট স্ট্রিট | জন লোগান, লরি ম্যাকডোনাল্ড, ওয়াল্টার এফ. পার্কস, রিচার্ড ডি. জানুক | [58] |
২০০৮ | ভিকি ক্রিশ্চিনা বার্সেলোনা | লেটি অ্যারনসন, স্টিভেন টেনেনবাম, গ্যারেথ উইলি | [59] |
২০০৯ | দ্য হ্যাংওভার | ড্যানিয়েল গোল্ডবার্গ, টড ফিলিপস | [60] |
বছর | চলচ্চিত্র | প্রযোজক | তথ্যসূত্র |
---|---|---|---|
২০১০ | দ্য কিডস আর অলরাইট | জেফ লেভি-হিন্ট, গ্যারি গিলবার্ট, জর্ডান হরউইজ, সেলিন র্যাট্রে | [61] |
২০১১ | দি আর্টিস্ট | টমাস ল্যাংম্যান | [62] |
২০১২ | লে মিজেরাবল | টিম বেভান, এরিক ফেলনার, ডেব্রা হেওয়ার্ড, ক্যামেরন ম্যাকইন্টশ | [63] |
২০১৩ | আমেরিকান হাসল | চার্লস রোবেন, মেগান এলিসন, রিচার্ড সাকল, জোনাথান গর্ডন | [64] |
২০১৪ | দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল | ওয়েস এন্ডারসন, জেরেমি ডসন, স্টিভেন এম. র্যালিস, স্কট রুডিন | [65] |
২০১৫ | দ্য মার্শিয়ান | সিমন কিনবার্গ, স্কট রুডিন, মাইকেল শেফার, মার্ক হুফাম | [66] |
২০১৬ | লা লা ল্যান্ড | ফ্রেড বার্জার, গ্যারি গিলবার্ট, জর্ডান হরউইজ, মার্ক প্ল্যাট | [67] |
টুয়েন্টিয়েথ সেঞ্চুরি উইমেন | মাইক মিলস, অ্যান কেরি, মেগান এলিসন, ইউরি হেনলি | ||
ডেডপুল | টিম মিলার, সিমন কিনবার্গ, রায়ান রেনল্ডস, লরেন শুলার ডোনার | ||
ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স | স্টিভেন ফ্রেয়ার্স, মাইকেল কুন, ট্রেসি সিওয়ার্ড | ||
সিং স্ট্রিট | জন কার্নি, অ্যান্থনি ব্রেগম্যান, কেভিন স্কট ফ্রেকস, ক্রিশ্চিয়ান গ্রাস, মার্টিনা নিলান্ড, রাজ ব্রিন্ডার সিং, পল ট্রিজবিটস | ||
২০১৭ | লেডি বার্ড | স্কট রুডিন, ইভেলিন ওনিল, এলি বুশ | [68] |
দ্য ডিজ্যাস্টার আর্টিস্ট | জেমস ফ্র্যাঙ্কো, ভিন্স জোলিভেট, সেথ রোগেন, ইভান গোল্ডবার্গ, জেমস ওয়েভার | ||
গেট আউট | জর্ডান পিল, জেসন ব্লুম, শন ম্যাককিট্রিক, এডওয়ার্ড এইচ. হ্যাম জুনিয়র | ||
দ্য গ্রেটেস্ট শোম্যান | লরেন্স মার্ক, পিটার চের্নিন, জেনো টপিং | ||
আই, টনিয়া | মার্গো রবি, টম আকের্লি, স্টিভেন রজার্স, ব্রায়ান উঙ্কলেস | ||
২০১৮ | গ্রিন বুক | জিম বার্ক, চার্লস বি. ওয়েসলার, ব্রায়ান হেইস কারি, পিটার ফ্যারেলি, নিক ভ্যালেলঙ্গা | [69] |
ক্রেজি রিচ এশিয়ান্স | নিনা জ্যাকবসন, ব্র্যাড সিমসন, জন পেনট্টি | ||
দ্য ফেভারিট | সেসি ডেম্পসি, এড গিনি, লি ম্যাগিডে, ইয়োরগস লান্থিমস | ||
ম্যারি পপিন্স রিটার্নস | রব মার্শাল, জন ডেলুকা, মার্ক প্ল্যাট | ||
ভাইস | ব্র্যাড পিট, ডিড গার্ডনার, জেরেমি ক্লেইনার, উইল ফেরেল, অ্যাডাম ম্যাকে, কেভিন মেসিক | ||
২০১৯ | ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড | ডেভিড হেম্যান, শ্যানন ম্যাকইন্টোশ, কোয়েন্টিন টারান্টিনো | [70] |
জোজো র্যাবিট | কার্থিউ নিল, তাইকা ওয়াইতিতি, চেলসি উইনস্ট্যানলি | ||
ডোলেমাইট ইজ মাই নেম | এডি মার্ফি, জন ডেভিস, জন ফক্স | ||
নাইভস আউট | র্যাম বার্গম্যান, রিয়ান জনসন | ||
রকেটম্যান | অ্যাডাম বোহলিং, ডেভিস ফার্নিশ, ডেভিড রেইড, ম্যাথু ভন |
বছর | চলচ্চিত্র | পরিচালক | প্রযোজক | তথ্যসূত্র |
---|---|---|---|---|
২০২০ | বোরাত সাবসিকোয়েন্ট মুভিফিল্ম | জেসন উলিনার | সাশা ব্যারন কোহেন, মনিকা লেভিনসন, অ্যান্টনি হাইন্স | [71] |
পাম স্প্রিংস | ম্যাক্স বার্বাকো | ক্রিস পার্কার, অ্যান্ডি স্যামবার্গ, অ্যাকিভা শ্যাফার, ডিলার সেলার্স, বেকি স্লোভিটার, জোর্মা ট্যাকোন | ||
দ্য প্রম | রায়ান মার্ফি | রায়ান মার্ফি, অ্যালেক্সিস মার্টিন উডল, অ্যাডাম অ্যান্ডার্স, ডোরি বেরেনস্টিন, বিল ড্যামাশকে | ||
মিউজিক | সিয়া | সিয়া, ভিনসেন্ট ল্যান্ডে | ||
হ্যামিল্টন | টমাস কেইল | টমাস কেইল, লিন-ম্যানুয়েল মিরান্ডা, জেফ্রি সেলার | ||
২০২১ | ওয়েস্ট সাইড স্টোরি | স্টিভেন স্পিলবার্গ | স্টিভেন স্পিলবার্গ, ক্রিস্টি মাকোস্কো ক্রিগার, কেভিন ম্যাকলাম | [72] |
টিক, টিক... বুম! | লিন-ম্যানুয়েল মিরান্ডা | ব্রায়ান গ্রেজার, রন হাওয়ার্ড, জুলি ও, লিন-ম্যানুয়েল মিরান্ডা | ||
ডোন্ট লুক আপ | অ্যাডাম ম্যাকি | অ্যাডাম ম্যাকি, কেভিন মেসিক | ||
লিকোরিস পিৎজা | পল টমাস অ্যান্ডারসন | সারা মার্ফি, অ্যাডাম সমনার, পল টমাস অ্যান্ডারসন | ||
সিরানো | জো রাইট | টিম বেভান, এরিক ফেলনার, গাই হিলি | ||
২০২২ | দ্য ব্যানশিজ অব ইনিশেরিন | মার্টিন মাকডনা | গ্রাহাম ব্রডবেন্ট, পিটার জারনিন, মার্টিন মাকডনা | [73] |
এভরিথিং এভরিওয়েআর অল অ্যাট ওয়ান্স | ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট | অ্যান্টনি রুসো, জো রুসো, মাইক লারোক্কা, ড্যানিয়েল কোয়ান, ড্যানিয়েন শাইনার্ট, জোনাথান ওয়াং | ||
গ্লাস অনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি | রিয়ান জনসন | র্যাম বার্গম্যান, রিয়ান জনসন | ||
ট্রায়াঙ্গল অব স্যাডনেস | রুবেন অস্টলুন্ড | এরিক হেমেনডর্ফ, ফিলিপ বোবার | ||
ব্যাবিলন | ড্যামিয়েন শ্যাজেল | মার্ক প্ল্যাট, ম্যাথিউ প্লোফ, অলিভিয়া হ্যামিল্টন | ||
২০২৩ | পুওর থিংস | ইয়োর্গোস লান্থিমোস | এমা স্টোন, এড গুইনি, ইয়োর্গোস লান্থিমোস, অ্যান্ড্রু লো | [74] |
আমেরিকান ফিকশন | কোর্ড জেফারসন | বেন লেক্লেয়ার, নিকোস কারামিগোস, কোর্ড জেফারসন, জারমেইন জনসন | ||
এয়ার | বেন অ্যাফ্লেক | ডেভিড এলিসন, জেসি সিসগোল্ড, জোন ওয়েনব্যাক, বেন অ্যাফ্লেক, ম্যাট ডেমন, ম্যাডিসন এইনলি, জেফ রবিনভ, পিটার গুবার, জেসন মাইকেল বার্ম্যান | ||
বার্বি | গ্রেটা গারউইগ | মার্গো রবি, রবি ব্রেনার, টম অ্যাকারলি, ডেভিড হেম্যান | ||
মে ডিসেম্বর | টড হাইন্স | ন্যাটালি পোর্টম্যান, সোফি মাস, ক্রিস্টিন ভ্যাকন, পামেলা কফলার, গ্র্যান্ট এস. জনসন, টাইলার ডাব্লিউ. কনি, জেসিকা এলবাউম, উইল ফেরল | ||
দ্য হোল্ডওভারস | আলেকজান্ডার পেইন | মার্ক জনসন, বিল ব্লক, ডেভিড হেমিংসন |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.