Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জুলিয়া ফ্রেড জিনেমান পরিচালিত ১৯৭৭ সালের মার্কিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাট্য চলচ্চিত্র। এটি লিলিয়ান হেলম্যানের ১৯৭৩ সালের পেন্টিমেন্টো বইয়ের জুলিয়া পরিচ্ছেদ অবলম্বনে নির্মিত। পরিচ্ছেদটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বের বছরগুলোতে নাৎসিবাদের বিরুদ্ধে লড়াই করা লেখকের দীর্ঘদিনের বন্ধু জুলিয়ার সাথে তার সম্পর্ক নিয়ে রচিত। এই গল্প অবলম্বনে জুলিয়া চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন অ্যালভিন সারজেন্ট। চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জেন ফন্ডা, ভানেসা রেডগ্রেভ, জেসন রবার্ডস, হ্যাল হলব্রুক, রোজম্যারি মার্ফি, মাক্সিমিলিয়ান শেল ও নবাগত মেরিল স্ট্রিপ।
জুলিয়া | |
---|---|
ইংরেজি: Julia | |
পরিচালক | ফ্রেড জিনেমান |
প্রযোজক | রিচার্ড রথ |
চিত্রনাট্যকার | অ্যালভিন সারজেন্ট |
উৎস | লিলিয়ান হেলম্যান কর্তৃক পেন্টিমেন্টো ১৯৭৩-এর গল্প জুলিয়া |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | জর্জ দেলেরু |
চিত্রগ্রাহক | ডগলাস স্লোকোম্ব |
সম্পাদক | ওয়াল্টার মার্চ মার্সেল ডারহাম |
পরিবেশক | টুয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওজ |
মুক্তি |
|
স্থিতিকাল | ১১৮ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $৭.৮৪ মিলিয়ন[১] |
আয় | $২০.৭ মিলিয়ন[২] |
জুলিয়া ১৯৭৭ সালের ২রা অক্টোবর টুয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওজের পরিবেশনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। চলচ্চিত্রটি সমালোচকদের নিকট থেকে ইতিবাচক পর্যালোচনা লাভ করে এবং ৭ মিলিয়ন ডলার নির্মাণব্যয়ের বিপরীতে ২০.৭ মিলিয়ন ডলার আয় করে। এটি ৫০তম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ সর্বাধিক ১১টি মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা (রবার্ডস), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (রেডগ্রেভ) ও শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য (সারজেন্ট) বিভাগে তিনটি পুরস্কার লাভ করে। এটি ৩৫তম গোল্ডেন গ্লোব পুরস্কারে শ্রেষ্ঠ নাট্যধর্মী চলচ্চিত্র-সহ সর্বাধিক ৭টি বিভাগে মনোনয়ন লাভ করে এবং ফন্ডা নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী ও রেডগ্রেভ শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কার লাভ করেন। এছাড়া এটি ৩২তম ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কারে সর্বাধিক ১০টি মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ প্রধান অভিনেত্রী (ফন্ডা), শ্রেষ্ঠ চিত্রনাট্য ও শ্রেষ্ঠ চিত্রগ্রহণ বিভাগে চারটি পুরস্কার অর্জন করে।
এটি মেরিল স্ট্রিপ ও লিসা পেলিক্যানের অভিষেক চলচ্চিত্র।
প্রদানের তারিখ | পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল |
---|---|---|---|---|
১৯ ডিসেম্বর ১৯৭৭ | ন্যাশনাল বোর্ড অব রিভিউ | শীর্ষ ১০ চলচ্চিত্র | ৩য় স্থান | |
১৯ ডিসেম্বর ১৯৭৭ | জাতীয় চলচ্চিত্র সমালোচক সমিতি পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেত্রী | জেন ফন্ডা | ৩য় স্থান |
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | মাক্সিমিলিয়ান শেল | ৩য় স্থান | ||
১০ জানুয়ারি ১৯৭৮ | লস অ্যাঞ্জেলেস চলচ্চিত্র সমালোচক সমিতি পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | জেসন রবার্ডস | বিজয়ী |
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | ভানেসা রেডগ্রেভ | বিজয়ী | ||
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | ডগলাস স্লোকোম্ব | বিজয়ী | ||
২৮ জানুয়ারি ১৯৭৮ | গোল্ডেন গ্লোব পুরস্কার | শ্রেষ্ঠ নাট্যধর্মী চলচ্চিত্র | মনোনীত | |
নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী | জেন ফন্ডা | বিজয়ী | ||
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | জেসন রবার্ডস | মনোনীত | ||
মাক্সিমিলিয়ান শেল | মনোনীত | |||
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | ভানেসা রেডগ্রেভ | বিজয়ী | ||
শ্রেষ্ঠ পরিচালনা | ফ্রেড জিনেমান | মনোনীত | ||
শ্রেষ্ঠ চিত্রনাট্য | অ্যালভিন সারজেন্ট | মনোনীত | ||
২৯ জানুয়ারি ১৯৭৮ | লস অ্যাঞ্জেলেস চলচ্চিত্র সমালোচক সমিতি পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | জেসন রবার্ডস | বিজয়ী |
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | ভানেসা রেডগ্রেভ | রানার-আপ | ||
৩ এপ্রিল ১৯৭৮ | একাডেমি পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | রিচার্ড রথ | মনোনীত |
শ্রেষ্ঠ পরিচালনা | ফ্রেড জিনেমান | মনোনীত | ||
শ্রেষ্ঠ অভিনেত্রী | জেন ফন্ডা | মনোনীত | ||
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | জেসন রবার্ডস | বিজয়ী | ||
মাক্সিমিলিয়ান শেল | মনোনীত | |||
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | ভানেসা রেডগ্রেভ | বিজয়ী | ||
শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য | অ্যালভিন সারজেন্ট | বিজয়ী | ||
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | ডগলাস স্লোকোম্ব | মনোনীত | ||
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা | অ্যান্থিয়া সিলবার্ট | মনোনীত | ||
শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা | ওয়াল্টার মার্চ[nb ১] | মনোনীত | ||
শ্রেষ্ঠ মৌলিক সুর | জর্জ দেলেরু | মনোনীত | ||
১৯৭৮ | ক্যানসাস সিটি চলচ্চিত্র সমালোচক সমিতি পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | জেসন রবার্ডস | বিজয়ী |
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | ভানেসা রেডগ্রেভ | বিজয়ী | ||
১৯৭৮ | দাভিদ দি দোনাতেল্লো | শ্রেষ্ঠ বিদেশি অভিনেত্রী | জেন ফন্ডা | বিজয়ী[ক] |
দাভিদ জোভানি পুরস্কার | ফ্রেড জিনেমান | বিজয়ী | ||
১৯৭৮ | ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা পুরস্কার | সেরা চলচ্চিত্র পরিচালনা | মনোনীত | |
১৯৭৮ | রাইটার্স গিল্ড অব আমেরিকা পুরস্কার | শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য | অ্যালভিন সারজেন্ট | বিজয়ী |
৩ ফেব্রুয়ারি ১৯৭৯ | সেজার পুরস্কার | শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র | ফ্রেড জিনেমান | মনোনীত |
২২ মার্চ ১৯৭৯ | বাফটা পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | রিচার্ড রথ | বিজয়ী |
শ্রেষ্ঠ পরিচালনা | ফ্রেড জিনেমান | মনোনীত | ||
শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেত্রী | জেন ফন্ডা | বিজয়ী | ||
শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা | জেসন রবার্ডস | মনোনীত | ||
শ্রেষ্ঠ চিত্রনাট্য | অ্যালভিন সারজেন্ট | বিজয়ী | ||
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | ডগলাস স্লোকোম্ব | বিজয়ী | ||
শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা | ওয়াল্টার মার্চ | মনোনীত | ||
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা | অ্যান্থিয়া সিলবার্ট, জোন ব্রিজ ও আন্নালিসা নাসাল্লি-রোক্কা | মনোনীত | ||
শ্রেষ্ঠ নির্মাণ পরিকল্পনা | জিন ক্যালাহান, কার্মেন ডিলন ও উইলি হল্ট | মনোনীত | ||
শ্রেষ্ঠ মৌলিক সঙ্গীত | জর্জ দেলেরু | মনোনীত | ||
১৯৭৮ | নাস্ত্রো দারজেন্তো | শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র | ফ্রেড জিনেমান | বিজয়ী |
ব্রিটিশ সোসাইটি অব সিনেম্যাটোগ্রাফার্স | শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | ডগলাস স্লোকোম্ব | বিজয়ী |
রেডগ্রেভ শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভের পর জিউইশ ডিফেন্স লিগ তার মনোনয়ন নিয়ে আপত্তি জানায় কারণ তিনি দ্য প্যালেস্টিনিয়ান নামক প্রামাণ্যচিত্রের ধারাভাষ্য দেন এবং এর অর্থায়নে সাহায্য করেন, যা ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থনের ইঙ্গিত দেয়। এছাড়া তার একাডেমি পুরস্কার অনুষ্ঠানে ইট-পাটকেল নিক্ষেপ করে।[৪]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.