Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার হল ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস প্রদত্ত একটি চলচ্চিত্র পুরস্কার, যা চলচ্চিত্রে কেন্দ্রীয় ভূমিকায় অসামান্য অভিনয়ের জন্য চলচ্চিত্র অভিনেতাদের প্রদান করা হয়। ১৯৫২ থেকে ১৯৬৭ এর মধ্যে ব্রিটিশ এবং ব্রিটিশ ছাড়া অন্য অভিনেতাদের মধ্যে দুটো আলাদা পুরস্কার দেওয়া হতো, কিন্তু ১৯৬৮ সালে দুটো পুরস্কার একত্রিত করে একটি পুরস্কার প্রদান শুরু হয়। বর্তমান নামে এই পুরস্কারটি দেওয়া হচ্ছে ১৯৯৫ সাল থেকে।
শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার | |
---|---|
বিবরণ | সেরা প্রধান চরিত্রে অভিনেতার অবদানের জন্য |
অবস্থান | যুক্তরাজ্য |
পুরস্কারদাতা | ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস |
প্রথম পুরস্কৃত | ১৯৫৩ (১৯৫২-এর চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০২১ (২০২০-এর চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | অ্যান্থনি হপকিন্স দ্য ফাদার (২০২০) |
ওয়েবসাইট | bafta |
এই বিভাগে প্রথমবার পুরস্কৃত হন রাফ রিচার্ডসন ব্রিটিশ অভিনেতা হিসেবে এবং মার্লোন ব্র্যান্ডো বিদেশি অভিনেতা হিসেবে। পিটার ফিঞ্চ এই বিভাগে সর্বাধিক পাঁচবার পুরস্কার লাভ করেন। সাম্প্রতিক বিজয়ী অ্যান্থনি হপকিন্স দ্য ফাদার (২০২০) চলচ্চিত্রে আর্থার ফ্লেক / জোকার চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
বছর | বিভাগ | অভিনেতা | ভূমিকা | চলচ্চিত্র | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৫২ (৬ষ্ঠ) |
ব্রিটিশ অভিনেতা | রাফ রিচার্ডসন | জন রিজফিল্ড | দ্য সাউন্ড ব্যারিয়ার | [1] |
অ্যালাস্টেয়ার সিম | ক্যাপ্টেন উইলিয়াম প্যারিস | ফলি টু বি ওয়াইজ | |||
জ্যাক হকিন্স | ডিক সিয়ার্ল | ম্যান্ডি | |||
জেমস হেটার | স্যামুয়েল পিকউইক | দ্য পিকউইক পেপারস | |||
নাইজেল প্যাট্রিক | টনি গার্থওয়াইট | দ্য সাউন্ড ব্যারিয়ার | |||
লরন্স অলিভিয়ে | জর্জ হার্স্টউড | ক্যারি | |||
বিদেশি অভিনেতা | মার্লোন ব্র্যান্ডো ‡ | এমিলিয়ানো সাপাতা | ভিভা সাপাতা! | ||
পিয়ের ফ্রেজনি | তোমা গুর্ভ্যনেক | দিও আ বেসোঁ দে হোম | |||
ফ্রান্সেসকো গোলিসানো | তোতো | মিরাকোলো আ মিলানো | |||
ফ্রেড্রিক মার্চ | উইলি লোম্যান | ডেথ অব আ সেলসম্যান | |||
হামফ্রি বোগার্ট | চার্লি অ্যালনাট | দি আফ্রিকান কুইন | |||
১৯৫৩ (৭ম) |
ব্রিটিশ অভিনেতা | জন গিলগুড | ক্যাসিয়াস | জুলিয়াস সিজার | [2] |
কেনেথ মোর | অ্যামব্রোস ক্লেভারহাউজ | জেনেভিভ | |||
জ্যাক হকিন্স | জর্জ এরিকসন | দ্য ক্রুয়েল সি | |||
ট্রেভর হাওয়ার্ড | হ্যারি স্কোবি | দ্য হার্ট অব দ্য ম্যাটার | |||
ডানকান ম্যাক্রে | জিম ম্যাকেঞ্জি | দ্য কিডন্যাপার্স | |||
বিদেশি অভিনেতা | মার্লোন ব্র্যান্ডো ‡ | মার্ক অ্যান্থনি | জুলিয়াস সিজার | ||
এডি অ্যালবার্ট | আরভিং র্যাডোভিচ | রোমান হলিডে | |||
ক্লোদ লাইদু | আমব্রিকোর্টের যাজক | জুর্নাল দ্যুঁ ক্যুরে দ্য কাম্পাইন | |||
গ্রেগরি পেক | জো ব্র্যাডলি | রোমান হলিডে | |||
ভ্যান হেফলিন | জো স্ট্রেরেট | শেন | |||
মার্সেল মুলুদজি | র্যনে ল্য গ্যুয়েন | নু সোম তু দে আসাসাঁ | |||
স্পেন্সার ট্রেসি | ক্লিনটন জোন্স | দি অ্যাক্ট্রেস | |||
১৯৫৪ (৮ম) |
ব্রিটিশ অভিনেতা | কেনেথ মোর | রিচার্ড গ্রিমস্ডিক | ডক্টর ইন দ্য হাউজ | [3] |
জন মিলস | উইল মোসপ | হবসন্স চয়েস | |||
ডেভিড নিভন | চার্লস "কুপার" ক্যারিংটন | ক্যারিংটন ভি.সি. | |||
ডোনাল্ড উলফিট | সভেনগালি | সভেনগালি | |||
মরিস ডেনহাম | ব্লোর | দ্য পার্পল লাইন | |||
রবার্ট ডোনাট | রেভারেন্ট উইলিয়াম থোর্ন | লিজ অব লাইফ | |||
বিদেশি অভিনেতা | মার্লোন ব্র্যান্ডো ‡ | টেরি ম্যালয় | অন দ্য ওয়াটারফ্রন্ট | ||
জেমস স্টুয়ার্ট | গ্লেন মিলার | দ্য গ্লেন মিলার স্টোরি | |||
ফ্রেড্রিক মার্চ | লরেন ফিনিস শ | এক্সিকিউটিভ সুইট | |||
নেভিল ব্র্যান্ড | জেমস ভি. ডান | রায়ট ইন সেল ব্লক ইলেভেন | |||
হোসে ফেরার | বার্নি গ্রিনওয়াল্ড | দ্য কেইন মিউটিনি | |||
১৯৫৫ (৯ম) |
ব্রিটিশ অভিনেতা | লরন্স অলিভিয়ে | তৃতীয় রিচার্ড | থার্ড রিচার্ড | [4] |
আলফি বেস | ফেন্ডার | দ্য বিস্পোক ওভারকোট | |||
আলেক গিনেজ | কার্ডিনাল | দ্য প্রিজনার | |||
কেনেথ মোর | ফ্রেডি পেজ | দ্য ডিপ ব্লু সি | |||
জ্যাক হকিন্স | প্রশ্নকর্তা | দ্য প্রিজনার | |||
মাইকেল রেডগ্রেভ | এয়ার মার্শাল হার্ডি | দ্য নাইট মাই নাম্বার কেম আপ | |||
বিদেশি অভিনেতা | আর্নেস্ট বোর্গনাইন † | মার্টি পিলেতি | মার্টি | ||
জ্যাক লেমন | ফ্র্যাঙ্ক থার্লো পালভার | মিস্টার রবার্টস | |||
জেমস ডিন (মরণোত্তর) | ক্যাল ট্রাস্ক | ইস্ট অব ইডেন | |||
তাকাশি শিমুরা | কাম্বেই শিমাদা | শিচিনিন নো সামুরাই | |||
তোশিরো মিফুনে | কিকুচিয়ো | ||||
ফ্রাঙ্ক সিনাত্রা | আলফ্রেড বুন | নট অ্যাজ আ স্ট্রেঞ্জার | |||
১৯৫৬ (১০ম) |
ব্রিটিশ অভিনেতা | পিটার ফিঞ্চ | জো হারম্যান | আ টাউন লাইক অ্যালিস | [5] |
কেনেথ মোর | ডগলাস ব্যাডার | রিচ ফর দ্য স্কাই | |||
জ্যাক হকিন্স | টম হ্যালিডে | দ্য লং আর্ম | |||
বিদেশি অভিনেতা | ফ্রঁসোয়া পেরিয়ে | অঁরি ক্যুপ্যু | জেরভাইস | ||
উইলিয়াম হোল্ডেন | হ্যাল কার্টার | পিকনিক | |||
কার্ল মালডেন | আর্চি লি মেইঘান | বেবি ডল | |||
গুনার বিয়োর্নস্ট্রান্ড | ফ্রেডিক এগারমান | সোমার্নাটেন্স লিন্ডে | |||
জেমস ডিন (মরণোত্তর) | জিম স্টার্ক | রেবেল উইদাউট আ কজ | |||
পিয়ের ফ্রেজনি | মোরিস মোরাঁ | ল্য দেফ্রোকে | |||
ফ্রাঙ্ক সিনাত্রা | ফ্র্যাঙ্কি মেশিন | দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম | |||
স্পেন্সার ট্রেসি | জাকারি টেলার | দ্য মাউন্টেন | |||
১৯৫৭ (১১তম) |
ব্রিটিশ অভিনেতা | আলেক গিনেজ † | কমান্ডার নিকোলসন | দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই | [6] |
ট্রেভর হাওয়ার্ড | জেমস প্রথেরো | ম্যানুয়েলা | |||
পিটার ফিঞ্চ | আলেক উইন্ডম | উইন্ডম্স ওয়ে | |||
মাইকেল রেডগ্রেভ | ডেভিড গ্রাহাম | টাইম উইদাউট পিটি | |||
লরন্স অলিভিয়ে | চার্লস, কার্পাথিয়ার যুবরাজ | দ্য প্রিন্স অ্যান্ড দ্য শোগার্ল | |||
বিদেশি অভিনেতা | হেনরি ফন্ডা | জুরি ৮ | টুয়েলভ অ্যাংরি মেন | ||
এড উইন | পল বিজলি | দ্য গ্রেট ম্যান | |||
জঁ গাবাঁ | গ্রঁদগিল | লা ত্রাভের্সে দ্য পারি | |||
টনি কার্টিস | সিডনি ফ্যালকো | সুইট স্মেল অব সাকসেস | |||
পিয়ের ব্রাসোর | জুজু | পোর্ত দে লিলা | |||
রিচার্ড বেসহার্ট | মেজর হ্যারি কারগিল | টাইম লিমিট | |||
রবার্ট মিচাম | ক্যাপ্টেন অ্যালিসন | হেভেন নোজ, মিস্টার অ্যালিসন | |||
সিডনি পোয়াটিয়ে | টমি টাইলার | এজ অব দ্য সিটি | |||
১৯৫৮ (১২তম) |
ব্রিটিশ অভিনেতা | ট্রেভর হাওয়ার্ড | ক্রিস ফোর্ড | দ্য কি | [7] |
বিদেশি অভিনেতা | সিডনি পোয়াটিয়ে ‡ | নোহ কুলেন | দ্য ডিফায়ান্ট ওয়ানস্ | ||
১৯৫৯ (১৩তম) |
ব্রিটিশ অভিনেতা | পিটার সেলার্স | ফ্রেড কাইট | আই এম অল রাইট ব্যাক | [8] |
বিদেশি অভিনেতা | জ্যাক লেমন ‡ | জেরি / "ড্যাফনি" | সাম লাইক ইট হট |
বছর | বিভাগ | অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৬০ (১৪তম) |
ব্রিটিশ অভিনেতা | পিটার ফিঞ্চ | দ্য ট্রায়ালস্ অব অস্কার ওয়াইল্ড | অস্কার ওয়াইল্ড | [9] |
বিদেশি অভিনেতা | জ্যাক লেমন ‡ | দি অ্যাপার্টমেন্ট | সি.সি. ব্যাক্সটার | ||
১৯৬১ (১৫তম) |
ব্রিটিশ অভিনেতা | পিটার ফিঞ্চ | নো লাভ ফর জনি | জনি ব্রাইন | [10] |
ডার্ক বোগার্ড | ভিকটিম | মেলভিল ফার | |||
বিদেশি অভিনেতা | পল নিউম্যান ‡ | দ্য হাসলার | "ফাস্ট এডি" ফেলসন | ||
১৯৬২ (১৬তম) |
ব্রিটিশ অভিনেতা | পিটার ওটুল ‡ | লরেন্স অব অ্যারাবিয়া | টি. ই. লরেন্স | [11] |
বিদেশি অভিনেতা | বার্ট ল্যাঙ্কেস্টার | বার্ডম্যান অব অ্যালকাট্রেজ | রবার্ট স্ট্রোড | ||
১৯৬৩ (১৭তম) |
ব্রিটিশ অভিনেতা | ডার্ক বোগার্ড | স্য সারভেন্ট | হুগো ব্যারেট | [12] |
বিদেশি অভিনেতা | মারচেল্লো মাস্ত্রোইয়ান্নি ‡ | দিভোর্জিও আল্লিতালিয়ানা | ফার্দিনান্দো সেফালো | ||
১৯৬৪ (১৮তম) |
ব্রিটিশ অভিনেতা | রিচার্ড অ্যাটনবারা | গানস্ অ্যাট বাটাসি | আরএসএম লডেরডেল | [13] |
সিন্স অন আ ওয়েট আফটারনুন | বিলি স্যাভেজ | ||||
বিদেশি অভিনেতা | মারচেল্লো মাস্ত্রোইয়ান্নি | ইয়েরি, ওগি, দোমানি | কারমিন বারাত্তি/ রেঞ্জো / অগস্তো রুস্কনি | ||
ক্যারি গ্র্যান্ট | শেরাড | পিটার জশুয়া | |||
সিডনি পোয়াটিয়ে † | লিলিস অব দ্য ফিল্ড | হোমার স্মিথ | |||
স্টার্লিং হেইডেন | ডক্টর স্ট্রেঞ্জলাভ | বিজি জ্যাক ডি. রিপার | |||
১৯৬৫ (১৯তম) |
ব্রিটিশ অভিনেতা | ডার্ক বোগার্ড | ডার্লিং | রবার্ট গোল্ড | [14] |
বিদেশি অভিনেতা | লি মারভিন † | ক্যাট বালো | কিড শেলিন / টিম স্ট্রন | ||
দ্য কিলার্স | চার্লি স্ট্রম | ||||
১৯৬৬ (২০তম) |
ব্রিটিশ অভিনেতা | রিচার্ড বার্টন ‡ | দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড | আলেক লিমাস | [15] |
হুজ অ্যাফ্রেইড অব ভার্জিনিয়া উল্ফ? | জর্জ | ||||
বিদেশি অভিনেতা | রড স্টাইগার | দ্য পনব্রোকার | সোল নজারম্যান | ||
১৯৬৭ (২১তম) |
ব্রিটিশ অভিনেতা | পল স্কোফিল্ড †* | আ ম্যান ফর অল সিজনস্ | থমাস মুর | [16] |
ডার্ক বোগার্ড | এক্সিডেন্ট | স্টিভেন | |||
আওয়ার মাদার্স হাউজ | চার্লি হুক | ||||
জেমস মেসান | দ্য ডেডলি অ্যাফেয়ার | চার্লস ডবস | |||
রিচার্ড বার্টন | দ্য টেমিং অব দ্য শ্রু | পেত্রুশিও | |||
বিদেশি অভিনেতা | রড স্টাইগার † | ইন দ্য হিট অব দ্য নাইট | পুলিশ প্রধান বিল গিলেস্পি | ||
অরসন ওয়েলস | কাম্পানাদাস আ মেদিয়ানোশ | স্যার জন ফালস্টাফ | |||
ওয়ারেন বেটি ‡ | বনি অ্যান্ড ক্লাইড | ক্লাইড ব্যারো | |||
সিডনি পোয়াটিয়ে | ইন দ্য হিট অব দ্য নাইট | ভার্জিন টিবস |
বছর | অভিনেতা | ভূমিকা | চলচ্চিত্র | সূত্র |
---|---|---|---|---|
১৯৯০ (৪৪তম) |
ফিলিপ নোয়ারে | আলফ্রেদো | সিনেমা পারাদিসো | [17] |
টম ক্রুজ | রন কোভিচ ‡ | বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই | ||
রবার্ট ডি নিরো | জিমি কনওয়ে | গুডফেলাস | ||
শন কনারি | ক্যাপ্টেন মার্কো রামিউস | দ্য হান্ট ফর রেড অক্টোবর | ||
১৯৯১ (৪৫তম) |
অ্যান্থনি হপকিন্স † | হ্যানিবল লেকটার | দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস | [18] |
অ্যালান রিকম্যান | জেমি | ট্রুলি, ম্যাডলি, ডিপলি | ||
কেভিন কসনার | লেফটেন্যান্ট জন জে. ডানবার | ড্যান্সেস উইথ উল্ভস্ | ||
জেরার দেপার্দিও | সিরানো দ্য বের্জরাক | সিরানো দ্য বের্জরাক | ||
১৯৯২ (৪৬তম) |
রবার্ট ডাউনি জুনিয়র | চার্লি চ্যাপলিন ‡ | চ্যাপলিন | [19] |
ড্যানিয়েল ডে-লুইস | নাথানিয়েল পো | দ্য লাস্ট অব দ্য মোহিক্যান্স | ||
টিম রবিন্স | গ্রিফিন মিল | দ্য প্লেয়ার | ||
স্টিভেন রে | ফার্গুস | দ্য ক্রাইং গেম | ||
১৯৯৩ (৪৭তম) |
অ্যান্থনি হপকিন্স | সি. এস. লুইস | শ্যাডোল্যান্ডস | [20] |
অ্যান্থনি হপকিন্স | জেমস স্টিভেন্স ‡ | দ্য রিমেইন্স অব দ্য ডে | ||
ড্যানিয়েল ডে লুইস | গেরি কনলন ‡ | অগাস্ট: ওসেজ কাউন্টি | ||
লিয়াম নিসন | অস্কার শিন্ডলার ‡ | শিন্ডলার্স লিস্ট | ||
১৯৯৪ (৪৮তম) |
হিউ গ্র্যান্ট | চার্লস | ফোর ওয়েডিং অ্যান্ড আ ফিউনারেল | [21] |
জন ট্রাভোল্টা | ভিনসেন্ট ভেগা | পাল্প ফিকশন | ||
টম হ্যাঙ্কস | ফরেস্ট গাম্প | ফরেস্ট গাম্প | ||
টেরেন্স স্ট্যাম্প | রাফ / বের্নাদেত্তা বাসেঞ্জার | দি অ্যাডভেঞ্চার অব প্রিসিলা, কুইন অব দ্য ডেজার্ট | ||
১৯৯৫ (৪৯তম) |
নাইজেল হথোর্ন ‡ | তৃতীয় জর্জ | দ্য ম্যাডনেস অব কিং জর্জ | [22] |
জনাথন প্রাইস | লাইটন স্ট্র্যাচি | ক্যারিংটন | ||
নিকোলাস কেজ | বেন স্যান্ডারসন | লিভিং লাস ভেগাস | ||
মাসিমো ত্রোইসি (মরণোত্তর) | মারিও রোপ্পোলো | ইল পোস্তিনো: দ্য পোস্টম্যান | ||
১৯৯৬ (৫০তম) |
জেফ্রি রাশ | ডেভিড হেলফগট † | শাইন | [23] |
ইয়ান ম্যাক্কেলেন | তৃতীয় রিচার্ড | থার্ড রিচার্ড | ||
টিমোথি স্পাল | মরিস পিউরলি | সিক্রেটস অ্যান্ড লাইজ | ||
রেফ ফাইঞ্জ | কাউন্ট লাজলো দ্য আলমাসি ‡ | দ্য ইংলিশ পেশন্ট | ||
১৯৯৭ (৫১তম) |
রবার্ট কার্লাইল | গ্যাজ স্কোফিল্ড | দ্য ফুল মন্টি | [24] |
কেভিন স্পেসি | জ্যাক ভিন্সেনেস | এল.এ. কনফিডেনশিয়াল | ||
বিলি কনলি | জন ব্রাউন | মিসেস ব্রাউন | ||
রে উইনস্টোন | রে | নিল বাই মাউথ | ||
১৯৯৮ (৫২তম) |
রবের্তো বেনিইনি † | গুইদো | লা ভিতা এ বেল্লা | [25] |
জোসেফ ফাইঞ্জ | উইলিয়াম শেকসপিয়র | শেকসপিয়ার ইন লাভ | ||
টম হ্যাঙ্কস | ক্যাপ্টেন জন এইচ. মিলার ‡ | সেভিং প্রাইভেট রায়ান | ||
মাইকেল কেইন | রে সে | লিটল ভয়েস | ||
১৯৯৯ (৫৩তম) |
কেভিন স্পেসি | লেস্টার বার্নহাম † | আমেরিকান বিউটি | [26] |
ওম পুরি | জর্জ খান | ইস্ট ইজ ইস্ট | ||
জিম ব্রডবেন্ট | গিলবার্ট | টপসি-টার্ভি | ||
রাসেল ক্রো | জেফ্রি উইগান্ড | দি ইনসাইড | ||
রেফ ফাইঞ্জ | মরিস বেন্দ্রা | দি এন্ড অব দি অ্যাফেয়ার |
বছর | অভিনেতা | ভূমিকা | চলচ্চিত্র | সূত্র |
---|---|---|---|---|
২০০০ (৫৪তম) |
জেমি বেল | বিলি এলিয়ট | বিলি এলিয়ট | [27] |
২০০১ (৫৫তম) |
রাসেল ক্রো ‡ | জন ফোর্ব্স ন্যাশ | আ বিউটিফুল মাইন্ড | [28] |
২০০২ (৫৬তম) |
ড্যানিয়েল ডে-লুইস ‡ | উইলিয়াম "বিল দ্য বুচার" কাটিং | গ্যাংস অফ নিউ ইয়র্ক | [29] |
২০০৩ (৫৭তম) |
বিল মারি ‡ | বব হ্যারিস | লস্ট ইন ট্রান্সলেশন | [30] |
২০০৪ (৫৮তম) |
জেমি ফক্স † | রে চার্লস | রে | [31] |
২০০৫ (৫৯তম) |
ফিলিপ সিমোর হফম্যান † | ট্রুম্যান ক্যাপোটি | ক্যাপোটি | [32] |
২০০৬ (৬০তম) |
ফরেস্ট হুইটেকার † | ইদি আমিন | দ্য লাস্ট কিং অব স্কটল্যান্ড | [33] |
২০০৭ (৬১তম) |
ড্যানিয়েল ডে-লুইস † | ড্যানিয়েল প্লেইনভিউ | দেয়ার উইল বি ব্লাড | [34] |
২০০৮ (৬২তম) |
মিকি রুর্ক ‡ | র্যান্ডি "দ্য র্যাম" রবিনসন | দ্য রেসলার | [35] |
২০০৯ (৬২তম) |
কলিন ফার্থ ‡ | জর্জ ফ্যালকনার | আ সিঙ্গল ম্যান | [36] |
বছর | অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
২০২০ (৭৪তম) |
অ্যান্থনি হপকিন্স | দ্য ফাদার | অ্যান্থনি | [46] |
আদর্শ গৌরব | দ্য হোয়াইট টাইগার | বলরাম হালওয়াই | ||
চ্যাডউইক বোজম্যান (মরণোত্তর) | মা রেইনিস ব্ল্যাক বটম | লিভি গ্রিন | ||
তাহার রহিম | দ্য মৌরিতানিয়ান | মোহামেদু ওলদ সালাহি | ||
মাস মিগেলসন | অ্যানাদার রাউন্ড | মার্টিন | ||
রিজ আহমেদ | সাউন্ড অব মেটাল | রুবেন স্টোন |
* পল স্কোফিল্ড ১৯৬৬ সালের একাডেমি পুরস্কার আয়োজনে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.