Remove ads
বাংলাদেশের চলচ্চিত্র পুরস্কার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গীত পরিচালকদের জন্য সর্বাপেক্ষা সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার; যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসাবে ১৯৭৬ সাল থেকে দেওয়া হয়। প্রথমবারের মত এই পুরস্কার অর্জন করেন দেবু ভট্টাচার্য ও লোকমান হোসেন ফকির যুগ্মভাবে চরিত্রহীন চলচ্চিত্রের জন্য। সর্বাধিক পাঁচবার এই পুরস্কার অর্জন করেন যৌথভাবে আলাউদ্দিন আলী ও আলম খান। এছাড়া চারবার ইমন সাহা এবং তিনবার করে এই পুরস্কার অর্জন করেন খন্দকার নুরুল আলম ও সুজেয় শ্যাম। একমাত্র নারী সঙ্গীত পরিচালক হিসেবে এই পুরস্কার অর্জন করেন ফেরদৌসী রহমান।[1]
জাতীয় চলচ্চিত্র শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক পুরস্কার | |
---|---|
বিবরণ | বাংলাদেশের চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনায় অবদানের জন্য |
অবস্থান | ঢাকা |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী |
প্রথম পুরস্কৃত | ১৯৭৫ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৮ |
বর্তমানে আধৃত | ইমন সাহা (জান্নাত) |
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
বছর | সঙ্গীত পরিচালক | চলচ্চিত্র | মন্তব্য |
---|---|---|---|
১৯৭৫ | দেবু ভট্টাচার্য ও লোকমান হোসেন ফকির | চরিত্রহীন | [2] |
১৯৭৬ | ফেরদৌসী রহমান | মেঘের অনেক রং | |
১৯৭৭ | আজাদ রহমান | যাদুর বাঁশি | |
১৯৭৮ | আলাউদ্দিন আলী | গোলাপী এখন ট্রেনে | |
১৯৭৯ | আলাউদ্দিন আলী | সুন্দরী |
বছর | সঙ্গীত পরিচালক | চলচ্চিত্র | মন্তব্য |
---|---|---|---|
১৯৮০ | আলাউদ্দিন আলী | কসাই | [3] |
১৯৮১ | কোন পুরস্কার দেয়া হয় নি | ||
১৯৮২ | আলম খান | বড় ভালো লোক ছিল | [4] |
১৯৮৩ | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
১৯৮৪ | খন্দকার নুরুল আলম | চন্দ্রনাথ | |
১৯৮৫ | আলম খান | তিন কন্যা | [5] |
১৯৮৬ | খন্দকার নুরুল আলম | শুভদা | |
১৯৮৭ | আলম খান | সারেন্ডার | [5] |
১৯৮৮ | আলাউদ্দিন আলী | যোগাযোগ | [3] |
১৯৮৯ | আলী হোসেন | ব্যাথার দান |
বছর | সঙ্গীত পরিচালক | চলচ্চিত্র | মন্তব্য |
---|---|---|---|
১৯৯০ | আলাউদ্দিন আলী | লাখে একটা | [3] |
১৯৯১ | খন্দকার নুরুল আলম | পদ্মা মেঘনা যমুনা | |
১৯৯২ | আলম খান | দিনকাল | [5] |
১৯৯৩ | আজাদ রহমান | চাঁদাবাজ | [2] |
১৯৯৪ | সত্য সাহা | আগুনের পরশমণি | |
১৯৯৫ | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
১৯৯৬ | সত্য সাহা | অজান্তে | |
১৯৯৭ | খান আতাউর রহমান | এখনো অনেক রাত | |
১৯৯৮ | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
১৯৯৯ | মকসুদ জামিল মিন্টু | শ্রাবণ মেঘের দিন |
বছর | সঙ্গীত পরিচালক | চলচ্চিত্র | মন্তব্য |
---|---|---|---|
২০০০ | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য পুরস্কার দেওয়া হয়নি | [2] | |
২০০১ | আহমেদ ইমতিয়াজ বুলবুল | প্রেমের তাজমহল | |
২০০২ | সুজেয় শ্যাম | হাসন রাজা | |
২০০৩ | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
২০০৪ | সুজেয় শ্যাম | জয়যাত্রা | [6] |
২০০৫ | আহমেদ ইমতিয়াজ বুলবুল | হাজার বছর ধরে | |
২০০৬ | শেখ সাদী খান | ঘানি | |
২০০৭ | এস আই টুটুল | দারুচিনি দ্বীপ | |
২০০৮ | ইমন সাহা | চন্দ্রগ্রহণ | [7] |
২০০৯ | আলম খান | এবাদত | [8] |
সঙ্গীত পরিচালক | সংখ্যা |
---|---|
আলম খান | ৫ |
আলাউদ্দিন আলী | ৫ |
ইমন সাহা | ৪ |
খন্দকার নুরুল আলম | ৩ |
সুজেয় শ্যাম | ৩ |
সত্য সাহা | ২ |
আহমেদ ইমতিয়াজ বুলবুল | ২ |
রেকর্ড | সঙ্গীত পরিচালক | চলচ্চিত্র | বয়স (বিজয়ের সাল) |
---|---|---|---|
বয়োজ্যেষ্ঠ বিজয়ী | খান আতাউর রহমান | এখনো অনেক রাত | ৮০ (১৯৯৮) |
কনিষ্ঠতম বিজয়ী | ফেরদৌসী রহমান | মেঘের অনেক রং | ৩২ (১৯৭৭) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.