শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
বাংলাদেশের চলচ্চিত্র পুরস্কার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গীত পরিচালকদের জন্য সর্বাপেক্ষা সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার; যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসাবে ১৯৭৬ সাল থেকে দেওয়া হয়। প্রথমবারের মত এই পুরস্কার অর্জন করেন দেবু ভট্টাচার্য ও লোকমান হোসেন ফকির যুগ্মভাবে চরিত্রহীন চলচ্চিত্রের জন্য। সর্বাধিক পাঁচবার এই পুরস্কার অর্জন করেন যৌথভাবে আলাউদ্দিন আলী ও আলম খান। এছাড়া চারবার ইমন সাহা এবং তিনবার করে এই পুরস্কার অর্জন করেন খন্দকার নুরুল আলম ও সুজেয় শ্যাম। একমাত্র নারী সঙ্গীত পরিচালক হিসেবে এই পুরস্কার অর্জন করেন ফেরদৌসী রহমান।[1]
জাতীয় চলচ্চিত্র শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক পুরস্কার | |
---|---|
বিবরণ | বাংলাদেশের চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনায় অবদানের জন্য |
অবস্থান | ঢাকা |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী |
প্রথম পুরস্কৃত | ১৯৭৫ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৮ |
বর্তমানে আধৃত | ইমন সাহা (জান্নাত) |
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
বিজয়ী সঙ্গীত পরিচালক
১৯৭০-এর দশক
বছর | সঙ্গীত পরিচালক | চলচ্চিত্র | মন্তব্য |
---|---|---|---|
১৯৭৫ | দেবু ভট্টাচার্য ও লোকমান হোসেন ফকির | চরিত্রহীন | [2] |
১৯৭৬ | ফেরদৌসী রহমান | মেঘের অনেক রং | |
১৯৭৭ | আজাদ রহমান | যাদুর বাঁশি | |
১৯৭৮ | আলাউদ্দিন আলী | গোলাপী এখন ট্রেনে | |
১৯৭৯ | আলাউদ্দিন আলী | সুন্দরী |
১৯৮০-এর দশক
বছর | সঙ্গীত পরিচালক | চলচ্চিত্র | মন্তব্য |
---|---|---|---|
১৯৮০ | আলাউদ্দিন আলী | কসাই | [3] |
১৯৮১ | কোন পুরস্কার দেয়া হয় নি | ||
১৯৮২ | আলম খান | বড় ভালো লোক ছিল | [4] |
১৯৮৩ | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
১৯৮৪ | খন্দকার নুরুল আলম | চন্দ্রনাথ | |
১৯৮৫ | আলম খান | তিন কন্যা | [5] |
১৯৮৬ | খন্দকার নুরুল আলম | শুভদা | |
১৯৮৭ | আলম খান | সারেন্ডার | [5] |
১৯৮৮ | আলাউদ্দিন আলী | যোগাযোগ | [3] |
১৯৮৯ | আলী হোসেন | ব্যাথার দান |
১৯৯০-এর দশক
বছর | সঙ্গীত পরিচালক | চলচ্চিত্র | মন্তব্য |
---|---|---|---|
১৯৯০ | আলাউদ্দিন আলী | লাখে একটা | [3] |
১৯৯১ | খন্দকার নুরুল আলম | পদ্মা মেঘনা যমুনা | |
১৯৯২ | আলম খান | দিনকাল | [5] |
১৯৯৩ | আজাদ রহমান | চাঁদাবাজ | [2] |
১৯৯৪ | সত্য সাহা | আগুনের পরশমণি | |
১৯৯৫ | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
১৯৯৬ | সত্য সাহা | অজান্তে | |
১৯৯৭ | খান আতাউর রহমান | এখনো অনেক রাত | |
১৯৯৮ | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
১৯৯৯ | মকসুদ জামিল মিন্টু | শ্রাবণ মেঘের দিন |
২০০০-এর দশক
বছর | সঙ্গীত পরিচালক | চলচ্চিত্র | মন্তব্য |
---|---|---|---|
২০০০ | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য পুরস্কার দেওয়া হয়নি | [2] | |
২০০১ | আহমেদ ইমতিয়াজ বুলবুল | প্রেমের তাজমহল | |
২০০২ | সুজেয় শ্যাম | হাসন রাজা | |
২০০৩ | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
২০০৪ | সুজেয় শ্যাম | জয়যাত্রা | [6] |
২০০৫ | আহমেদ ইমতিয়াজ বুলবুল | হাজার বছর ধরে | |
২০০৬ | শেখ সাদী খান | ঘানি | |
২০০৭ | এস আই টুটুল | দারুচিনি দ্বীপ | |
২০০৮ | ইমন সাহা | চন্দ্রগ্রহণ | [7] |
২০০৯ | আলম খান | এবাদত | [8] |
২০১০-এর দশক
পরিসংখ্যান
একাধিকবার বিজয়ী
সঙ্গীত পরিচালক | সংখ্যা |
---|---|
আলম খান | ৫ |
আলাউদ্দিন আলী | ৫ |
ইমন সাহা | ৪ |
খন্দকার নুরুল আলম | ৩ |
সুজেয় শ্যাম | ৩ |
সত্য সাহা | ২ |
আহমেদ ইমতিয়াজ বুলবুল | ২ |
বয়সানুক্রমিক বিজয়ী
রেকর্ড | সঙ্গীত পরিচালক | চলচ্চিত্র | বয়স (বিজয়ের সাল) |
---|---|---|---|
বয়োজ্যেষ্ঠ বিজয়ী | খান আতাউর রহমান | এখনো অনেক রাত | ৮০ (১৯৯৮) |
কনিষ্ঠতম বিজয়ী | ফেরদৌসী রহমান | মেঘের অনেক রং | ৩২ (১৯৭৭) |
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.