Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জি সিনে পুরস্কার হল জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার। সমালোচকদের ভোটে এই পুরস্কারের বিজয়ী নির্ধারিত হয়ে থাকে। ১৯৯৮ সালের আয়োজন থেকে জি সিনে পুরস্কারের অংশ হিসেবে বলিউডের সেরা গীতিকারদের এই পুরস্কার প্রদান করা হচ্ছে। ২০০৯ ও ২০১০, ২০১৫ সালে এই পুরস্কার আয়োজিত হয়নি। ২০২১ ও ২০২২ সালে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে এই পুরস্কার আয়োজিত হয়নি।
শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জি সিনে পুরস্কার | |
---|---|
বিবরণ | সমালোচকদের দৃষ্টিতে শ্রেষ্ঠ গীতিকারের জন্য |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস |
প্রথম পুরস্কৃত | জাভেদ আখতার "সন্দেসে আতে হ্যায়" - বর্ডার (১৯৯৮) |
বর্তমানে আধৃত | কুমার "চলেয়া" - জাওয়ান (২০২৪) |
ওয়েবসাইট | zeecineawards |
এই বিভাগে প্রথম বিজয়ী জাভেদ আখতার বর্ডার (১৯৯৭) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেন। জাভেদ আখতার ও গুলজার সর্বাধিক চারবার করে এই পুরস্কার অর্জন করেন। এছাড়া একাধিকবার বিজয়ীদের মধ্যে অমিতাভ ভট্টাচার্য, ইরশাদ কামিল ও প্রসূন জোশী দুইবার করে পুরস্কার অর্জন করেন। সাম্প্রতিক বিজয়ী কুমার জাওয়ান (২০২৩) চলচ্চিত্রের "চলেয়া" গানের জন্য এই পুরস্কার অর্জন করেন।
বছর (আয়োজন) |
গীতিকার | গান | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|---|
১৯৯৭ (১ম) |
জাভেদ আখতার | "সন্দেসে আতে হ্যায়" | বর্ডার | [১][২] |
আনন্দ বখশী | "আই লাভ মাই ইন্ডিয়া" | পরদেস | ||
"দিল তো পাগল হ্যায়" | দিল তো পাগল হ্যায় | |||
"ভোলি সি সুরত" | ||||
সমীর | "সোনা কিতনা সোনা হ্যায়" | হিরো নাম্বার ওয়ান | ||
১৯৯৮ (২য়) |
সমীর | "কুছ কুছ হোতা হ্যায়" | কুছ কুছ হোতা হ্যায় | [৩] |
গুলজার | "ছাইয়্যা ছাইয়্যা" | দিল সে.. | ||
জাভেদ আখতার | "কাটাই আঁখোঁ ওয়ালা" | ডুপ্লিকেট | ||
"মেরে মেহবুব মেরে সনম" | ডুপ্লিকেট | |||
সমীর | "ও জানে জানা" | প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া | ||
১৯৯৯ (৩য়) |
আনন্দ বখশী | "ইশ্ক বিনা" | তাল | [৪][৫] |
আনন্দ বখশী | "তাল সে তাল" | তাল | ||
দেব কোহলি | "বিবি নাম্বার ওয়ান" | বিবি নাম্বার ওয়ান | ||
ইসরার আনসারি | "জিন্দগি মউত বন জায়ে" | সরফরোশ | ||
মহবুব | "চাঁদ ছুপা বাদল মেঁ" | হাম দিল দে চুকে সনম |
বছর (আয়োজন) |
গীতিকার | গান | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|---|
২০০০ (৪র্থ) |
জাভেদ আখতার | "পঞ্ছি নদীয়া" | রিফিউজি | [৬] |
২০০১ (৫ম) |
জাভেদ আখতার | "রাধা ক্যায়সে না জলে" | লগান | [৭] |
অনিল পাণ্ডে | মনোনীত কর্মের উল্লেখ নেই | |||
আনন্দ বখশী | ||||
গুলজার | ||||
জাভেদ আখতার | ||||
২০০২ (৬ষ্ঠ) |
গুলজার | "সাথিয়া" | সাথিয়া | [৮] |
২০০৩ (৭ম) |
অমৃতা প্রীতম | "চরখা চলাতি হ্যায়" | পিঞ্জর | [৯][১০] |
জাভেদ আখতার | "আচ্চি লাগতি হো" | কুছ না কহো | ||
"তওবা তুমহারে ইশারে" | চলতে চলতে | |||
"না শিকওয়া হোতা" | তহজিব | |||
সাঈদ কাদরী | "আওয়ারাপন বানজারাপন" | জিস্ম | ||
২০০৪ (৮ম) |
জাভেদ আখতার | "অ্যায় জো দেস হ্যায় তেরা" | স্বদেশ | [১১] |
২০০৫ (৯ম) |
স্বানন্দ কিরকিরে | "পিয়ু বলে" | পরিণীতা | [১২][১৩] |
অসীম রাজা | "জিয়া ধড়ক ধড়ক" | কলিযুগ | ||
গুলজার | "কাজরা রে" | বান্টি অউর বাবলি | ||
জাভেদ আখতার | "হাম হ্যাঁয় ইস পল ইয়াহাঁ" | কিসনা | ||
সমীর | "আশিক বনায়া আপনে" | আশিক বনায়া আপনে | ||
২০০৬ (১০ম) |
প্রসূন জোশী | "মস্তি কা পাঠশালা" | রং দে বাসন্তী | [১৪][১৫] |
গুলজার | "বিড়ি জালাইলে" | ওমকারা | ||
জাভেদ আখতার | "মিতওয়া" | কাভি আলবিদা না কেহনা | ||
মীর আলি হুসেন | "ইয়ে হোঁসলা" | ডোর | ||
স্বানন্দ কিরকিরে | "বান্দে মেঁ থা দম" | লাগে রাহো মুন্না ভাই | ||
২০০৭ (১১তম) |
প্রসূন জোশী | "মা" | তারে জমিন পর | [১৬][১৭] |
গুলজার | "তেরে বিনা" | গুরু | ||
জাভেদ আখতার | "ম্যাঁয় আগার কাহুঁ" | ওম শান্তি ওম | ||
সমীর | "জব সে তেরে ন্যায়না" | সাওয়ারিয়া | ||
সাঈদ কাদরী | "ইন দিনো" | লাইফ ইন এ... মেট্রো | ||
২০০৮ (–) |
আয়োজিত হয়নি | |||
২০০৯ (–) |
আয়োজিত হয়নি |
বছর (আয়োজন) |
গীতিকার | গান | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|---|
২০১০ (১২তম) |
গুলজার | "দিল তো বাচ্চা হ্যায়" | ইশকিয়া | [১৮][১৯] |
ইরশাদ কামিল | "তুম জো আয়ে জিন্দগি মেঁ" | ওয়ান্স আপ আ টাইম ইন মুম্বাই | ||
ইরশাদ কামিল | "পি লুঁ" | ওয়ান্স আপ আ টাইম ইন মুম্বাই | ||
নিরঞ্জন আয়ঙ্গার | "সাজদা" | মাই নেম ইজ খান | ||
ফয়েজ আনোয়ার | "তেরে মস্ত মস্ত দো নয়ন" | দাবাং | ||
বিশাল দাদলানি | "শিলা কি জওয়ানি" | তিস মার খাঁ | ||
সমীর | "মোরা পিয়া" | রাজনীতি | ||
২০১১ (১৩তম) |
ইরশাদ কামিল | "নাদান পরিন্দে" | রকস্টার | [২০] |
অন্য কোন মনোনীত নেই | ||||
২০১২ (১৪তম) |
কৌসার মুনির | "পরেশান" | ইশকজাদে | [২১] |
অন্য কোন মনোনীত নেই | ||||
২০১৩ (১৫তম) |
মিথুন শর্মা | "তুম হি হো" | আশিকি ২ | [২২][২৩] |
অমিতাভ ভট্টাচার্য | "কবিরা" | ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি | ||
"শিকায়াতেঁ" | লুটেরা | |||
প্রসূন জোশী | "জিন্দা" | ভাগ মিলখা ভাগ | ||
সন্দীপ নাথ | "সুন রহা হ্যায়" | আশিকি ২ | ||
স্বানন্দ কিরকিরে | "মাঞ্ঝা" | কায় পো চে! | ||
২০১৪ (–) |
আয়োজিত হয়নি | |||
২০১৫ (১৬তম) |
বরুণ গ্রোবর | "মোহ মোহ কে দাগে" | দম লগা কে হইশা | [২৪][২৫] |
ইরশাদ কামিল | "আগার তুম সাথ হো" | তামাশা | ||
এ. এম. তুরাজ | "আয়াত" | বাজীরাও মাস্তানী | ||
সঞ্জীব শর্মা | "ভোর" | মসান | ||
সিদ্ধার্থ-গরিমা | "মোহে রঙ দো লাল" | বাজীরাও মাস্তানী | ||
২০১৬ (১৭তম) |
ইরশাদ কামিল | "জগ ঘুমেয়া" | সুলতান | [২৬][২৭] |
অমিতাভ ভট্টাচার্য | "অ্যায় দিল হ্যায় মুশকিল" | অ্যায় দিল হ্যায় মুশকিল | ||
"চান্না মেরেয়া" | ||||
"বুলেয়া" | ||||
ইরশাদ কামিল | "সুলতান" | সুলতান | ||
২০১৭ (১৮তম) |
অমিতাভ ভট্টাচার্য | "জালিমা" | রইস | [২৮][২৯] |
অখিল সচদেব | "হামসফর" | বদ্রীনাথ কি দুলহনিয়া | ||
আর্কো প্রবো মুখার্জী | "তু নজম নজম" | বরেলি কি বর্ফী | ||
ইরশাদ কামিল | "হাওয়ায়েঁ" | জব হ্যারি মেট সেজল | ||
কৌসার মুনির | "মানা কে হাম ইয়ার নহিঁ" | মেরি প্যায়ারি বিন্দু | ||
"ম্যাঁয় কৌন হুঁ" | সিক্রেট সুপারস্টার | |||
মনোজ মুন্তশির | "ম্যাঁয় ফির ভি তুমকো চাহুঙ্গা" | হাফ গার্লফ্রেন্ড | ||
২০১৮ (১৯তম) |
গুলজার | "দিলবারো" | রাজি | [৩০] |
অমিতাভ ভট্টাচার্য | "ধড়ক" | ধড়ক | ||
ইরশাদ কামিল | "মেরে নাম তু" | জিরো | ||
এ. এম. তুরাজ | "এক দিল এক জান" | পদ্মাবত | ||
গুলজার | "অ্যায় ওয়াতন" | রাজি | ||
জাভেদ আখতার | "ম্যাঁয় জিন্দা হুঁ" | পল্টন | ||
২০১৯ (২০তম) |
মনোজ মুন্তশির | "তেরি মিট্টি" | কেসরি | [৩১] |
বছর (আয়োজন) |
গীতিকার | গান | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|---|
২০২০ (–) |
কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে আয়োজিত হয়নি | |||
২০২১ (–) |
কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে আয়োজিত হয়নি | |||
২০২২ (২১তম) |
অমিতাভ ভট্টাচার্য | "কেসরিয়া" | ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা | [৩২] |
২০২৩ (২২তম) |
কুমার | "চলেয়া" | জাওয়ান | [৩৩] |
জয় | গীতিকার |
---|---|
৪ | জাভেদ আখতার |
গুলজার | |
২ | অমিতাভ ভট্টাচার্য |
ইরশাদ কামিল | |
প্রসূন জোশী |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.