৩য় জি সিনে পুরস্কার
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
৩য় লাক্স জি সিনে পুরস্কার ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত সেরা ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্রসমূহকে স্বীকৃতি প্রদান করে। জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি ২০০০ সালের ১১ই মার্চ মুম্বইয়ের আন্ধেরী স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।[১]
৩য় জি সিনে পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ১১ মার্চ ২০০০ | |||
স্থান | আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্স, মুম্বই, ভারত | |||
সংগঠক | জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | হাম দিল দে চুকে সনম | |||
শ্রেষ্ঠ অভিনেতা | আমির খান (সরফরোশ) | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | ঐশ্বর্যা রাই (হাম দিল দে চুকে সনম) | |||
সর্বাধিক পুরস্কার | হাম দিল দে চুকে সনম (১১) | |||
সর্বাধিক মনোনয়ন | হাম দিল দে চুকে সনম (২৫) | |||
টেলিভিশন আওতা | ||||
নেটওয়ার্ক | জি টিভি | |||
|
হাম দিল দে চুকে সনম সর্বাধিক ২৫টি মনোনয়ন লাভ করে। এরপর হাম সাথ-সাথ হ্যাঁয় ১২টি এবং সরফরোশ ও তাল ১১টি করে মনোনয়ন লাভ করে। সালমান খান বিবি নাম্বার ওয়ান ও হাম সাথ-সাথ হ্যাঁয় চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে দুটি মনোনয়ন লাভ করেন।
হাম দিল দে চুকে সনম শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক (সঞ্জয় লীলা ভন্সালী) ও শ্রেষ্ঠ অভিনেত্রী (ঐশ্বর্যা রাই)-সহ ১১টি পুরস্কার অর্জন করে। এরপর তাল ৪টি এবং বাস্তব - দ্য রিয়্যালটি, সরফরোশ ও হাম সাথ-সাথ হ্যাঁয় ২টি করে পুরস্কার অর্জন করে।[২][৩][৪][৫][৬]
বিজয়ী ও মনোনীত
সারাংশ
প্রসঙ্গ
নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে উল্লেখ করা হয়েছে।







জনপ্রিয় পুরস্কার
শ্রেষ্ঠ চলচ্চিত্র | শ্রেষ্ঠ পরিচালক |
---|---|
|
|
শ্রেষ্ঠ অভিনেতা | শ্রেষ্ঠ অভিনেত্রী |
|
|
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী |
|
|
শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী | শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী |
|
|
শ্রেষ্ঠ নবাগত অভিনেতা | শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী |
|
|
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা | শ্রেষ্ঠ গীতিকার |
|
|
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য সঙ্গীতশিল্পী | শ্রেষ্ঠ নারী নেপথ্য সঙ্গীতশিল্পী |
|
|
কারিগরী পুরস্কার
শ্রেষ্ঠ কাহিনি | শ্রেষ্ঠ চিত্রনাট্য |
---|---|
|
|
শ্রেষ্ঠ সংলাপ | শ্রেষ্ঠ চিত্রগ্রহণ |
|
|
শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা | শ্রেষ্ঠ মারপিট |
|
|
শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা | শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা |
|
|
শ্রেষ্ঠ আবহ সঙ্গীত | শ্রেষ্ঠ গান রেকর্ডিং |
|
|
শ্রেষ্ঠ শব্দগ্রহণ | শ্রেষ্ঠ শব্দ পুনঃগ্রহণ |
|
|
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা | শ্রেষ্ঠ রূপসজ্জা |
|
|
শ্রেষ্ঠ বিশেষ প্রভাব (ভিজ্যুয়াল) | শ্রেষ্ঠ কারিগরী পরিচালক |
|
|
বিশেষ পুরস্কার
আজীবন সম্মাননা | |
---|---|
|
|
| |
লাক্স বর্ষসেরা মুখ | |
| |
একাধিক পুরস্কার ও মনোনয়ন
মনোনয়ন | চলচ্চিত্র |
---|---|
২৫ | হাম দিল দে চুকে সনম |
১২ | হাম সাথ-সাথ হ্যাঁয় |
১১ | সরফরোশ |
তাল | |
৭ | বাদশাহ |
বিবি নাম্বার ওয়ান | |
৫ | গডমাদার |
হাম আপকে দিল মেঁ রহতে হ্যায় | |
বাস্তব - দ্য রিয়্যালটি | |
৪ | হিন্দুস্তান কি কসম |
৩ | অর্জুন পণ্ডিত |
হু তু তু | |
২ | আ আব লট চলে |
হাসিনা মান জায়েগি | |
খুবসুরত | |
মস্ত | |
শহীদ উধম সিং | |
জয় | চলচ্চিত্র |
---|---|
১১ | হাম দিল দে চুকে সনম |
৪ | তাল |
২ | হাম সাথ-সাথ হ্যাঁয় |
সরফরোশ | |
বাস্তব - দ্য রিয়্যালটি | |
আরও দেখুন
- ১৯৯৯ সালের হিন্দি চলচ্চিত্রের তালিকা
- ১ম আইফা পুরস্কার
- ৪৫তম ফিল্মফেয়ার পুরস্কার
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.