শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জি সিনে পুরস্কার
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জি সিনে পুরস্কার হল জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার। সমালোচকদের ভোটে এই পুরস্কারের বিজয়ী নির্ধারিত হয়ে থাকে। ১৯৯৮ সালে অনুষ্ঠিত ১ম আয়োজন থেকে জি সিনে পুরস্কারের অংশ হিসেবে বলিউডের সেরা পার্শ্ব অভিনেত্রীদের এই পুরস্কার প্রদান করা হচ্ছে। ২০০৯ ও ২০১০, ২০১৫ সালে এই পুরস্কার আয়োজিত হয়নি। ২০২১ ও ২০২২ সালে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে এই পুরস্কার আয়োজিত হয়নি।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জি সিনে পুরস্কার | |
---|---|
![]() ২০২৪-এর বিজয়ী: ডিম্পল কপাড়িয়া | |
বিবরণ | সমালোচকদের দৃষ্টিতে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস |
প্রথম পুরস্কৃত | ১৯৯৮ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৪ |
বর্তমানে আধৃত | ডিম্পল কপাড়িয়া (পাঠান) |
ওয়েবসাইট | zeecineawards |
এই বিভাগে প্রথম বিজয়ী কারিশমা কাপুর দিল তো পাগল হ্যায় (১৯৯৭) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেন। সুস্মিতা সেন, দিব্যা দত্তা, স্বরা ভাস্কর, ও শাবানা আজমি সর্বাধিক দুইবার করে এই পুরস্কার অর্জন করেন। সাম্প্রতিক বিজয়ী ডিম্পল কপাড়িয়া পাঠান (২০২৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেন।
বিজয়ী ও মনোনীতদের তালিকা














১৯৯০-এর দশক
বছর (আয়োজন) |
অভিনেত্রী | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র. |
---|---|---|---|---|
১৯৯৭ (১ম) |
কারিশমা কাপুর | দিল তো পাগল হ্যায় | নিশা | [১] [২] |
উর্মিলা মাতন্ডকর | জুদাই | জাহ্নবী সাহনি বর্মা | ||
কাজল | ইশ্ক | কাজল শর্মা | ||
পূজা বত্রা | বিরাসত | অনিতা | ||
ফরিদা জালাল | দিল তো পাগল হ্যায় | অজয়ের মা | ||
১৯৯৮ (২য়) |
রানী মুখার্জী | কুছ কুছ হোতা হ্যায় | টিনা মলহোত্রা | [৩] |
অঞ্জলা জাবেরী | প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া | উজালা | ||
প্রীতি জিন্টা | দিল সে.. | প্রীতি সিং | ||
ফরিদা জালাল | জব প্যায়ার কিসিসে হোতা হ্যায় | কোমলের মা | ||
সোনালী বেন্দ্রে | ডুপ্লিকেট | লিলি | ||
১৯৯৯ (৩য়) |
সুস্মিতা সেন | বিবি নাম্বার ওয়ান | রূপালি ওয়ালিয়া | [৪] |
তাবু | বিবি নাম্বার ওয়ান | লাভলি খুরানা | ||
নীলম কোঠারি | হাম সাথ-সাথ হ্যাঁয় | সঙ্গীতা চতুর্বেদী পাণ্ডে | ||
মৌসুমী চট্টোপাধ্যায় | আ আব লট চলে | রমা খান্না |
২০০০-এর দশক
বছর (আয়োজন) |
অভিনেত্রী | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র. |
---|---|---|---|---|
২০০০ (৪র্থ) |
জয়া বচ্চন | ফিজা | নিশাতদি ইকরামুল্লাহ | [৫] |
২০০১ (৫ম) |
মাধুরী দীক্ষিত | লজ্জা | জনকী | [৬] |
অনন্যা খাড়ে | ||||
ডিম্পল কপাড়িয়া | ||||
রেখা | ||||
রেচেল শেলি | ||||
২০০২ (৬ষ্ঠ) |
সুস্মিতা সেন | ফিলহাল... | সিয়া শেঠ | [৭] |
২০০৩ (৭ম) |
শাবানা আজমি | তহজিব | রুখসানা জামাল | [৮] |
জয়া বচ্চন | কাল হো না হো | জেনিফার কাপুর | ||
জুহি চাওলা | ৩ দিওয়ারেঁ | চন্দ্রিকা | ||
রেখা | কোই... মিল গয়া | সোনিয়া মেহরা | ||
রেবতী | ধুপ | সবিতা কাপুর | ||
২০০৪ (৮ম) |
দিব্যা দত্তা | বীর-জারা | শাবিনা "শাব্বো" ইব্রাহিম | [৯] |
কিশোরী বল্লাল | স্বদেশ | কাবেরী আম্মা | ||
মহিমা চৌধুরী | দোবারা | অঞ্জলি সেহগল | ||
রানী মুখার্জী | যুবা | শশী বিশ্বাস | ||
সুস্মিতা সেন | ম্যাঁয় হুঁ না | চান্দিনী চোপড়া | ||
২০০৫ (৯ম) |
আয়শা কাপুর | ব্ল্যাক | কিশোরী মিশেল ম্যাকনেলি | [১০] |
জুহি চাওলা | মাই ব্রাদার... নিখিল | অনামিকা | ||
শেরনাজ পটেল | ব্ল্যাক | ক্যাথরিন ম্যাকনেলি | ||
শ্বেতা প্রসাদ | ইকবাল | খাদিজা | ||
সন্ধ্যা মৃদুল | পেজ থ্রি | পার্ল সেকেইরা | ||
২০০৬ (১০ম) |
কঙ্কনা সেন শর্মা | ওমকারা | ইন্দু ত্যাগী | [১১] |
কিরণ খের | রং দে বাসন্তী | মিত্রো কৌর | ||
প্রীতি জিন্টা | কভি আলবিদা না কেহনা | রিয়া সরন | ||
রেখা | কৃষ | সোনিয়া মেহরা | ||
সোহা আলি খান | রং দে বাসন্তী | সোনিয়া চৌধরী / দুর্গাবতী দেবী | ||
২০০৭ (১১তম) |
শিল্পা শেট্টি | লাইফ ইন এ... মেট্রো | শিখা ঘোষ কাপুর | [১২] |
চিত্রশী রাওয়াত | চাক দে! ইন্ডিয়া | কোমল চৌটালা | ||
কঙ্কনা সেন শর্মা | লাইফ ইন এ... মেট্রো | শ্রুতি ঘোষ | ||
লারা দত্ত | ঝুম বরাবর ঝুম | আনাইদা রাজা/লায়লা | ||
টিস্কা চোপড়া | তারে জমিন পর | মায়া অবস্থি | ||
২০০৮ (–) |
আয়োজিত হয়নি | |||
২০০৯ (–) |
আয়োজিত হয়নি |
২০১০-এর দশক
বছর (আয়োজন) |
অভিনেত্রী | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র. |
---|---|---|---|---|
২০১০ (১২তম) |
প্রাচী দেসাই | ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই | মমতাজ | [১৩] |
২০১১ (১৩তম) |
স্বরা ভাস্কর | তনু ওয়েডস মনু | পায়েল | [১৪] |
অদিতি রাও হায়দারি | ইয়ে সালি জিন্দগি | শান্তি ঘোষ | ||
কাল্কি কেকল্যাঁ | জিন্দগি না মিলেগি দোবারা | নাতাশা অরোড়া | ||
দীপান্বিতা শর্মা | লেডিজ ভার্সাস রিকি বহল | রায়না পারুলকর | ||
নুসরত ভরুচা | প্যায়ার কা পঞ্চনামা | নেহা | ||
সন্ধ্যা মৃদুল | ফোর্স | স্বাতী কলসেকর | ||
২০১২ (১৪তম) |
অনুষ্কা শর্মা | জব তক হ্যায় জান | আকিরা রায় | [১৫] |
কঙ্গনা রানাওয়াত | কৃষ ৩ | কায়া | ||
বাণী কাপুর | শুদ্ধ দেসি রোমান্স | তারা | ||
শ্রদ্ধা কাপুর | গোরি তেরে প্যায়ার মেঁ | বসুধা নটরাজন | ||
হুমা কুরেশী | ডি-ডে | জোয়া রেহমান | ||
২০১৩ (১৫তম) |
দিব্যা দত্তা | ভাগ মিলখা ভাগ | ইশ্রি কৌর | [১৬] |
স্বরা ভাস্কর | রাঞ্ঝনা | বিন্দিয়া | ||
২০১৪ (–) |
আয়োজিত হয়নি | |||
২০১৫ (১৬তম) |
শ্বেতা ত্রিপাঠি | মসান | শালু গুপ্তা | [১৭] |
কঙ্কনা সেন শর্মা | তালবার | নূতন ট্যান্ডন | ||
তানবী আজমী | বাজীরাও মাস্তানী | রাধাবাঈ | ||
দিব্যা দত্তা | বদলাপুর | শোভা | ||
হুমা কুরেশী | বদলাপুর | জনকী "ঝিমলি" ডাগাঁওকর | ||
২০১৬ (১৭তম) |
শাবানা আজমি | নীরজা | রমা ভনোট | [১৮] |
কঙ্কনা সেন শর্মা | অকিরা | এসপি রাবিয়া সুলতান | ||
কারিনা কাপুর | উড়তা পাঞ্জাব | ড. প্রীত সাহনি | ||
তাবু | ফিতুর | বেগম হজরত জাহান | ||
রত্না পাঠক শাহ | কাপুর অ্যান্ড সন্স | সুনিতা কাপুর | ||
নিল বট্টে সন্নাটা | ড. দিওয়ান | |||
২০১৭ (১৮তম) |
মেহের বিজ | সিক্রেট সুপারস্টার | নাজমা মালিক | [১৯] |
কঙ্কনা সেন শর্মা | লিপস্টিক আন্ডার মাই বুরখা | শিরিন আসলাম | ||
নেহা ধুপিয়া | তুমহারি সুলু | মরিয়ম "মারিয়া" সুদ | ||
রত্না পাঠক শাহ | লিপস্টিক আন্ডার মাই বুরখা | ঊষা "রোজি" বুয়াজী | ||
সজল আলি | মম | আরিয়া সবরওয়াল | ||
সীমা পাহওয়া | বরেলি কি বর্ফী | সুশীলা মিশ্র | ||
২০১৮ (১৯তম) |
ক্যাটরিনা কাইফ | জিরো | ববিতা কুমারী | [২০] |
অশ্বিনী কলসেকর | আন্ধাধুন | রসিকা জওয়ান্ডা | ||
গীতাঞ্জলি রাও | অক্টোবর | বিদ্যা আইয়ার | ||
রাধিকা আপ্টে | আন্ধাধুন | সোফি | ||
শিখা তালসানিয়া | বীরে দি ওয়েডিং | মীরা | ||
সুরেখা সিকরি | বাধাই হো | দাদী | ||
২০১৯ (২০তম) |
ভূমি পেডনেকর | বালা | লতিকা ত্রিবেদী | [২১] |
২০২০-এর দশক
বছর (আয়োজন) |
অভিনেত্রী | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র. |
---|---|---|---|---|
২০২০ (–) |
কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে আয়োজিত হয়নি | |||
২০২১ (–) |
কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে আয়োজিত হয়নি | |||
২০২২ (২১তম) |
শিবা চড্ডা | ডক্টর জি | মিসেস ঠাকুর | [২২] |
২০২৩ (২২তম) |
ডিম্পল কপাড়িয়া | পাঠান | নন্দিনী গ্রেওয়াল | [২৩] |
একাধিক পুরস্কার
জয় | অভিনেত্রী |
---|---|
২ | সুস্মিতা সেন |
দিব্যা দত্তা | |
স্বরা ভাস্কর | |
শাবানা আজমি |
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.