মসান

হিন্দি ভাষার চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মসান

মসান (হিন্দি: मसान, অনুবাদ'শ্মশান'; ইংরেজি ভাষায় ফ্লাই অ্যাওয়ে সোলো নামেও পরিচিত) ২০১৫ সালের ভারতীয় হিন্দি ভাষার নাট্যধর্মী চলচ্চিত্র। এটি পরিচালক নীরজ ঘেওয়ান পরিচালিত প্রথম চলচ্চিত্র। ইন্দো-ফরাসি যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছে দৃশ্যম ফিল্মস, মাকাসার প্রোডাকশন্স, ফ্যান্টম ফিল্মস, শিখ্যা এন্টারটেইনমেন্ট, আর্ত ফ্রঁস সিনেমা এবং পাতে প্রোডাকশন্স। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ঋচা চড্ডা, ভিকি কৌশল, শ্বেতা ত্রিপাঠিসঞ্জয় মিশ্র

দ্রুত তথ্য মসান, পরিচালক ...
মসান
Thumb
চলচ্চিত্রের পোস্টার
मसान
পরিচালকনীরজ ঘেওয়ান
প্রযোজকঅনুরাগ কশ্যপ[১][২]
কাঞ্চন চন্দনানি
রচয়িতাবরুণ গ্রোবর
শ্রেষ্ঠাংশে
সুরকারইন্ডিয়ান ওশান
চিত্রগ্রাহকঅবিনাশ অরুণ
সম্পাদকনিতিন বৈদ
প্রযোজনা
কোম্পানি
  • দৃশ্যম ফিল্মস
  • মাকাসার প্রোডাকশন্স
  • ফ্যান্টম ফিল্মস
  • শিখ্যা এন্টারটেইনমেন্ট
  • আর্ত ফ্রঁস সিনেমা
  • পাতে প্রোডাকশন্স
পরিবেশকপাতে (ফ্রান্স)
মুক্তি
  • ১৯ মে ২০১৫ (2015-05-19) (কান)
  • ২৪ জুন ২০১৫ (2015-06-24) (ফ্রান্স)
  • ২৪ জুলাই ২০১৫ (2015-07-24) (ভারত)
স্থিতিকাল১০৯ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
বন্ধ

চলচ্চিত্রটি ২০১৫ সালে কান চলচ্চিত্র উৎসবের আঁ সেরতাঁ র‍্যগার শাখায় প্রদর্শিত হয় এবং দুটি পুরস্কার লাভ করে।[৩][৪][৫] এছাড়া চলচ্চিত্র ২০১৯ সালে নিউ ইয়র্ক দলিত চলচ্চিত্র ও সাংস্কৃতিক উৎসবের প্রথম আয়োজনে পারিয়েরুম পেরুমল (২০১৮), কালা (২০১৮) ও ফ্যান্ড্রি (২০১৩) চলচ্চিত্রের সাথে প্রদর্শিত হয়।[৬] নীরজ ঘেওয়ান এই চলচ্চিত্রের জন্য ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পরিচালকের অভিষেক চলচ্চিত্র বিভাগে ইন্দিরা গান্ধী পুরস্কার এবং ৬১তম ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ নবাগত পরিচালকের পুরস্কার লাভ করেন। এছাড়া চলচ্চিত্রটি ৬টি জি সিনে পুরস্কার, ১টি স্ক্রিন পুরস্কার ও ৩টি স্টারডাস্ট পুরস্কার লাভ করে।

অভিনয়শিল্পীদল

সঙ্গীত

দ্রুত তথ্য মসান, ইন্ডিয়ান ওশান কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম ...
মসান
ইন্ডিয়ান ওশান
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ জুলাই ২০১৫ (2015-July-07)[৭]
ঘরানাচলচ্চিত্রের সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য১৮:০৭
ভাষাহিন্দি
সঙ্গীত প্রকাশনীজি মিউজিক কোম্পানি
বহিঃস্থ অডিও
ইউটিউবে Audio Jukebox
বন্ধ

মসান চলচ্চিত্রের গানের সুর করেছে সঙ্গীতদল ইন্ডিয়ান ওশান এবং গীত লিখেছেন বরুণ গ্রোবর। অ্যালবামটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা লাভ করে।[৮][৯]

আরও তথ্য মসান চলচ্চিত্রের গানের তালিকা, নং. ...
মসান চলচ্চিত্রের গানের তালিকা
নং.শিরোনামগীতিকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."তু কিসি রেল সি"বরুণ গ্রোবরস্বানন্দ কিরকিরে০৩:৫০
২."মন কস্তুরি"সঞ্জীব শর্মা, বরুণ গ্রোবরঅমিত কিলম০৭:১৩
৩."ভোর"সঞ্জীব শর্মাঅমিত কিলম, রাহুল রাম ও হিমাংশু জোশি০৭:০০
বন্ধ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.