১৯তম জি সিনে পুরস্কার
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
১৯তম জি সিনে পুরস্কার ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সেরা ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্রসমূহকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান। এটি ২০১৯ সালের ১৯শে মার্চ মুম্বইয়ের বান্দ্রা কারলা কমপ্লেক্সের এমএমডিআরএ গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়[১] এবং ২০১৯ সালের ৩১শে মার্চ জি সিনেমায় প্রচারিত হয়।[২] অনুষ্ঠানের মূল উপস্থাপক ছিলেন ভিকি কৌশল ও কার্তিক আর্যন এবং মালাইকা অরোরা, আয়ুষ্মান খুরানা ও অপারশক্তি খুরানা একটি করে অংশ উপস্থাপনা করেন।
১৯তম জি সিনে পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ১৯ মার্চ ২০১৯ | |||
স্থান | বান্দ্রা কারলা কমপ্লেক্স, মুম্বই, ভারত | |||
উপস্থাপক | ভিকি কৌশল কার্তিক আর্যন মালাইকা অরোরা আয়ুষ্মান খুরানা অপারশক্তি খুরানা | |||
অফিসিয়াল ওয়েবসাইট | zeecineawards | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র: জুরি পছন্দ | রাজি | |||
শ্রেষ্ঠ চলচ্চিত্র: দর্শকের পছন্দ | সঞ্জু | |||
শ্রেষ্ঠ অভিনেতা | ||||
শ্রেষ্ঠ অভিনেত্রী |
| |||
সর্বাধিক পুরস্কার | পদ্মাবত (৬) | |||
সর্বাধিক মনোনয়ন | পদ্মাবত (১৪) | |||
টেলিভিশন আওতা | ||||
নেটওয়ার্ক | জি সিনেমা | |||
|
পদ্মাবত সর্বাধিক ১৪টি মনোনয়ন লাভ করে, এরপর আন্ধাধুন ও রাজি ৯টি করে মনোনয়ন পায়। পদ্মাবত শ্রেষ্ঠ পরিচালকসহ সর্বাধিক ৬টি পুরস্কার অর্জন করে। এরপর আন্ধাধুন ও রাজি যথাক্রমে ৫টি ও ৪টি পুরস্কার লাভ করে।[৩][৪][৫]
অনুষ্ঠান
অনুষ্ঠানটি ২০২০ সালের ১৯শে মার্চ মুম্বইয়ের বান্দ্রা কারলা কমপ্লেক্সের এমএমডিআরএ গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালের ৩১শে মার্চ জি সিনেমায় সম্প্রচারিত হয়।[৬] ভিকি কৌশল ও কার্তিক আর্যন অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।[৭] এছাড়া মালাইকা অরোরা, আয়ুষ্মান খুরানা ও অপারশক্তি খুরানা একটি করে অংশ উপস্থাপনা করেন।[৮]
বিজয়ী ও মনোনীত
সারাংশ
প্রসঙ্গ
২০১৯ সালের ২৩শে ফেব্রুয়ারি দর্শকের পছন্দ বিভাগের মনোনয়ন ঘোষণা করা হয়।[৯] প্রথমবারের মত এই বিভাগে সামাজিক মাধ্যমের অনুভূতি ব্যবহার করা হয়। দর্শকদের জি৫ অ্যাপ বা জি সিনে পুরস্কারের সামাজিক মাধ্যম তথা ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম এবং ওয়েবসাইটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়।[৯]
নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা প্রদান করা হয়েছে। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে উল্লেখিত।






দর্শকের পছন্দ
শ্রেষ্ঠ চলচ্চিত্র | বর্ষসেরা গান |
---|---|
|
|
শ্রেষ্ঠ অভিনেতা | শ্রেষ্ঠ অভিনেত্রী |
|
|
সমালোচকদের পছন্দ
শ্রেষ্ঠ চলচ্চিত্র | শ্রেষ্ঠ পরিচালক |
---|---|
| |
শ্রেষ্ঠ অভিনেতা | শ্রেষ্ঠ অভিনেত্রী |
|
|
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী |
|
|
শ্রেষ্ঠ কৌতুক অভিনয়শিল্পী | শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী |
|
|
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | শ্রেষ্ঠ গীতিকার |
|
|
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য সঙ্গীতশিল্পী | শ্রেষ্ঠ নারী নেপথ্য সঙ্গীতশিল্পী |
|
|
কারিগরী পুরস্কার
শ্রেষ্ঠ কাহিনি | শ্রেষ্ঠ চিত্রনাট্য |
---|---|
|
|
শ্রেষ্ঠ সংলাপ | শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা |
|
|
শ্রেষ্ঠ আবহ সঙ্গীত | শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা |
|
|
শ্রেষ্ঠ নির্মাণ পরিকল্পনা | শ্রেষ্ঠ চিত্রগ্রহণ |
|
|
শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা | শ্রেষ্ঠ চাক্ষুস প্রভাব |
|
|
শ্রেষ্ঠ মারপিঠ | |
|
বিশেষ পুরস্কার
আজীবন সম্মাননা পুরস্কার |
---|
বর্ষসেরা অসাধরণ যুগল |
|
সামাজিক পরিবর্তনে অসাধারণ আইকন |
|
বর্ষসেরা অসাধারণ অভিনয় |
|
আরও দেখুন
- ২০১৮ সালের হিন্দি চলচ্চিত্রের তালিকা
- ২০তম আইফা পুরস্কার
- ৬৪তম ফিল্মফেয়ার পুরস্কার
- ২৫তম স্ক্রিন পুরস্কার
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.