শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
সোনু সুদ
ভারতীয় অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
সোনু সুদ একজন ভারতীয় অভিনেতা, মডেল এবং প্রযোজক যিনি হিন্দী, তেলুগু এবন তামিল চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি অল্প কিছু কন্নড় ও পাঞ্জাবী ছবিতেও অভিনয় করেছেন। এছাড়াও তিনি সমাজসেবা কাজের সঙ্গে যুক্ত আছেন। কোভিড -১৯ এর সময়কালে অনেক মানুষের উপকার করেছেন। তিনি একমাত্র অভিনেতা যে কিনা নিজের সম্পত্তি বন্ধক করেছিলেন গরীব মানুষদের উপকার করার জন্য।
Remove ads
অভিনয় জীবন
১৯৯৯ সালে সুদ তামিল ভাষার চলচ্চিত্র কাল্লাঝাগার এবং নেঞ্জিনিলে অভিনয় করেন। এরপরে তিনি তেলুগু চলচ্চিত্র হ্যান্ডস আপে ২০০০ সালে অভিনয় করেন। ২০০১ সালে তিনি মাজুনু তে অভিনয় করেন।
২০০২ সালে শাহেদ এ আজমে অভিনয়ের মাধ্যমে হিন্দী চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ২০০৪ সালে মনি রত্নমের যুবা এবং ২০০৫ সালে আশিক বানায়া আপনেতে অভিনয় করেন।
চলচ্চিত্র
- সিম্বা (২০১৮)
- হ্যাপি নিউ ইয়ার (২০১৪)
- দাবাং (২০১০)
- কুংফু যোগ (২০১৭)
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads