Loading AI tools
ভারতীয় অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রাজকুমার রাও (জন্ম ৩১ আগস্ট ১৯৮৪), একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। রাজকুমার হিন্দি চলচ্চিত্র জগতে নিজেকে একজন শক্তিমান অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। রাজকুমার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন পুরস্কার অর্জন করেছেন।
রাজকুমার রাও | |
---|---|
জন্ম | |
অন্যান্য নাম | রাজকুমার যাদব |
মাতৃশিক্ষায়তন | দিল্লি বিশ্ববিদ্যালয় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০১০ - বর্তমান |
দাম্পত্য সঙ্গী | পত্রলেখা পাল |
ভারতের হরিয়ানার গুড়গাঁও এ রাজকুমারের জন্ম এবং সেখানেই তিনি বেড়ে উঠেছেন। রাজকুমার দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন এবং পরে অভিনয় নিয়ে ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে পড়াশুনা শেষ করেছেন। এরপর রাজকুমার মুম্বাইয়ে আসেন এবং পরীক্ষামুলক কাহিনীধর্মী সিনেমা লাভ সেক্স অউর ধোঁকা (২০১০) দিয়ে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন । কয়েকটি সংক্ষিপ্ত ভূমিকাতে অভিনয়ে পর তার বড় সাফল্য আসে কাহিনীধর্মী চলচ্চিত্র কাই পো চে! (২০১৩) দিয়ে। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পান। এরপর তিনি শহীদ আজমীর জীবনীনির্ভর চলচ্চিত্র শহিদ (২০১৩)-এ অভিনয় করেন, এর জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা সমালোচক পুরস্কার পুরস্কার লাভ করেন।
রাজকুমার রাও ভারতের হরিয়াণা রাজ্যের গুড়গাঁও এ আহিরওয়াল পরিবারে জন্মগ্রহণ করে। গুড়গাঁও এর এসএইচ. এস. এন. সিদ্ধেশ্বর পাবলিক স্কুল থেকে স্কুল জীবন শেষ করে দিল্লী বিশ্ববিদ্যালয় এর অধীনস্থ আত্মা রাম সনাতন ধর্ম কলেজ থেকে কলা বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি একসময়ে সিতিজ নিধি এবং দিল্লীর শ্রী রাম কেন্দ্রে থিয়েটার করতো। ২০০৮ সালে সে ভারতে পুনেতে অবস্থিত ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে স্নাতক লাভ করে এবং মুম্বাই ফিরে আসে।
ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে পাশ করার পর তিনি ২০১০ এর দিকে এক বছরের মতো চলচ্চিত্র স্টুডিও এবং কাস্টিং ডিরেক্টরদের সাথে পরিদর্শন করতো। ২০১০ এর দিকে যখন দিবাকর ব্যানার্জী তার নতুন চলচ্চিত্র লাভ সেক্স অউর ধোঁকা এর নতুন মুখ খুঁজছিল তখন রাজকুমার রাও তার প্রথম সুযোগ পায়।[1]
তার পরবর্তী চলচ্চিত্র ছিলো একতা কাপুর এর রাগিনি এমএমএস। সেখানে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করেন। এই দুই চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় এবং প্রশংসা পাবার পর তিনি যখন বিজয় নামবিয়ার এর শয়তান চলচ্চিত্রে অভিনয় করেন তা দেখে "রেডিফ" এর সমালোচক রাজা সেন এর তাকে নিয়ে মন্তব্য ছিলো দুর্দান্ত। [2]
২০১২ সালে বেশ কয়েকটি সংক্ষিপ্ত তবে বেশ চরিত্র তবে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। যেমন, গ্যাংস অফ ওয়াসেপুর - পার্ট ২, চিটাগাং এবং তালাশ। লাভ সেক্স অউর ধোঁকা-এ তার অভিনয় দেখে অনুরাগ কাশ্যপ "গ্যাংস অফ ওয়াইসপুর" এর জন্য তাকে বাছাই করেন।
যে চলচ্চিত্রগুলি এখনও মুক্তি পায়নি তা নির্দেশ করে |
বছর | চলচ্চিত্র | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০১০ | লাভ সেক্স অর ধোকা | আদর্শ | |
২০১১ | রাগিনি এমএমএস | উদয় | |
২০১১ | শয়তান | মালোয়াঙ্কার পিন্টা | |
২০১২ | গ্যাংস অফ ওয়াইসপুর - পার্ট ২ | সামসাদ আলম | |
২০১২ | চিটাগাং | লোকনাথ বল | |
২০১২ | তালাশ | দেবরাথ কুলকার্নি | |
২০১৩ | কাই পো চে! | গোবিন্দ প্যাটেল | |
২০১৩ | বয়েজ তো বয়েজ হে | ||
২০১৩ | ডি-ডে | মইন(ভয়েস) | ক্যামিও |
২০১৩ | শহীদ | শহীদ আজমী | |
২০১৪ | কুইন | বিজয় | |
২০১৪ | সিটিলাইটস | দীপক সিং | |
২০১৫ | ডলি কি ডলি | ||
২০১৫ | হামারি আধুরি কাহানি | হরি প্রসাদ | |
২০১৬ | আলিগড় | দীপু সেবাস্তিয়ান | |
২০১৭ | ট্রাপড | সউরিয়া | |
২০১৭ | রাবতা | মুয়াক্কিত | স্পেশার এপিয়ারেন্স |
২০১৭ | বহেন হোগি তেরি | শিব কুমার নাতুয়াল(গাট্টু) | |
২০১৭ | বারেলি কি বারফি | প্রিতম বিদ্রোহী | |
২০১৭ | নিউটন | নিউটন কুমার | |
২০১৭ | শাদি মে জরুর আনা | সত্যেন্দ্র | |
২০১৭ | বোসঃ ডেড/এলাইভ | সুভাষ চন্দ বোস | ওয়েব সিরিজ |
২০১৮ | স্ত্রী | ভিকি | |
২০১৯ | জাজমেন্টাল হ্যায় ক্যায়া | কেশব | |
২০১৯ | মেড ইন চায়না | রঘু |
বছর | চলচ্চিত্র | পুরস্কার | পুরস্কারের বিভাগ | ফলাফল | Ref. |
---|---|---|---|---|---|
২০১৪ | কাই পো চে! | স্ক্রিন পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র | মনোনীত | |
জি সিনে পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র | বিজয়ী | |||
ফিল্ম ফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র | মনোনীত | |||
শহীদ | শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক) | বিজয়ী | |||
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা | বিজয়ী | |||
প্রযোজক গিল্ড চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা |
মনোনীত | |||
২০১৫ | কুইন | স্ক্রিন পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র | মনোনীত | |
সিটিলাইটস | প্রযোজক গিল্ড চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা | মনোনীত | ||
2017 | আলিগড় |
ফিল্ম ফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র | মনোনীত | |
জি সিনে পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র | মনোনীত | |||
— | পেটার হটেস্ট নিরামিষ ভুজি সেলেব্রেটি | হটেস্ট নিরামিষ ভুজি | বিজয়ী | [3] | |
— | CNN-IBN ইন্ডিয়ান অফ দ্যা ইয়ার | বিনোদন | বিজয়ী | ||
— | জি কিউ পুরস্কার | বছরের সেরা অভিনেতা | বিজয়ী | ||
২০১৮ | — | জি সিনে পুরস্কার | অসাধারন প্রভাব পুরস্কার (পুরুষ) | বিজয়ী | [4] |
ট্রাপড | ভারতীয় চলচ্চিত্র উৎসব, মেলবোর্ন | শ্রেষ্ঠ অভিনেতা (স্পেশাল মেনশন) | বিজয়ী | ||
এফ ও আই অনলাইন পুরস্কার, ভারত | প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা | মনোনীত | |||
বারেলি কি বারফি | পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা |
বিজয়ী | |||
ফিল্ম ফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র | প্রক্রিয়াধীন | [5] | ||
জি সিনে পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র | মনোনীত | [6] | ||
স্টার স্ক্রিন পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র | বিজয়ী | |||
নিউটন | শ্রেষ্ঠ অভিনেতা(সমালোচক) | বিজয়ী | |||
এশিয়া প্যাসিফিক স্ক্রিন পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা | বিজয়ী | |||
জি সিনে পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা – পুরুষ (জুরির পছন্দ) | মনোনীত | |||
এফ ও আই অনলাইন পুরস্কার, ভারত | প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা | বিজয়ী | [7] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.