Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার হল ভারতের চলচ্চিত্রের অভিনেতাদের জন্য ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৯১ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। পূর্বে এই পুরস্কার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনয় সমালোচক পুরস্কার হিসেবে অভিনেতা বা অভিনেত্রীদের দেওয়া হত। পরে ১৯৯৮ সাল থেকে এই পুরস্কারকে অভিনেতা ও অভিনেত্রীদের জন্য আলাদা দুটি পুরস্কার প্রদান শুরু করে।
ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা সমালোচক পুরস্কার | |
---|---|
বিবরণ | সমালোচকদের দৃষ্টিতে শ্রেষ্ঠ অভিনেতার জন্য |
অবস্থান | ভারত |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | ফিল্মফেয়ার |
প্রথম পুরস্কৃত | ১৯৯১ (১৯৯০-এর চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০২০ (২০১৯-এর চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | আয়ুষ্মান খুরানা আর্টিকেল ফিফটিন (২০১৯) |
ওয়েবসাইট | filmfareawards |
অমিতাভ বচ্চন ২০০২, ২০০৬, ২০১৬ সালে এবং মনোজ বাজপেয়ী ১৯৯৯, ২০০০, ও ২০১৭ সালে সর্বাধিক তিনবার এই পুরস্কার লাভ করেন। শাহরুখ খান ১৯৯৪ ও ২০০১ সালে এবং রণবীর কাপুর ২০১০ ও ২০১২ সালে দুইবার এই পুরস্কার লাভ করেন। ২০১৯ সালের আয়োজন পর্যন্ত দুইবার যৌথভাবে এই পুরস্কার প্রদান করা হয়, প্রথমবার ২০১৭ সালে মনোজ বাজপেয়ী ও শহীদ কাপুরকে এবং দ্বিতীয়বার ২০১৯ সালে আয়ুষ্মান খুরানা ও রণবীর সিংকে।
বছর (আয়োজন) |
অভিনেতা | চলচ্চিত্র | চরিত্র | সূত্র |
---|---|---|---|---|
১৯৯০ (৩৬তম) |
অনুপম খের | ড্যাডি | আনন্দ | [১] |
১৯৯১ (৩৭তম) |
পুরস্কার প্রদান করা হয় নি | |||
১৯৯২ (৩৮তম) |
অভিনেত্রী পুরস্কৃত হন | |||
১৯৯৩ (৩৯তম) |
শাহরুখ খান | কভি হাঁ কভি না | সুনিল | |
১৯৯৪ (৪০তম) |
অভিনেত্রী পুরস্কৃত হন | |||
১৯৯৫ (৪১তম) |
অভিনেত্রী পুরস্কৃত হন | |||
১৯৯৬ (৪২তম) |
অভিনেত্রী পুরস্কৃত হন |
বছর (আয়োজন) |
অভিনেতা | চলচ্চিত্র | চরিত্র | সূত্র |
---|---|---|---|---|
১৯৯৭ (৪৩তম) |
অনিল কাপুর | বিরাসত | শক্তি ঠাকুর | [১] |
১৯৯৮ (৪৪তম) |
মনোজ বাজপেয়ী | সত্য | ভিকু মহাত্রে | |
১৯৯৯ (৪৫তম) |
মনোজ বাজপেয়ী | সমর প্রতাপ সিং | শূল | |
২০০০ (৪৬তম) |
শাহরুখ খান | মোহাব্বতে | রাজ আরিয়ান মালহোত্রা | |
২০০১ (৪৭তম) |
অমিতাভ বচ্চন | অক্ষ | মনু বর্মা | |
২০০২ (৪৮তম) |
অজয় দেবগন | এন মালিক ভগৎ সিং |
কোম্পানি দ্য লিজেন্ড অফ ভগৎ সিং | |
২০০৩ (৪৯তম) |
হৃতিক রোশন | কোই... মিল গয়া | রোহিত মেহরা | |
২০০৪ (৫০তম) |
পঙ্কজ কাপুর | মকবুল | জাহাঙ্গীর খান | |
২০০৫ (৫১তম) |
অমিতাভ বচ্চন | ব্ল্যাক | দেবরাজ সাহাই | |
২০০৬ (৫২তম) |
আমির খান | রং দে বাসন্তী | দলজিৎ সিং / চন্দ্রশেখর আজাদ | |
২০০৭ (৫৩তম) |
দর্শিল সাফারি | তারে জমিন পর | ঈশান নন্দকিশোর আবাস্তি | |
২০০৮ (৫৪তম) |
মনজোত সিং | ওয়ে লাকি! লাকি ওয়ে! | লাকির ছোট ভাই | |
২০০৯ (৫৫তম) |
রণবীর কাপুর | ওয়েক আপ সিড আজব প্রেম কি গজব কাহানি রকেট সিং: সেলসম্যান অফ দ্য ইয়ার |
সিদ্ধার্থ "সিড" মেহরা প্রেম শঙ্কর শর্মা হারপ্রীত সিং বেদি |
[২] |
বছর (আয়োজন) |
অভিনেতা | চলচ্চিত্র | চরিত্র | সূত্র |
---|---|---|---|---|
২০১০ (৫৬তম) |
ঋষি কাপুর | দো দুনি চার | সন্তোষ দুগাল | [৩] |
২০১১ (৫৭তম) |
রণবীর কাপুর | রকস্টার | জনর্দন "জর্ডান" যকার / জেজে | [৪] |
২০১২ (৫৮তম) |
ইরফান খান | পান সিং তোমার | পান সিং তোমার | [৫] |
২০১৩ (৫৯তম) |
রাজকুমার রাও | শাহিদ | শাহিদ আজমি | [৬] |
২০১৪ (৬০তম) |
সঞ্জয় মিশ্র | আঁখো দেখি | বাউজি | [৭] |
২০১৫ (৬১তম) |
অমিতাভ বচ্চন | পিকু | ভাস্কর বন্দ্যোপাধ্যায় | [৮] |
২০১৬ (৬২তম) |
মনোজ বাজপেয়ী শহীদ কাপুর |
আলিগড় উড়তা পাঞ্জাব |
রামচন্দ্র সিরাস তেজিন্দার "টমি" সিং / গাবরু |
[৯] |
২০১৭ (৬৪তম) |
রাজকুমার রাও | ট্র্যাপড | শাউরিয়া | |
২০১৮ (৬৪তম) |
আয়ুষ্মান খুরানা | আন্ধাধুন | আকাশ | |
রণবীর সিং | পদ্মাবত | আলাউদ্দিন খিলজি | ||
২০১৯ (৬৫তম) |
আয়ুষ্মান খুরানা | আর্টিকেল ফিফটিন | আইপিএস অয়ন রঞ্জন | [১০] |
অক্ষয় খান্না | সেকশন ৩৭৫ | তরুণ সলুজা | ||
নওয়াজুদ্দীন সিদ্দিকী | ফটোগ্রাফ | রাফিউল্লাহ "রাফি" | ||
রাজকুমার রাও | জাজমেন্টাল হ্যায় ক্যায়া | কেশব |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.