শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

৬৫তম ফিল্মফেয়ার পুরস্কার

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

৬৫তম ফিল্মফেয়ার পুরস্কার
Remove ads

৬৫তম ফিল্মফেয়ার পুরস্কার দ্য টাইমস গ্রুপ কর্তৃক প্রদত্ত ফিল্মফেয়ার পুরস্কারের ৬৫তম আয়োজন, যা ২০১৯ সালের বলিউড চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।[] আয়োজনটি ২০২০ সালের ১৫ই ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হয় এবং পরের দিন কালারস টিভিতে প্রদর্শিত হয়।[] ছয় দশকে এইবারই প্রথম মুম্বইয়ের বাইরে ফিল্মফেয়ার পুরস্কারের আয়োজন অনুষ্ঠিত হয়।[] করণ জোহরভিকি কৌশল এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন।[]

দ্রুত তথ্য ৬৫তম ফিল্মফেয়ার পুরস্কার, তারিখ ...
Remove ads

২০২০ সালের ২রা ফেব্রুয়ারি মুম্বইয়ে এই অনুষ্ঠানের পর্দা উন্মোচন করা হয়। অভিনেত্রী নেহা ধুপিয়া এই অনুষ্ঠানের সঞ্চালনায় কলাকুশলী ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় ও জনপ্রিয় বিভাগসমূহের মনোনয়ন ঘোষণা করা হয়।[] গল্লি বয় সর্বাধিক ১৯টি মনোনয়ন লাভ করে। এরপর উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক ১৩টি, আর্টিকেল ১৫সোনচিড়িয়া ১১টি করে মনোনয়ন লাভ করে।[]

গল্লি বয় শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র (জোয়া আখতার), শ্রেষ্ঠ অভিনেতা (রণবীর সিং), শ্রেষ্ঠ অভিনেত্রী (আলিয়া ভাট), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা (সিদ্ধান্ত চতুর্বেদী), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (অমৃতা সুভাষ)-সহ সর্বাধিক ১৩টি পুরস্কার অর্জন করে।[][] চলচ্চিত্রটি ১৩টি পুরস্কার জিতে ৫১তম ফিল্মফেয়ার পুরস্কারে ব্ল্যাক (২০০৫)-এর গড়া ১১টি পুরস্কার জয়ের রেকর্ড ভাঙ্গে। এছাড়া এটি ৪৪তম ফিল্মফেয়ার পুরস্কারে প্রাপ্ত কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮)-এর পর দ্বিতীয় চলচ্চিত্র হিসেবে অভিনয়ের সকল বিভাগে পুরস্কার অর্জন করে।

অন্যান্য একাধিক পুরস্কার বিজয়ী চলচ্চিত্রের মধ্যে আর্টিকেল ১৫, ওয়ার ৩টি করে এবং কলঙ্কসোনচিড়িয়া ২টি করে পুরস্কার অর্জন করে।[১০][১১]

কামিনী কৌশল ৯২ বছর বয়সে কবির সিং চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়ে ফিল্মফেয়ারের অভিনয় বিভাগে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে মনোনয়ন লাভের রেকর্ড গড়েন। কিন্তু তিনি গল্লি বয়-এর জন্য মনোনয়ন প্রাপ্ত অমৃতা সুভাষের কাছে পরাজিত হন।

Remove ads

বিজয়ী ও মনোনীতগণ

জনপ্রিয় পুরস্কার

Thumb
জোয়া আখতার (শ্রেষ্ঠ পরিচালক)
Thumb
রণবীর সিং (শ্রেষ্ঠ অভিনেতা)
Thumb
আলিয়া ভাট (শ্রেষ্ঠ অভিনেত্রী)
Thumb
অমৃতা সুভাষ (শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী)
আরও তথ্য শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক ...

সমালোচক পুরস্কার

Thumb
আয়ুষ্মান খুরানা আর্টিকেল ফিফটিন-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
তাপসী পান্নুভূমি পেডনেকর ষাণ্ড কি আঁখ-এর জন্য পুরস্কৃত হন।
আরও তথ্য শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ অভিনেতা ...

বিশেষ পুরস্কার

Thumb
রমেশ সিপ্পি — আজীবন সম্মাননা পুরস্কার প্রাপক
আরও তথ্য ভারতীয় চলচ্চিত্রে উৎকর্ষতার পুরস্কার, ৩০ বছর বলিউড ফ্যাশনে অবদানের পুরস্কার ...

কলাকুশলী পুরস্কার

আরও তথ্য শ্রেষ্ঠ চিত্রগ্রহণ, শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা ...

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার

আরও তথ্য শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, কল্পকাহিনি ...
Remove ads

তথ্যসূত্র

Loading content...

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads