Remove ads
ভারতীয় অভিনেতা এবং গায়ক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দিলজিৎ দোসাঞ্ঝ (গুরুমুখী: ਦਿਲਜੀਤ ਦੋਸਾਂਝ, دلجیت دوسانجھ, পাঞ্জাবি উচ্চারণ: [d̪ɪld͡ʒiːt̪ːᵊ d̪oːsä̃ː˦ɲ.d͡ʒᵊ]; জন্ম: ৬ই জানুয়ারি ১৯৮৪) একজন ভারতীয় পাঞ্জাবি গায়ক, গীতিকার, অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। তিনি পাঞ্জাবি সংগীত, পাঞ্জাবি চলচ্চিত্র ও হিন্দি চলচ্চিত্র জগতে কাজ করেন।[১][২] ২০২০ সালে দোসাঞ্ঝ বিলবোর্ডের সোশাল ৫০ তালিকায় প্রবেশ করেন।[৩] তিনি কানাডিয়ান অ্যালবামস চার্ট, অফিশিয়াল চার্টস কোম্পানির ইউকে এশিয়ান চার্ট, নিউজিল্যান্ড হট সিঙ্গেলস-সহ বিভিন্ন সাংগীতিক তালিকায় স্থানলাভ করেছেন। তাঁর জট্ট অ্যান্ড জুলিয়েট ২, পাঞ্জাব ১৯৮৪, সজ্জন সিংহ রংরূট, হোঁসলা রখ ইত্যাদি চলচ্চিত্রগুলোকে পাঞ্জাবি সিনেমার ইতিহাসে সর্বাধিক ব্যবসাসফল ছবির মধ্যে গণ্য করা হয়।[৪] ২০১৬ সালে তিনি উড়তা পাঞ্জাব চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জেতেন।
দিলজিৎ দোসাঞ্ঝ | |
---|---|
ਦਿਲਜੀਤ ਦੋਸਾਂਝ | |
উচ্চারণ | [d̪ɪld͡ʒiːt̪ːᵊ d̪oːsä̃ː˦ɲ.d͡ʒᵊ] |
জন্ম | দিলজিৎ সিংহ ৬ জানুয়ারি ১৯৮৪ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা |
|
কর্মজীবন | ২০০২–বর্তমান |
পিতা-মাতা |
|
পুরস্কার | পূর্ণতালিকা |
সঙ্গীত কর্মজীবন | |
ধরন |
|
লেবেল |
|
ওয়েবসাইট | www |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.