দিলজিৎ দোসাঞ্ঝ

ভারতীয় অভিনেতা এবং গায়ক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

দিলজিৎ দোসাঞ্ঝ

দিলজিৎ দোসাঞ্ঝ (গুরুমুখী: ਦਿਲਜੀਤ ਦੋਸਾਂਝ, دلجیت دوسانجھ, পাঞ্জাবি উচ্চারণ: [d̪ɪld͡ʒiːt̪ːᵊ d̪oːsä̃ː˦ɲ.d͡ʒᵊ]; জন্ম: ৬ জানুয়ারি ১৯৮৪) একজন ভারতীয় পাঞ্জাবি গায়ক, গীতিকার, অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। তিনি পাঞ্জাবি সংগীত, পাঞ্জাবি চলচ্চিত্রহিন্দি চলচ্চিত্র জগতে কাজ করেন।[][] ২০২০ সালে দোসাঞ্ঝ বিলবোর্ডের সোশাল ৫০ তালিকায় প্রবেশ করেন।[] তিনি কানাডিয়ান অ্যালবামস চার্ট, অফিশিয়াল চার্টস কোম্পানির ইউকে এশিয়ান চার্ট, নিউজিল্যান্ড হট সিঙ্গেলস-সহ বিভিন্ন সাংগীতিক তালিকায় স্থানলাভ করেছেন। তাঁর জট্ট অ্যান্ড জুলিয়েট ২, পাঞ্জাব ১৯৮৪, সজ্জন সিংহ রংরূট, হোঁসলা রখ ইত্যাদি চলচ্চিত্রগুলোকে পাঞ্জাবি সিনেমার ইতিহাসে সর্বাধিক ব্যবসাসফল ছবির মধ্যে গণ্য করা হয়।[] ২০১৬ সালে তিনি উড়তা পাঞ্জাব চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জেতেন।

দ্রুত তথ্য দিলজিৎ দোসাঞ্ঝ, উচ্চারণ ...
দিলজিৎ দোসাঞ্ঝ
ਦਿਲਜੀਤ ਦੋਸਾਂਝ
Thumb
ফিল্লৌরী ছবির প্রচারণাকালে দোসাঞ্ঝ
উচ্চারণ[d̪ɪld͡ʒiːt̪ːᵊ d̪oːsä̃ː˦ɲ.d͡ʒᵊ]
জন্ম
দিলজিৎ সিংহ

(1984-01-06) ৬ জানুয়ারি ১৯৮৪ (বয়স ৪১)
দোসাঞ্ঝ কলাঁ, জলন্ধর, পাঞ্জাব, ভারত
জাতীয়তাভারতীয়
পেশা
  • গায়ক
  • গীতিকার
  • অভিনেতা
  • প্রযোজক
কর্মজীবন২০০২–বর্তমান
পিতা-মাতা
  • বলবীর সিংহ (পিতা)
  • সুখবিন্দর কৌর (মাতা)
পুরস্কারপূর্ণতালিকা
সঙ্গীত কর্মজীবন
ধরন
লেবেল
ওয়েবসাইটwww.diljitdosanjh.co.uk
বন্ধ

ব্যক্তিগত জীবন

দিলজিৎ ১৯৮৪ সালের ৬ জানুয়ারি জলন্ধরে জন্ম গ্ৰহণ করেন। তার পিতার নাম বল বিন্দর সিংহ এবং মাতার নাম সুখবিন্দর কৌর।

কর্মজীবন

দিলজিৎ পাঞ্জাবি গায়ক, অভিনেতা, এবং প্রযোজক। তিনি পাঞ্জাবি চলচ্চিত্র, হিন্দি চলচ্চিত্রে কাজ করেন। এছাড়াও তিনি অন্যতম গুরুত্বপূর্ণ টেলিভিশন ব্যক্তিত্ব।

দিলজিৎ এর বিরুদ্ধে

দিলজিতের কয়েকটি গানে মাদকদ্রব্য বিষয়ে উল্লেখ আছে বলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন চণ্ডীগড়ের একজন অধ্যাপক। 'পাতিয়ালা পেগ' 'পাঁচতারা ঠেক' ইত্যাদি গানে মাদকদ্রব্যের উল্লেখ রয়েছে বলে অভিযোগ। যে গানগুলিতে মাদকদ্রব্যের উল্লেখ আছে তাতে নিষেধাজ্ঞা যেন দেওয়া হয় সেজন্য আদালতের কাছে আবেদন করেছেন জনৈক অধ্যাপক। সূত্র: আনন্দ প্লাস, আনন্দবাজার পত্রিকা,২ জানুয়ারি ২০২৫ পৃ. ৬

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.