Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নাদিয়াদওয়ালা পরিবার ১৯৫৫ সাল থেকে চলচ্চিত্র নির্মাণে রয়েছে; এই উত্তরাধিকার অব্যাহত রেখে, সাজিদ নাদিয়াদওয়ালা ২০০৫ সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন।[১] [২] কোম্পানিটি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একটি অংশ যা মোশন পিকচার, রেডিও, টেলিভিশন এবং অন্যান্য বিনোদনমূলক কার্যকলাপের সাথে জড়িত। রাকেশ মালহোত্রা কোম্পানির বর্তমান সিইও।[৩] [৪]
ধরন | বেসরকারিভাবে প্রতিষ্ঠিত কোম্পানি |
---|---|
শিল্প | Entertainment |
প্রতিষ্ঠাকাল | ১৯৫২Mumbai, Maharashtra | ,
প্রতিষ্ঠাতা | সাজিদ নাদিয়াদওয়ালা |
সদরদপ্তর | Mumbai, Maharashtra , India |
প্রধান ব্যক্তি | Dipti Jindal (CEO) |
পণ্যসমূহ | Films, Music |
মালিক | সাজিদ নাদিয়াদওয়ালা |
ওয়েবসাইট | www |
নাদিয়াদওয়ালা পরিবার, যারা মুম্বাই থেকে পাড়ি জমান নদীয়াদ, গুজরাত[৫], তিন প্রজন্ম ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন, এ কে নাদিয়াদওয়ালা থেকে শুরু করে তার ছেলে সুলেমান নাদিয়াদওয়ালা এবং এখন নাতি সাজিদ নাদিয়াদওয়ালা। তারা চলচ্চিত্র শিল্পে তাদের অস্তিত্বের 63 বছর উদযাপন করছে।[৬] তাদের উত্তরাধিকারের অধীনে নির্মিত প্রথম চলচ্চিত্রটি ছিল আবদুল করিম নাদিয়াদওয়ালার ইন্সপেক্টর (১৯৫৬)। তিনি তাজমহল (১৯৬৩) এবং চিত্রলেখা (১৯৬৪) এর মতো সিনেমাও নির্মাণ করেন।[৭]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.