Remove ads
ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কেদারনাথ হলো অভিষেক কাপুর রচিত, পরিচালিত এবং সহ-প্রযোজিত একটি ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। এতে প্রধান ভূমিকায় রয়েছেন সুশান্ত সিং রাজপুত এবং সারা আলি খান। এটি সারার অভিষেক চলচ্চিত্র।
কেদারনাথ | |
---|---|
পরিচালক | অভিষেক কপূর |
প্রযোজক | রোনি স্ক্রুওয়ালা প্রজ্ঞা কপূর অভিষেক কপূর অভিষেক নায়ার |
রচয়িতা | অভিষেক কপূর কণিকা ধিলোন |
শ্রেষ্ঠাংশে | সুশান্ত সিং রাজপুত সারা আলি খান |
সুরকার | নেপথ্য সংগীত: হিতেশ সোনিক গান: অমিত ত্রিবেদী |
চিত্রগ্রাহক | তুষারকান্তি রায় |
সম্পাদক | চন্দন অরোরা |
প্রযোজনা কোম্পানি | আরএসভিপি মুভিজ গাই ইন দ্য স্কাই পিকচার্স |
পরিবেশক | গ্র্যাভিটাস ভেঞ্চার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১১৬ মিনিট [১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ৬৮ কোটি টাকা[২][ভাল উৎস প্রয়োজন] (মুদ্রণ ও বিজ্ঞাপনের খরচ-সহ) |
আয় | ৯৬ কোটি ৬ লক্ষ টাকা[৩] |
এই চলচ্চিত্রের নির্মাণ শুরু হয় ২০১৭ সালের জুন মাসে,[৪] এবং প্রধান আলোকচিত্র ধারণ শুরু হয় ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে।[৫]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.