শ্রীরাম রাঘবন

ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

শ্রীরাম রাঘবন

শ্রীরাম রাঘবন (হিন্দি: श्रीराम राघवन; জন্ম: ২২ জুন ১৯৬৩) একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি নব্য-নোয়ার মারপিটধর্মী চলচ্চিত্রের ওতোর হিসেবে গণ্য হয়ে থাকেন।

দ্রুত তথ্য শ্রীরাম রাঘবন, জন্ম ...
শ্রীরাম রাঘবন
হিন্দি: श्रीराम राघवन
Thumb
২০১৯ সালে রাঘবন
জন্ম (1963-06-22) ২২ জুন ১৯৬৩ (বয়স ৬১)
মাতৃশিক্ষায়তনফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া
পেশা
  • চলচ্চিত্র পরিচালক
  • চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৮৭-বর্তমান
বন্ধ

রাঘবন এক হাসিনা থি (২০০৪) চলচ্চিত্র দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি অল্যাঁ রেনো-ফুর্তঁ'র ১৯৬২ সালের ফরাসি উপন্যাস লে মিস্তিফি অবলম্বনে জনি গাদ্দার (২০০৭), মারপিটধর্মী গোয়েন্দা চলচ্চিত্র এজেন্ট বিনোদ (২০১২), মাসসিমো কার্লোত্তোর ডেথস ডার্ক অ্যাবিস অবলম্বনে বদলাপুর (২০১৫)-এর মত সমাদৃত চলচ্চিত্র নির্মাণ করেন।

তিনি আন্ধাধুন (২০০৮) চলচ্চিত্র দিয়ে অধিক পরিচিতি অর্জন করেন। চলচ্চিত্রটি বিপুল সমাদৃত হয় এবং ব্যবসাসফল হয়। এই কাজের জন্য তিনি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও দুটি ফিল্মফেয়ার পুরস্কার-সহ বেশ কিছু পুরস্কার অর্জন করেন।

চলচ্চিত্রের তালিকা

আরও তথ্য বছর, চলচ্চিত্রের শিরোনাম ...
বছর চলচ্চিত্রের শিরোনাম পরিচালক লেখক টীকা
১৯৮৫ এতবার না না সহকারী পরিচালক
১৯৮৭ দ্য এইট কলাম অ্যাফেয়ার হ্যাঁ হ্যাঁ ডিপ্লোমা চলচ্চিত্র
১৯৯১ রমন রাঘব: অ্যা সিটি, অ্যা কিলার হ্যাঁ হ্যাঁ প্রামাণ্য-কাহিনিচিত্র
২০০৪ এক হাসিনা থি হ্যাঁ হ্যাঁ
২০০৭ জনি গাদ্দার হ্যাঁ হ্যাঁ
২০১২ এজেন্ট বিনোদ হ্যাঁ হ্যাঁ
২০১৫ বদলাপুর হ্যাঁ হ্যাঁ
২০১৮ আন্ধাধুন হ্যাঁ হ্যাঁ
২০২৩ মেরি ক্রিসমাস হ্যাঁ হ্যাঁ
২০২৪ ইক্কিস হ্যাঁ হ্যাঁ
বন্ধ

পুরস্কার ও মনোনয়ন

আরও তথ্য পুরস্কার, বিভাগ ...
পুরস্কার বিভাগ মনোনীত চলচ্চিত্র ফলাফল সূত্র.
৫৩তম ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ চিত্রনাট্য জনি গাদ্দার মনোনীত []
৬১তম ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র বদলাপুর মনোনীত []
শ্রেষ্ঠ পরিচালক মনোনীত
৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য আন্ধাধুন বিজয়ী []
শ্রেষ্ঠ হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিজয়ী
৬৪তম ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র মনোনীত []
[]
শ্রেষ্ঠ পরিচালক মনোনীত
শ্রেষ্ঠ চলচ্চিত্র (সমালোচক) বিজয়ী
শ্রেষ্ঠ চিত্রনাট্য বিজয়ী
২৪তম স্ক্রিন পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক বিজয়ী []
[]
শ্রেষ্ঠ চিত্রনাট্য বিজয়ী
জি সিনে পুরস্কার শ্রেষ্ঠ লেখনী বিজয়ী []
২০তম আইফা পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র মনোনীত []
[১০]
[১১]
শ্রেষ্ঠ পরিচালক বিজয়ী
শ্রেষ্ঠ কাহিনি বিজয়ী
শ্রেষ্ঠ চিত্রনাট্য বিজয়ী
২০১৯ বানদুং চলচ্চিত্র উৎসব সম্মানসূচক আমদানিকৃত চলচ্চিত্র বিজয়ী [১২]
এশিয়ান সামার চলচ্চিত্র উৎসব শ্রেষ্ঠ চলচ্চিত্র বিজয়ী [১৩]
বিশেষ জুরি পুরস্কার বিজয়ী
১ম ডায়োরামা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও বাজার শ্রেষ্ঠ ভারতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সোনালি চড়ুই বিজয়ী [১৪]
বন্ধ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.