Remove ads
ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শ্রীরাম রাঘবন (হিন্দি: श्रीराम राघवन; জন্ম: ২২ জুন ১৯৬৩) একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি নব্য-নোয়ার মারপিটধর্মী চলচ্চিত্রের ওতোর হিসেবে গণ্য হয়ে থাকেন।
শ্রীরাম রাঘবন | |
---|---|
হিন্দি: श्रीराम राघवन | |
জন্ম | |
মাতৃশিক্ষায়তন | ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া |
পেশা |
|
কর্মজীবন | ১৯৮৭-বর্তমান |
রাঘবন এক হাসিনা থি (২০০৪) চলচ্চিত্র দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি অল্যাঁ রেনো-ফুর্তঁ'র ১৯৬২ সালের ফরাসি উপন্যাস লে মিস্তিফি অবলম্বনে জনি গাদ্দার (২০০৭), মারপিটধর্মী গোয়েন্দা চলচ্চিত্র এজেন্ট বিনোদ (২০১২), মাসসিমো কার্লোত্তোর ডেথস ডার্ক অ্যাবিস অবলম্বনে বদলাপুর (২০১৫)-এর মত সমাদৃত চলচ্চিত্র নির্মাণ করেন।
তিনি আন্ধাধুন (২০০৮) চলচ্চিত্র দিয়ে অধিক পরিচিতি অর্জন করেন। চলচ্চিত্রটি বিপুল সমাদৃত হয় এবং ব্যবসাসফল হয়। এই কাজের জন্য তিনি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও দুটি ফিল্মফেয়ার পুরস্কার-সহ বেশ কিছু পুরস্কার অর্জন করেন।
বছর | চলচ্চিত্রের শিরোনাম | পরিচালক | লেখক | টীকা |
---|---|---|---|---|
১৯৮৫ | এতবার | না | না | সহকারী পরিচালক |
১৯৮৭ | দ্য এইট কলাম অ্যাফেয়ার | হ্যাঁ | হ্যাঁ | ডিপ্লোমা চলচ্চিত্র |
১৯৯১ | রমন রাঘব: অ্যা সিটি, অ্যা কিলার | হ্যাঁ | হ্যাঁ | প্রামাণ্য-কাহিনিচিত্র |
২০০৪ | এক হাসিনা থি | হ্যাঁ | হ্যাঁ | |
২০০৭ | জনি গাদ্দার | হ্যাঁ | হ্যাঁ | |
২০১২ | এজেন্ট বিনোদ | হ্যাঁ | হ্যাঁ | |
২০১৫ | বদলাপুর | হ্যাঁ | হ্যাঁ | |
২০১৮ | আন্ধাধুন | হ্যাঁ | হ্যাঁ | |
২০২৩ | মেরি ক্রিসমাস | হ্যাঁ | হ্যাঁ | |
২০২৪ | ইক্কিস | হ্যাঁ | হ্যাঁ |
পুরস্কার | বিভাগ | মনোনীত চলচ্চিত্র | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|
৫৩তম ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ চিত্রনাট্য | জনি গাদ্দার | মনোনীত | [১] |
৬১তম ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | বদলাপুর | মনোনীত | [২] |
শ্রেষ্ঠ পরিচালক | মনোনীত | |||
৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য | আন্ধাধুন | বিজয়ী | [৩] |
শ্রেষ্ঠ হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | বিজয়ী | |||
৬৪তম ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | মনোনীত | [৪] [৫] | |
শ্রেষ্ঠ পরিচালক | মনোনীত | |||
শ্রেষ্ঠ চলচ্চিত্র (সমালোচক) | বিজয়ী | |||
শ্রেষ্ঠ চিত্রনাট্য | বিজয়ী | |||
২৪তম স্ক্রিন পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক | বিজয়ী | [৬] [৭] | |
শ্রেষ্ঠ চিত্রনাট্য | বিজয়ী | |||
জি সিনে পুরস্কার | শ্রেষ্ঠ লেখনী | বিজয়ী | [৮] | |
২০তম আইফা পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | মনোনীত | [৯] [১০] [১১] | |
শ্রেষ্ঠ পরিচালক | বিজয়ী | |||
শ্রেষ্ঠ কাহিনি | বিজয়ী | |||
শ্রেষ্ঠ চিত্রনাট্য | বিজয়ী | |||
২০১৯ বানদুং চলচ্চিত্র উৎসব | সম্মানসূচক আমদানিকৃত চলচ্চিত্র | বিজয়ী | [১২] | |
এশিয়ান সামার চলচ্চিত্র উৎসব | শ্রেষ্ঠ চলচ্চিত্র | বিজয়ী | [১৩] | |
বিশেষ জুরি পুরস্কার | বিজয়ী | |||
১ম ডায়োরামা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও বাজার | শ্রেষ্ঠ ভারতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সোনালি চড়ুই | বিজয়ী | [১৪] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.