Loading AI tools
ভারতীয় চলচ্চিত্র একাডেমি প্রদত্ত পুরস্কার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে আইফা পুরস্কার হলো ভারতের চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ২০০০ সাল থেকে আইফা পুরস্কারের অংশ হিসেবে বলিউডের সেরা চলচ্চিত্রসমূহকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। ইউটিভি মোশন পিকচার্স সর্বাধিক তিনটি পুরস্কার লাভ করে। এছাড়া যশ রাজ ফিল্মস ও এসএলবি ফিল্মস দুটি পুরস্কার লাভ করে।
হাম দিল দে চুকে সনম (১৯৯৯) এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী চলচ্চিত্র। সাম্প্রতিক বিজয়ী চলচ্চিত্র হল দৃশ্যম ২ (২০২২)।
নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী চলচ্চিত্রসমূহের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।
বছর (আয়োজন) |
চলচ্চিত্র | প্রযোজক | প্রযোজনা প্রতিষ্ঠান | সূত্র |
---|---|---|---|---|
১৯৯৯ (১ম) |
হাম দিল দে চুকে সনম | সঞ্জয় লীলা ভন্সালী | ভন্সালী ফিল্মস | [1] |
তাল | সুভাষ ঘাই | মুক্তা আর্টস | ||
বাস্তব: দ্য রিয়েলিটি | দীপক নিখালজে | আদিশক্তি ফিল্মস | ||
বিবি নাম্বার ওয়ান | বশু ভগনানী | পূজা ফিল্মস | ||
সারফারোশ | জন ম্যাথু ম্যাথান | সিনেম্যাট পিকচার্স | ||
২০০০ (২য়) |
কহো না... প্যার হ্যায় | রাকেশ রোশন | ফিল্ম ক্রাফট | [2] |
ক্যায়া কেহনা | কুমার তরানি, রমেশ তরানি | টিপস মিউজিক ফিল্মস | ||
ধড়কন | রতন জৈন | |||
মিশন কাশ্মীর | বিধু বিনোদ চোপড়া | বিনোদ চোপড়া প্রডাকশন্স | ||
মোহাব্বতে | যশ চোপড়া | যশ রাজ ফিল্মস | ||
২০০১ (৩য়) |
লগান | আমির খান | আমির খান প্রডাকশন্স | [3] |
কভি খুশি কভি গম... | যশ জোহর | ধর্ম প্রডাকশন্স | ||
গদর: এক প্রেম কথা | নিতিন কেনি | |||
চাঁদনী বার | লতা মোহন | |||
দিল চাহতা হ্যায় | রিতেশ সিদ্ধনি | এক্সেল এন্টারটেইনমেন্ট | ||
২০০২ (৪র্থ) |
দেবদাস | সতিশ কৌশিক | মেগা বলিউড | [4] |
২০০৩ (৫ম) |
কাল হো না হো | করণ জোহর, যশ জোহর | ধর্ম প্রডাকশন্স | [5] |
কোই... মিল গয়া | রাকেশ রোশন | ফিল্ম ক্রাফট | ||
জানশীন | ফিরোজ খান | এফকে ফিল্মস | ||
তেরে নাম | সুনীল মনচন্দা, মুকেশ তালরেজা | এমডি প্রডাকশন্স | ||
ভগবান | বলদেব রাজ চোপড়া | বিআর ফিল্মস | ||
মুন্না ভাই এমবিবিএস | বিধু বিনোদ চোপড়া | বিনোদ চোপড়া প্রডাকশন্স | ||
২০০৪ (৬ষ্ঠ) |
বীর-জারা | যশ চোপড়া, আদিত্য চোপড়া | যশ রাজ ফিল্মস | [6] |
ধুম | আদিত্য চোপড়া | যশ রাজ ফিল্মস | ||
ম্যায় হুঁ না | শাহরুখ খান, গৌরী খান | রেড চিলিজ এন্টারটেইনমেন্ট | ||
মুঝসে শাদী করোগি | সাজিদ নাদিয়াদওয়ালা | নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট | ||
স্বদেশ | আশুতোষ গোয়ারিকর, রনি স্ক্রুওয়ালা | আশুতোষ গোয়ারিকর প্রডাকশন্স | ||
হাম তুম | যশ চোপড়া | যশ রাজ ফিল্মস | ||
২০০৫ (৭ম) |
ব্ল্যাক | সঞ্জয় লীলা ভন্সালী | এসএলবি ফিল্মস | [7] |
ইকবাল | সুভাষ ঘাই | মুক্তা সার্চলাইট ফিল্মস | ||
নো এন্ট্রি | বনি কাপুর, সুরিন্দর কাপুর | এসকে ফিল্মস এন্টারপ্রাইজ, সাহারা ওয়ান | ||
পরিণীতা | বিধু বিনোদ চোপড়া | বিনোদ চোপড়া প্রডাকশন্স | ||
পেজ থ্রি | বলদেব পুশকর্ন, ববি পুশকর্ন | লাইট হাউজ প্রাইভেট লিমিটেড, সাহারা ওয়ান | ||
বান্টি অউর বাবলি | যশ চোপড়া, আদিত্য চোপড়া | যশ রাজ ফিল্মস | ||
২০০৬ (৮ম) |
রং দে বাসন্তী | রনি স্ক্রুওয়ালা, রাকেশ ওমপ্রকাশ মেহরা | ইউটিভি মোশন পিকচার্স, রাকেশ ওমপ্রকাশ মেহরা পিকচার্স | [8] |
ধুম ২ | আদিত্য চোপড়া, অশীষ সিং | যশ রাজ ফিল্মস, এএমসি এন্টারটেইনমেন্ট | ||
কভি আলবিদা না কেহনা | হিরু জোহর | ধর্ম প্রডাকশন্স | ||
কৃষ | রাকেশ রোশন | ফিল্ম ক্রাফট প্রডাকশন্স | ||
বিবাহ | অজিত কুমার বড়জাত্যা, কমল কুমার বড়জাত্যা, রাজকুমার বড়জাত্যা | রাজশ্রী প্রডাকশন্স | ||
লাহে রাহো মুন্না ভাই | বিধু বিনোদ চোপড়া | বিনোদ চোপড়া প্রডাকশন্স | ||
২০০৭ (৯ম) |
চাক দে! ইন্ডিয়া | যশ চোপড়া, আদিত্য চোপড়া | যশ রাজ ফিল্মস | [9] |
ওম শান্তি ওম | গৌরী খান | রেড চিলিস এন্টারটেইনমেন্ট | ||
গুরু | মণি রত্নম, জি শ্রীনিবাসন | মাদ্রাজ টকিজ | ||
জব উই মেট | দিল্লিন মেহতা | শ্রী আস্তাবিনায়ক সিনে ভিশন লিমিটেড | ||
লাইফ ইন আ... মেট্রো | রনি স্ক্রুওয়ালা | ইউটিভি মোশন পিকচার্স | ||
২০০৮ (১০ম) |
জোধা আকবর | আশুতোষ গোয়ারিকর, রনি স্ক্রুওয়ালা | আশুতোষ গোয়ারিকর পিকচার্স, ইউটিভি মোশন পিকচার্স | [10] |
আ ওয়েডনেসডে! | রনি স্ক্রুওয়ালা, শীতল ভাটিয়া, আঞ্জুম রিজভী | ইউটিভি মোশন পিকচার্স, অ্যা ফ্রাইডে ফিল্মওয়ার্কস, আঞ্জুম রিজভী ফিল্ম কোম্পানি | ||
গজনী | ঠাকুর মধু, মধু মন্টিনা | গীতা আর্টস, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট | ||
দোস্তানা | করণ জোহর, যশ জোহর | ধর্ম প্রোডাকশন্স, যশ রাজ ফিল্মস | ||
রক অন!! | ফারহার আখতার, রিতেশ সিদ্ধানি | এক্সেল এন্টারটেইনমেন্ট, রিলায়েন্স বিগ পিকচার্স | ||
রেস | রমেশ তরানি, কুমার তরানি | টিপস মিউজিক ফিল্মস, ইউটিভি মোশন পিকচার্স | ||
২০০৯ (১১তম) |
থ্রি ইডিয়টস | বিধু বিনোদ চোপড়া | বিনোদ চোপড়া প্রডাকশন্স | [11] |
ওয়ান্টেড | বনি কাপুর | সাহারা ওয়ান, এসকে ফিল্মস এন্টারপ্রাইজ | ||
কমিনে | রনি স্ক্রুওয়ালা | ইউটিভি মোশন পিকচার্স | ||
দেব.ডি | রনি স্ক্রুওয়ালা | ইউটিভি মোশন পিকচার্স | ||
পা | সুনীল মনচন্দ | রিলায়েন্স বিগ পিকচার্স |
বছর (আয়োজন) |
চলচ্চিত্র | প্রযোজক | প্রযোজনা প্রতিষ্ঠান | সূত্র |
---|---|---|---|---|
২০১০ (১২তম) |
দাবাং | আরবাজ খান, মালাইকা আরোরা খান, দিল্লিন মেহতা | আরবাজ খান প্রডাকশন্স, শ্রী আস্তাবিনায়ক সিনে ভিশন লিমিটেড | [12] |
ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই | একতা কাপুর, শোভা কাপুর | বালাজি মোশন পিকচার্স | ||
ব্যান্ড বাজা বারাত | আদিত্য চোপড়া | যশ রাজ ফিল্মস | ||
মাই নেম ইজ খান | হিরো জোহর, গৌরী খান | ধর্ম প্রডাকশন্স, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট | ||
রাজনীতি | প্রকাশ ঝা | প্রকাশ ঝা প্রডাকশন্স, ইউটিভি মোশন পিকচার্স | ||
২০১১ (১৩তম) |
জিন্দগি না মিলেগি দোবারা | ফারহান আখতার, রিতেশ সিদ্ধানি | এক্সেল এন্টারটেইনমেন্ট | [13] [14] |
দ্য ডার্টি পিকচার | একতা কাপুর, শোভা কাপুর | বালাজি মোশন পিকচার্স | ||
নো ওয়ান কিল্ড জেসিকা | রনি স্ক্রুওয়ালা | ইউটিভি স্পটবয় | ||
বডিগার্ড | অতুল আগ্নিহোত্রী | ফাঙ্কি বুদ্ধ প্রডাকশন্স, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট | ||
রকস্টার | শ্রী আস্তাবিনায়ক সিনে ভিশন লিমিটেড, এরোস এন্টারটেইনমেন্ট | |||
২০১২ (১৪তম) |
বর্ফী! | রনি স্ক্রুওয়ালা, সিদ্ধার্থ রায় কাপুর | ইউটিভি মোশন পিকচার্স | [15] [16] |
ইংলিশ বিংলিশ | সুনীল লুল্লা, আর. বালকি, রাকেশ ঝুনঝুনওয়ালা, আর. কে দামানি | এরোস ইন্টারন্যাশনাল, হোপ প্রডাকশন্স | ||
কাহানী | সুজয় ঘোষ, কিশোর কান্তিলাল গদা | ভায়াকম এইটিন মোশন পিকচার্স, পেন ইন্ডিয়া প্রা. লিমিটেড, বাউন্ডস্ক্রিপ্ট মোশন পিকচার্স | ||
গ্যাংস অব ওয়াসেপুর | অতুল শুকলা, অনুরাগ কশ্যপ, সুনীল বোহড়া | ভায়াকম এইটিন মোশন পিকচার্স | ||
তালাশ | রিতেশ সিদ্ধানি, আমির খান, ফারহান আখতার | এক্সেল এন্টারটেইনমেন্ট, আমির খান প্রডাকশন্স, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট | ||
পান সিং তোমার | রনি স্ক্রুওয়ালা | ইউটিভি মোশন পিকচার্স | ||
ভিকি ডোনর | জন আব্রাহাম | জন আব্রাহাম এন্টারটেইনমেন্ট, এরোস ইন্টারন্যাশনাল | ||
২০১৩ (১৫তম) |
ভাগ মিলখা ভাগ | রাকেশ ওমপ্রকাশ মেহরা | রাকেশ ওমপ্রকাশ মেহরা পিকচার্স | [17] [18] |
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি | করণ জোহর | ইউটিভি মোশন পিকচার্স | ||
কায় পো চে! | রনি স্ক্রুওয়ালা, সিদ্ধার্থ রায় কাপুর | ইউটিভি মোশন পিকচার্স | ||
কৃষ ৩ | রাকেশ রোশন | ফিল্মক্রাফট প্রডাকশন্স প্রাইভেট লিমিটেড | ||
গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা | সঞ্জয় লীলা ভন্সালী, চেতন দেওলকর, কিশোর লুল্লা, সন্দীপ সিং | এরোস ইন্টারন্যাশনাল | ||
চেন্নাই এক্সপ্রেস | গৌরি খান, রনি স্ক্রুওয়ালা, সিদ্ধার্থ রায় কাপুর | ইউটিভি মোশন পিকচার্স | ||
ধুম ৩ | আদিত্য চোপড়া | যশ রাজ ফিল্মস | ||
২০১৪ (১৬তম) |
কুইন | অনুরাগ কশ্যপ, বিক্রমাদিত্য মোতওয়ানি | ভায়াকম এইটিন মোশন পিকচার্স, ফ্যান্টম ফিল্মস | [19] |
টু স্টেটস | করণ জোহর, সাজিদ নাদিয়াদওয়ালা | ইউটিভি মোশন পিকচার্স | ||
পিকে | বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানী | ইউটিভি মোশন পিকচার্স | ||
ম্যারি কম | সঞ্জয় লীলা ভন্সালী | ভায়াকম এইটিন মোশন পিকচার্স | ||
হাইওয়ে | সাজিদ নাদিয়াদওয়ালা, ইমতিয়াজ আলী | ইউটিভি মোশন পিকচার্স | ||
হায়দার | বিশাল ভারদ্বাজ, সিদ্ধার্থ রায় কাপুর | ইউটিভি মোশন পিকচার্স | ||
২০১৫ (১৭তম) |
বজরঙ্গি ভাইজান | সালমান খান, রকলিন ভেঙ্কটেশ | সালমান খান ফিল্মস, কবির খান ফিল্মস | [20] [21] |
তনু ওয়েডস মনু রিটার্নস | কিশোর লুল্লা, সুনীল লুল্লা | কালার ইয়েলো | ||
তালবার | বিশাল ভারদ্বাজ, বিনিত জৈন | ভিবি ফিল্মস | ||
পিকু | এনপি সিং, রনি লাহিড়ী, স্নেহা লাহিড়ী | এমএসএম মোশন পিকচার্স, স্বরসতী এন্টারটেইনমেন্ট | ||
বাজিরাও মাস্তানি | সঞ্জয় লীলা ভন্সালী, কিশোর লুল্লা | এসএলবি ফিল্মস, ইরোস এন্টারটেইনমেন্ট | ||
২০১৬ (১৮তম) |
নীরজা | অতুল কসবেকর, শান্তি শিবরাম মৈনী | ফক্স স্টার স্টুডিওজ | [22] [23] |
উড়তা পাঞ্জাব | শোভা কাপুর, একতা কাপুর, অনুরাগ কশ্যপ, বিক্রমাদিত্য মোতওয়ানী, আমান গিল, বিকাশ বেহল, সামীর নায়ার, মধু মান্তেনা | বালাজি মোশন পিকচার্স, ফ্যান্টম ফিল্মস | ||
অ্যায় দিল হ্যায় মুশকিল | করণ জোহর, হিরো যশ চোপড়া, অপূর্ব মেহতা | ধর্ম প্রডাকশন্স | ||
এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি | অরুণ পাণ্ডে | ফক্স স্টার স্টুডিওজ, ফ্রাইডে ফিল্মওয়ার্কস, ইন্সপ্রাইড এন্টারটেইনমেন্ট | ||
পিংক | রুনী লাহিড়ী, শীল কুমা | রেশমি শর্মা টেলিফিল্মস লিমিটেড | ||
সুলতান | আদিত্য চোপড়া | যশ রাজ ফিল্মস | ||
২০১৭ (১৯তম) |
তুমহারি সুলু | ভূষণ কুমার, তনুজ গার্গ, অতুল কাসবেকর, শান্তি শিভরাম মৈনী | টি-সিরিজ, এলিস্পিস এন্টারটেইনমেন্ট | [24] |
টয়লেট: এক প্রেম কথা | অরুণা ভাটিয়া, শীতল ভাটিয়া, প্রেরণা অরোরা, অর্জুন এন. কাপুর, হিতেশ ঠাক্কর | ভায়াকম এইটিন মোশন পিকচার্স, ক্রিআর্জ এন্টারটেইনমেন্ট, ফ্রাইডে ফিল্মওয়ার্কস, প্ল্যান সি স্টুডিওজ, কেপ অব গুড ফিল্মস এলএলপি | ||
নিউটন | মনীশ মুন্দ্রা | দৃশ্যম ফিল্মস | ||
বরেলি কি বরফি | ভিনীত জৈন, রেনু রবি | জংলি পিকচার্স, বিআর স্টুডিওজ | ||
হিন্দি মিডিয়াম | দীনেশ বিজন, ভূষণ কুমার, কৃষ্ণন কুমার | টি-সিরিজ, ম্যাডক ফিল্মস | ||
২০১৮ (২০তম) |
রাজি | বিনীত জৈন, করণ জোহর | ধর্ম প্রডাকশন্স, জংলি পিকচার্স | [25] [26] |
আন্ধাধুন | ভায়াকম এইটিন মোশন পিকচার্স ও ম্যাচবক্স পিকচার্স | |||
পদ্মাবত | এসএলবি ফিল্মস ও ভায়াকম এইটিন মোশন পিকচার্স | |||
বাধাই হো | জংলি পিকচার্স ও ক্রোম পিকচার্স | |||
সঞ্জু | রাজকুমার হিরানী ফিল্মস ও বিনোদ চোপড়া ফিল্মস | |||
২০১৯ (২১তম) |
কবির সিং | ভূষণ কুমার, কিষাণ কুমার, মুরাদ খেতানি, অশ্বিন বর্দে | টি সিরিজ ফিল্মস | [27] [28] |
আর্টিকেল ফিফটিন | ||||
উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক | আরএসভিপি মুভিজ | |||
কেসরি | ||||
গল্লি বয় | এক্সেল এন্টারটেইনমেন্ট ও টাইগার বেবি ফিল্মস |
বছর (আয়োজন) |
চলচ্চিত্র | প্রযোজক | প্রযোজনা প্রতিষ্ঠান | সূত্র |
---|---|---|---|---|
২০২১ (২২তম) |
শেরশাহ | হিরু যশ জোহর, করণ জোহর, অপূর্ব মেহতা, শাব্বির বক্সওয়ালা, অজয় শাহ, হিমাংশু গান্ধী | ধর্ম প্রডাকশন্স, কাশ এন্টারটেইনমেন্ট | [29] [30] |
৮৩ | রিলায়্যান্স এন্টারটেইনমেন্ট, ফ্যান্টম ফিল্মস, নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট | |||
তানহাজী: দি আনসাং ওয়ারিয়র | অজয় দেবগন, ভূষণ কুমার ও কিষাণ কুমার | অজয় দেবগন ফিল্মস ও টি সিরিজ ফিল্মস | ||
থাপ্পড় | ভূষণ কুমার, কিষাণ কুমার ও অনুভব সিনহা | বেনারস মিডিয়া ওয়ার্কস ও টি সিরিজ | ||
সর্দার উধম | রাইজিং সান ফিল্মস, কিনো ওয়ার্কস, অ্যামাজন প্রাইম ভিডিও | |||
২০২২ (২৩তম) |
দৃশ্যম ২ | ভূষণ কুমার, কৃষাণ কুমার, কুমার মঙ্গত পাঠক, অভিষেক পাঠক | প্যানোরামা স্টুডিওজ, ভায়াকম এইটিন মোশন পিকচার্স, টি সিরিজ ফিল্মস | [31] [32] |
গঙ্গুবাই কাঠিয়াওয়াডি | জয়ন্তীলাল গদা, সঞ্জয় লীলা ভন্সালী | ভন্সালী প্রডাকশন্স, পেন ইন্ডিয়া লিমিটেড | ||
ডার্লিংস | রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, ইটার্নাল সানশাইন প্রডাকশন্স | গৌরী খান, আলিয়া ভাট, গৌরব বর্মা | ||
বিক্রম বেদ | ওয়াইএনওটি স্টুডিওজ, ভন্সালী প্রডাকশন্স, পেন ইন্ডিয়া লিমিটেড | |||
ভুল ভুলাইয়া ২ | ভূষণ কুমার, মুরাদ খেতানি, কৃষাণ কুমার, আনজুম খেতানি | টি-সিরিজ ফিল্মস, সিনেওয়ান স্টুডিওজ | ||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.