Remove ads
ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মাই নেম ইজ খান (হিন্দি: माय नेम इज़ ख़ान,[৪] ইংরেজি: My Name Is Khan, সাধারনভাবে উল্লেখ করা হয় MNIK হিসেবে।[৫] এটি ২০১০-এর একটি ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র, ছবিটি পরিচালনা করেছেন করণ জহর, চিত্রনাট্য করেছেন শিবানী বাথিজা, যৌথভাবে প্রযোজনা করেছেন হিরু যশ জহর এবং গৌরী খান, ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান এবং তার বিপরীতে আছেন কাজল।[৬][৭] দীর্ঘ নয় বছর পর তারা জুটিবদ্ধ হলেন (তাদের একসাথে শেষ ছবি কাভি খুশি কাভি গাম... ২০০১ সালে)। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ধর্ম প্রডাকশনস, রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং বিপণন করেছে ফক্স সটার এন্টারটেইনমেন্ট। চলচ্চিত্র জন্য সকল হিসেব কষে ১০০.০ কোটি টাকা
(ইউএস$ ২০.২৮ মিলিয়ন) এর ব্যয় ধরা হয়েছিল, যা হয়ে উঠে ২০১০-এর সবচেয়ে ব্যয়বহুল বলিউড চলচ্চিত্র।[৮] এটি কোন ভারতীয় চলচ্চিত্র জন্য সর্বাধিক, অতিক্রমকারী ৯০.০ কোটি টাকা(ইউএস$ ১৮.২৫ মিলিয়ন) গজনীর রেকর্ড।[৯]
মাই নেম ইজ খান | |
---|---|
পরিচালক | করণ জোহর |
প্রযোজক | হিরু জহর গৌরী খান |
কাহিনিকার | করন জহর শিবানী বাথিজা |
শ্রেষ্ঠাংশে | শাহরুখ খান কাজল জিমি শের্গীল |
সুরকার | শংকার-এহসান-লয় |
চিত্রগ্রাহক | রাভি কে. চন্দ্রন |
সম্পাদক | দীপা ভাটিয়া |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ফক্স সার্চলাইট পিকচার্স |
মুক্তি | ১২ ফেব্রুয়ারি, ২০১০ |
স্থিতিকাল | ১৬৫ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি ভাষা ইংরেজি ভাষা |
নির্মাণব্যয় | ৩৮.০ কোটি টাকা (ইউএস$ ৭.৭১ মিলিয়ন)[২] |
আয় | ১৯১.০ কোটি টাকা (ইউএস$ ৩৮.৭৩ মিলিয়ন)[৩] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.