জোধা আকবর

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত আশুতোষ গোয়ারিকর পরিচালিত হিন্দি ভাষার চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

জোধা আকবর

যোধা আকবর (হিন্দি: जोधा अकबर) আশুতোষ গোয়ারিকর পরিচালিত ২০০৮ সালের ভারতীয় জীবনীমূলক মহাকাব্যিক-প্রণয়ধর্মী চলচ্চিত্র। হায়দার আলির কাহিনীতে ছবিটির চিত্রনাট্য লিখেছেন হায়দার আলি ও আশুতোষ গোয়ারিকর এবং সংলাপ লিখেছেন কে. পি. সাক্সেনা। মুঘল সম্রাট আকবর ও তার স্ত্রী যোধার প্রেমের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশনঐশ্বর্যা রাই বচ্চন। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সোনু সুদ, কুলভূষণ খরবন্দ, ইলা অরুণ প্রমুখ।

দ্রুত তথ্য জোধা আকবর, পরিচালক ...
জোধা আকবর
Thumb
থিয়েটারে মুক্তি পাওয়া পোস্টার
जोधा अकबर
পরিচালকআশুতোষ গোয়ারিকর
প্রযোজক
রচয়িতাকে. পি. সাক্সেনা (সংলাপ)
চিত্রনাট্যকার
  • হায়দার আলি
  • আশুতোষ গোয়ারিকর
কাহিনিকারহায়দার আলি
শ্রেষ্ঠাংশে
সুরকারএ. আর. রহমান
চিত্রগ্রাহককিরণ দেওহান্স
সম্পাদকবাল্লা সালু
প্রযোজনা
কোম্পানি
এজিপিপিএল
পরিবেশকইউটিভি মোশন পিকচার্স
মুক্তি
  • ১৫ ফেব্রুয়ারি ২০০৮ (2008-02-15)
স্থিতিকাল২১৪ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়₹৪০ কোটি
আয়₹১১৫ কোটি
বন্ধ

চলচ্চিত্রটি ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি মুক্তি পায়। এটি সাও পাওলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য দর্শক পুরস্কার লাভ করে, গোল্ডেন মিনবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কার,[] শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার,[] সাতটি স্টার স্ক্রিন পুরস্কার ও ৩য় এশীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি বিভাগে মনোনয়ন লাভ করে।

কুশীলব

সঙ্গীত

যোধা আকবর ছবির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এ. আর. রহমান। গীত লিখেছেন জাভেদ আখতার এবং কাসিফ। কাসিফ শুধু "খাজা মেরে খাজা" গানের গীত লিখেছেন। ২০০৮ সালের ৯ জানুয়ারি এই ছবির সঙ্গীত প্রকাশ করে সনি বিজিএম[]

গানের তালিকা

আরও তথ্য নং., শিরোনাম ...
নং.শিরোনামকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."আজিম-এ-শাহেনশাহ"মোহাম্মদ আসলাম, বনি চক্রবর্তী৫:৫৪
২."জশন এ বাহারা"জাভেদ আলি৫:১৫
৩."খাজা মেরে খাজা"এ. আর. রহমান৬:৫৬
৪."ইন লামহো কি ধামান মে"সোনু নিগম, মধুশ্রী৬:৩৭
৫."মান মোহানা"বেলা শিন্দে৬:৫০
বন্ধ

পুরস্কার

আরও তথ্য পুরস্কার, বিভাগ ...
পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল সূত্র
ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র রনি স্ক্রুওয়ালা, আশুতোষ গোয়ারিকর বিজয়ী []
শ্রেষ্ঠ পরিচালক আশুতোষ গোয়ারিকর বিজয়ী
শ্রেষ্ঠ অভিনেতা হৃতিক রোশন বিজয়ী
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক এ. আর. রহমান বিজয়ী
শ্রেষ্ঠ গীতিকার জাভেদ আখতার বিজয়ী
গোল্ডেন মিনবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গ্র্যান্ড প্রিঁ আশুতোষ গোয়ারিকর বিজয়ী []
সেরা অভিনেতা পুরস্কার হৃতিক রোশন বিজয়ী
সাও পাওলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য দর্শক পুরস্কার আশুতোষ গোয়ারিকর বিজয়ী
বন্ধ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.