Loading AI tools
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত আশুতোষ গোয়ারিকর পরিচালিত হিন্দি ভাষার চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
যোধা আকবর (হিন্দি: जोधा अकबर) আশুতোষ গোয়ারিকর পরিচালিত ২০০৮ সালের ভারতীয় জীবনীমূলক মহাকাব্যিক-প্রণয়ধর্মী চলচ্চিত্র। হায়দার আলির কাহিনীতে ছবিটির চিত্রনাট্য লিখেছেন হায়দার আলি ও আশুতোষ গোয়ারিকর এবং সংলাপ লিখেছেন কে. পি. সাক্সেনা। মুঘল সম্রাট আকবর ও তার স্ত্রী যোধার প্রেমের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন ও ঐশ্বর্যা রাই বচ্চন। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সোনু সুদ, কুলভূষণ খরবন্দ, ইলা অরুণ প্রমুখ।
জোধা আকবর | |
---|---|
जोधा अकबर | |
পরিচালক | আশুতোষ গোয়ারিকর |
প্রযোজক |
|
রচয়িতা | কে. পি. সাক্সেনা (সংলাপ) |
চিত্রনাট্যকার |
|
কাহিনিকার | হায়দার আলি |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | এ. আর. রহমান |
চিত্রগ্রাহক | কিরণ দেওহান্স |
সম্পাদক | বাল্লা সালু |
প্রযোজনা কোম্পানি | এজিপিপিএল |
পরিবেশক | ইউটিভি মোশন পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ২১৪ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹৪০ কোটি |
আয় | ₹১১৫ কোটি |
চলচ্চিত্রটি ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি মুক্তি পায়। এটি সাও পাওলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য দর্শক পুরস্কার লাভ করে, গোল্ডেন মিনবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কার,[১] শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার,[২] সাতটি স্টার স্ক্রিন পুরস্কার ও ৩য় এশীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি বিভাগে মনোনয়ন লাভ করে।
যোধা আকবর ছবির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এ. আর. রহমান। গীত লিখেছেন জাভেদ আখতার এবং কাসিফ। কাসিফ শুধু "খাজা মেরে খাজা" গানের গীত লিখেছেন। ২০০৮ সালের ৯ জানুয়ারি এই ছবির সঙ্গীত প্রকাশ করে সনি বিজিএম।[৩]
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "আজিম-এ-শাহেনশাহ" | মোহাম্মদ আসলাম, বনি চক্রবর্তী | ৫:৫৪ |
২. | "জশন এ বাহারা" | জাভেদ আলি | ৫:১৫ |
৩. | "খাজা মেরে খাজা" | এ. আর. রহমান | ৬:৫৬ |
৪. | "ইন লামহো কি ধামান মে" | সোনু নিগম, মধুশ্রী | ৬:৩৭ |
৫. | "মান মোহানা" | বেলা শিন্দে | ৬:৫০ |
পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | রনি স্ক্রুওয়ালা, আশুতোষ গোয়ারিকর | বিজয়ী | [৪] |
শ্রেষ্ঠ পরিচালক | আশুতোষ গোয়ারিকর | বিজয়ী | ||
শ্রেষ্ঠ অভিনেতা | হৃতিক রোশন | বিজয়ী | ||
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | এ. আর. রহমান | বিজয়ী | ||
শ্রেষ্ঠ গীতিকার | জাভেদ আখতার | বিজয়ী | ||
গোল্ডেন মিনবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব | গ্র্যান্ড প্রিঁ | আশুতোষ গোয়ারিকর | বিজয়ী | [১] |
সেরা অভিনেতা পুরস্কার | হৃতিক রোশন | বিজয়ী | ||
সাও পাওলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব | সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য দর্শক পুরস্কার | আশুতোষ গোয়ারিকর | বিজয়ী |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.